Advertisement

Team India: T20 বিশ্বকাপের পর ছাঁটাই দুই ক্রিকেটার, BCCI-এর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন

দীনেশ কার্তিক এখন ভারতীয় দলে উইকেটকিপিং করার পাশাপাশি ফিনিশারের ভূমিকাও পালন করছেন। আর অশ্বিন স্পিনার হিসেবে তুলে নিচ্ছেন উইকেট। টি২০ বিশ্বকাপের পর, ভারতেই অনুষ্ঠিত হতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আগে দুই সিনিয়র ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। 

টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Nov 2022,
  • अपडेटेड 12:46 PM IST
  • দুই তারকা ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে
  • টি২০ বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে যাবে ভারত

টি২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) খেলছে ভারতীয় দল (Team India)। তবে টি২০ বিশ্বকাপের পরেও বেশ কঠিন লড়াই অপেক্ষা করছে টিম ইন্ডিয়ার জন্য। বিশ্বকাপের মাঝেই বাংলাদেশ ও নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই (BCCI)। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও দীনেশ কার্তিক (Dinesh Karthik)। বাংলাদেশের বিরুদ্ধে অনুষ্ঠিত হতে চলা তিনটি টি২০ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত হতে চলা তিনটে একদিনের ম্যাচের জন্য দলে নেই তাঁরা।

তবে টি২০ বিশ্বকাপের আগেও ভারতের টি২০ দলে ছিলেন না দুই ক্রিকেটারই। আইপিএল-এ (IPL) ভাল পারফর্ম করার জন্য, দুইজনকেই টি২০ বিশ্বকাপ দলে ফিরিয়ে আনেন ভারতীয় দলের নির্বাচকরা।

আরও পড়ুন

দীনেশ কার্তিক এখন ভারতীয় দলে উইকেটকিপিং করার পাশাপাশি ফিনিশারের ভূমিকাও পালন করছেন। আর অশ্বিন স্পিনার হিসেবে তুলে নিচ্ছেন উইকেট। টি২০ বিশ্বকাপের পর, ভারতেই অনুষ্ঠিত হতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আগে দুই সিনিয়র ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। 

এখন প্রশ্ন হল, টি২০ বিশ্বকাপের পর এই সিনিয়র ক্রিকেটারদের কি বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিলেন নির্বাচকরা? না কি দল থেকে ছেঁটে ফেলে দেওয়া হল তাঁদের? যদিও বিসিসিআই-এর করা ট্যুইটে এর ব্যাখ্যা দেওয়া হয়বি। বিসিসিআই-এর কোনও আধাকারিকও এই ব্যাপারে মুখ খোলেননি। 

রবিচন্দ্রন অশ্বিন ও দীনেশ কার্তিক

বাংলাদেশ ওয়ানডে সিরিজের জন্য টিম ইন্ডিয়া: 
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পন্ত, ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর , শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, দীপক চাহার, যশ দয়াল

বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়া:  
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, 

Advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য টিম ইন্ডিয়া:
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক, উইকেটরক্ষক), শুভমান গিল, ইশান কিশান, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক) , ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, হর্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক 

Read more!
Advertisement
Advertisement