Advertisement

Durand Cup Final: 'বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে একটা দলকে,' ডুরান্ড ফাইনালের পেনাল্টি বিতর্ক

রেফারিদের সঠিক মূল্যায়ন করা হোক বলেই দাবি জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। এশিয়ার সবচেয়ে বড় ডার্বিকে সংরক্ষণ করার দাবিও জানানো হয়েছে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে।

সেমিফাইনালের সেই বিতর্কিত পেনাল্টির স্ক্রিনশট।
জাগৃক দে
  • কলকাতা ,
  • 01 Sep 2023,
  • अपडेटेड 11:12 PM IST

বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে একটা দলকে। নাম না করে মোহনবাগানকে আক্রমণ করলেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার। ডুরান্ড কাপের ফাইনালে রবিবার মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্ট। তার আগে ডুরান্ড কাপের ডার্বি নিয়ে উত্তপ্ত লাল-হলুদ। দেবব্রত সরকারের আরও অভিযোগ, 'এর আগে আইএসএল-এর ফাইনালে বেঙ্গালুরুর বিরুদ্ধে ফাইনালে পেনাল্টি দেওয়া হয়েছিল।'

রেফারিদের সঠিক মূল্যায়ন করা হোক বলেই দাবি জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। এশিয়ার সবচেয়ে বড় ডার্বিকে সংরক্ষণ করার দাবিও জানানো হয়েছে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। দেবব্রত সরকার বলেন, 'ডুরান্ড ফাইনালে আমরা একটা ভালো ম্যাচ উপভোগ করি। সঠিক মূল্যায়ন হোক। এমনটাই আমাদের দাবি। একটা দলকে সুযোগ দেওয়া হলে, বাকিদের খেলারই দরকার নেই। আই লিগেও বেশকিছু ম্যাচে এমন হয়েছে। বারবার এটা কেন হচ্ছে? ভুল বারবার হতে পারে?'
মাঠে ঝামেলা হতে পারে। সেই আশঙ্কায় ভুগছেন লাল-হলুদ কর্তারা। দেবব্রত বলেন,'ডার্বি ম্যাচ সুষ্ঠভাবে পরিচালনা করা না গেলে হোক সেটাই চাই। এমন সিদ্ধান্তের জেরে মাঠে ঝামেলা হতে পারে। এটা এশিয়ার সেরা ডার্বি।'

মোহনবাগানের নাম না করলেও ইস্টবেঙ্গল কর্তা রাজা গুহ বলেন,'আমরা প্রতিবাদ করেছিলাম, একটা দল কীভাবে ৩৩ জন রেজিস্ট্রেশন করায় তা নিয়ে। এ ব্যাপারে কান দেওয়া তো দূরে থাক, আরও একজন ফুটবলরকে রেজিস্ট্রেন করানো হল। কেন এমন হল? আমরা তো আপত্তি করেছিলাম।'

রেফারিং নিয়ে মৌখিক ভাবে অভিযোগ জানালো হলেও, এখনও লিখিত কিছুই পাঠানো হয়নি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। টিকিট বন্টন নিয়েও প্রশ্ন তুলেছে ইস্টবেঙ্গল ক্লাব। দেবব্রত সরকার বলেন,'টিকিট নিয়ে সমস্যা আছে। আমাদের সমর্থকরা টিকিট পাচ্ছে না। আমরা করলে অনলাইনে টিকিট দিই। কিন্তু কেন জানি না, এটা হচ্ছে না। আমাদের অনেক কমিটমেন্ট থাকে। আমাদের মোট ৫০টা টিকিট দেওয়া হয়। আমাদের এখন ইনভেস্টর আছে। তাদের দিতে হয়। মোহনবাগানকে ১৫০টা টিকিট দেওয়া হয়। গত ডার্বিতে টিকিট নিইনি। তবে এবার আমরা নিয়েছি। যদিও আমি নিজেই যাচ্ছি না। আমি যদি যাই তবে, অনেকে যারা রোজ ক্লাবের কাজ করে, তারা যেতে পারবেন না। আগামী দিনে ডুরান্ড খেলতে গেলে শর্ত মেনে করতে হবে। তা না হলে আমরা খেলব না।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement