Advertisement

Durand Cup Derby Tickets: ডার্বির টিকিট অফলাইনে কীভাবে? রাতভর লাইন দিলেন ইস্টবেঙ্গল-মোহনবাগান ফ্যানরা

ডুরান্ড কাপের (Durand Cup 2024) ডার্বির (Kolkata Derby 2024) টিকিট নিয়ে হাহাকার চলছে অনেকদিন ধরেই। শুক্রবার মোহনবাগান ও ইস্টবেঙ্গল (Mohun Bagan Super Giant vs East Bengal) দুই ক্লাব থেকেই পাওয়া যাবে ডার্বির অফলাইন টিকিট। সকাল ১১টা থেকে দেওয়া হবে ডার্বির অফলাইন টিকিট। তবে বৃহস্পতিবার সারারাত ডার্বির টিকিটের লাইনে দাঁড়িয়েছেন সমর্থকরা।

Kolkata DerbyKolkata Derby
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Aug 2024,
  • अपडेटेड 10:52 AM IST
  • আজ থেকেই ডার্বির টিকিট
  • রাতভর লাইন দিলেন ইস্টবেঙ্গল-মোহনবাগান ফ্যানরা

ডুরান্ড কাপের (Durand Cup 2024) ডার্বির (Kolkata Derby 2024) টিকিট নিয়ে হাহাকার চলছে অনেকদিন ধরেই। শুক্রবার মোহনবাগান ও ইস্টবেঙ্গল (Mohun Bagan Super Giant vs East Bengal) দুই ক্লাব থেকেই পাওয়া যাবে ডার্বির অফলাইন টিকিট। সকাল ১১টা থেকে দেওয়া হবে ডার্বির অফলাইন টিকিট। তবে বৃহস্পতিবার সারারাত ডার্বির টিকিটের লাইনে দাঁড়িয়েছেন সমর্থকরা।

আসলে এবারের ডুরান্ড কাপের ডার্বি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ডুরান্ড কাপের গ্রুপের যা পরিস্থিতি তাতে এই ম্যাচে জিততে পারলেই পরের রাউন্ড যাওয়ার ছাড়পত্র পাবে দুই দলের মধ্যে একটি দল। পয়েন্ট তালিকায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল উভয়েই রয়েছে ছয় পয়েন্টে। কিন্তু গোলপার্থক‌্যের বিচারে শীর্ষে রয়েছেন জেসন কামিংসরা। মোহনবাগানের যেখানে (+৭), ইস্টবেঙ্গলের সেখানে (+৪)। ফলে আগামী রবিবার ডার্বির জয়ী দলই গ্রুপ শীর্ষে থেকে পরের পর্বে যাবে।

তবে বায়ুসেনার বিরুদ্ধে ৬-০ গোলে ম্যাচ জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের প্রত‌্যাশা পূরণ করতে পারেনি। তবে ডুরান্ড কাপে হোসে মলিনার অধীনে নিজেদের দুর্দান্ত ছন্দে মেলে ধরেছে সবুজ-মেরুন। অন্যদিকে আল্টিন অ্যাসিরের বিরুদ্ধে হেরে আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরেছে ইস্টবেঙ্গল ফুটবলারদের।

ঘরের মাঠে বিদেশিহীন দলের বিরুদ্ধে পরাজয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ হাতছাড়া ইস্টবেঙ্গলের। হারের পর সমর্থকদের থেকে ক্ষমা চেয়ে নেন কার্লেস কুয়াদ্রাত।‌ এবার নজর এএফসি চ্যালেঞ্জ লিগে। তবে তার আগে ফোকাস ডুরান্ড ডার্বি।ইতিমধ্যে হারের ধাক্কা কাটিয়ে ডার্বির ছক কষা শুরু হয়ে গিয়েছে লাল হলুদের অন্দর মহলে। বৃহস্পতিবার পুরো দলকে রিকভারি সেশন করিয়ে ছুটি দেওয়া হয়েছিল। শুক্রবার এবং শনিবার নিজেদের ঝালিয়ে নিয়ে ডার্বিতে নামতে চলেছে ইস্টবেঙ্গল এফসি।     

এএফসি কাপে খেলায় ঘরের মাঠের সুবিধা না নিতে পারায় হতাশ নন্দকুমার। তবে তার দাবি, এই হারের প্রভাব ডার্বিতে পড়বে না। নন্দকুমার বলেছেন, ' ডার্বি সম্পূর্ণ ভিন্ন ম্যাচ। এই ম্যাচের প্রভাব রবিবার পড়বে না। আমরা জেতার জন্যই মাঠে নামব।' 

Advertisement
Read more!
Advertisement
Advertisement