ইস্টবেঙ্গল কর্তারা (East Bengal) নাকি ফুটবলার সই করাতে গেলেই কাটমানি নিয়ে থাকেন। ময়দানে এমন অভিযোগ বেশ পুরনো। যদিও তার কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। মোহনবাগান (Mohun Bagan) সচিব দেবাশিস দত্তও মাঝে মধ্যেই লাল-হলুদ কর্তাদের কটাক্ষ করতে গিয়ে বলেন, 'ওদের মতো আমাদের ক্লাবের টাকায় সংসার চালাতে হয় না।' এই দুই ক্লাবের সমস্ত পদই সাম্মানিক। অর্থাৎ এখান থেকে পারিশ্রমিক পাওয়া যায় না। তবে বারেবারে কীসের দিকে ইঙ্গিত করেন দেবাশিস দত্তরা? প্রমাণ না থাকায় ময়দানের গুঞ্জন নিয়ে এর চেয়ে বেশি কিছু কোনোওদিনই বলেননি সবুজ-মেরুন কর্তারা।
কেন অভিযোগ করেননি ডগলাস?
তবে এবার bangla.aajtak.in-কে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক ইঙ্গিত দিলেন প্রাক্তন ইস্টবেঙ্গল ডিফেন্ডার ডগলাস ডি সিলভা (Doglus D Silva)। প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার জানান, 'আমিও এই ব্যাপারে শুনেছি। তবে সত্যি কিনা বলতে পারব না।' এরপর তিনি আরও বলেন, 'আমি শুনেছি, মানে কিছুদিন খেলার পর আমি জানতে পেরেছি আমার স্যালারি যা তার থেকে আমি কম টাকা পাচ্ছি।' গুরুতর অভিযোগের পরই তাঁকে জিজ্ঞাসা করা হয়, তিনি কেন অভিযোগ করেননি? ডগলাস এর উত্তরে বলেন, 'আমি যা টাকা পাচ্ছিলাম তাতে খুশি ছিলাম। তাই আর অভিযোগ করিনি।'
ক্লাব কর্তাদের সঙ্গে ডগলাসের সম্পর্ক বেশ ভালো বলেই মনে করা হয়। আশিয়ান জয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান হোক বা ক্লাবের শতবর্ষ সমস্ত অনুষ্ঠানেই হাজির থাকেন তিনি। সেই ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেন, 'আমার সঙ্গে ক্লাবের কর্তাদের সম্পর্ক খুব ভালো ছিল এমনটা কে বলল? আমি কর্তাদের সঙ্গে খুব একটা কথাবার্তা বলতাম না। তাই আমার সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে কিছু বলতে পারব না।'
ইস্টবেঙ্গল ক্লাবের বর্তমান অবস্থা নিয়েও বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন ডগলাস। তাঁর দাবি, 'ইস্টবেঙ্গল কর্তারা মান্ধাতার আমলের চিন্তা ভাবনা নিয়ে চলছেন। ৩০ বছর আগের ফুটবল আর এখনকার ফুটবলের পার্থক্য রয়েছে। বারে বারে কোচ বদলে কিছু হবে না। তাঁকে ভালো ফুটবলার দিতে হবে।'