Advertisement

Abhishek Banerjee: সোমবার প্র্যাক্টিস শুরু করছে অভিষেকের ক্লাব DHFC, দলে তীর্থঙ্কররা

কলকাতা লিগের প্রথম ডিভিশন থেকেই খেলা শুরু করবে এই দল তার আগে দুপুরে ফুটবলারদের সঙ্গে একটি বৈঠকে বসবেন ক্লাব কর্তরা। এয়ারপোর্টের কাছে একটি হোটেলে হবে এই বৈঠক। তবে প্রথম দিন বল নিয়ে অনুশীলন করবেন না ফুটবলাররা। তাঁদের সঙ্গে প্রথমে পরিচয় করবেন কোচ এবং সাপোর্ট স্টাফরা। এর পরেই ফুটবলারদের সঙ্গে কোচিং স্টাফের আলোচনায় ঠিক হবে, কীভাবে হবে কলকাতা লিগের জন্য দলের প্রস্তুতিপর্ব। শনিবার চূড়ান্ত হয়েছে দলের গোলকিপার কোচের নাম। ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলরক্ষক অভ্র মণ্ডল দলের গোলকিপিং কোচের দায়িত্ব সামলাবেন। স্পেন থেকে কিবু নিয়ে আসবেন ফিজিক্যাল ট্রেনারকে। 

অভিষেক ব্যানার্জীঅভিষেক ব্যানার্জী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 May 2022,
  • अपडेटेड 2:05 PM IST
  • সোমরাব অনুশীলনে ডায়মন্ডহারবার এফসি
  • প্রথম ডিভিশনে খেলবে অভিষেকের ক্লাব

সোমবার বিকেল থেকে সল্টলেকের বিধাননগর পৌরসভার মাঠে প্রস্তুতি শুরু করছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্লাব ডায়মন্ড হারবার এফসি (DHFC)। কোচ কৃষ্ণেন্দু রায়ের অধীনে প্রস্তুতি শুরু করছে ডায়মন্ড হারবারের এই ক্লাব। হেড কোচ হচ্ছেন মোহনবাগানের আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনা। তিনি শহরে আসার আগেই প্রস্তুতিতে নেমে পড়ছে অভিষেকের ক্লাব। 

কলকাতা লিগের প্রথম ডিভিশন থেকেই খেলা শুরু করবে এই দল তার আগে দুপুরে ফুটবলারদের সঙ্গে একটি বৈঠকে বসবেন ক্লাব কর্তরা। এয়ারপোর্টের কাছে একটি হোটেলে হবে এই বৈঠক। তবে প্রথম দিন বল নিয়ে অনুশীলন করবেন না ফুটবলাররা। তাঁদের সঙ্গে প্রথমে পরিচয় করবেন কোচ এবং সাপোর্ট স্টাফরা। এর পরেই ফুটবলারদের সঙ্গে কোচিং স্টাফের আলোচনায় ঠিক হবে, কীভাবে হবে কলকাতা লিগের জন্য দলের প্রস্তুতিপর্ব। শনিবার চূড়ান্ত হয়েছে দলের গোলকিপার কোচের নাম। ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলরক্ষক অভ্র মণ্ডল দলের গোলকিপিং কোচের দায়িত্ব সামলাবেন। স্পেন থেকে কিবু নিয়ে আসবেন ফিজিক্যাল ট্রেনারকে। 

কোচ কৃষ্ণেন্দু রায় বলেন, ‘‘কিবু সম্ভবত ১৫ মে বা তার পরে শহরে আসবে। তার আগে আমরা ফুটবলারদের ফিটনেসের দিকে নজর দিতে চাই। তবে প্রতিদিন অনুশীলন হবে নাকি সপ্তাহে তিন-চার দিন করব, সেটা সোমবার খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পরই ঠিক করব। কথা বলব ক্লাব কর্তাদের সঙ্গেও।’’ বাটানগরের মাঠ তৈরির কাজ চলছে। সেই কারণেই বিধাননগরের মাঠকেই বেছে নিয়েছেন ক্লাব কর্তারা। ডায়মন্ডহারাবার এফসি-র কর্তা মানস ভট্টাচার্য বলেন, '' আমাদের বাটানগরের মাঠে কাজ চলছে। মাঠটাকে তৈরি করা হচ্ছে। সেই কারণেই আমরা বিধাননগরের মাঠে অনুশীলন করছি।''

আরও পড়ুন

১৬-১৭ জন ফুটবলার প্রথম দিন থাকবেন দলের অনুশীলন শুরুর দিন। মোহনবাগান, মহামেডান স্পোর্টিংয়ে খেলা তীর্থঙ্কর সরকার, অভিষেক দাসের সঙ্গে কলকাতা ময়দানে পরিচিত মুখ ফুলচাঁদ হেমব্রম, গৌতম কুজুর, সন্দীপ পাত্ররা সই করেছেন ডায়মন্ডহারবার এফসি-র হয়ে। সোমবার বাংলা দলের গোলকিপার প্রিয়ন্ত কুমার সিংয়ের সঙ্গে কথা হবে কর্তাদের। প্রিয়ন্ত চূড়ান্ত হলে তিনিই হবেন দলের এক নম্বর কিপার। জেলা ও অন্যরাজ্যের ফুটবলারদের রাখা হয়েছে শহরের একটি হোটেলে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement