Advertisement

Durand Cup Mohun Bagan: ডুরান্ডের প্রথম ম্যাচেই দলে বিদেশি টম? বড় আপডেট মোহনবাগান কোচের

শনিবার ডুরান্ডের (Durand Cup 2024) প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টসের (Mohun Bagan Super Giant) প্রতিপক্ষ ডাউনটাউন হিরোজ (Downtown Heros)। সম্পূর্ণ অচেনা প্রতিপক্ষ। আর অচেনা প্রতিপক্ষ সবসমই কঠিন। প্রথম দলের ফুটবলারদের না থাকলেও রিজার্ভ দলের ফুটবলারদের নিয়েই কাজটা সারতে হবে বাস্তবকে। তবে দলে আসতে পারেন নবাগত বিদেশি টম অ্যালড্রেড (Tom Aldred)। দলে আসতে পারেন গোলকিপার ধীরজ সিংও (Dheeraj Singh)। 

mohun bagan, durand cupmohun bagan, durand cup
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jul 2024,
  • अपडेटेड 11:32 AM IST

শনিবার ডুরান্ডের (Durand Cup 2024) প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রতিপক্ষ ডাউনটাউন হিরোজ (Downtown Heros)। সম্পূর্ণ অচেনা প্রতিপক্ষ। আর অচেনা প্রতিপক্ষ সবসমই কঠিন। প্রথম দলের ফুটবলারদের না থাকলেও রিজার্ভ দলের ফুটবলারদের নিয়েই কাজটা সারতে হবে বাস্তবকে। তবে দলে আসতে পারেন নবাগত বিদেশি টম অ্যালড্রেড (Tom Aldred)। দলে আসতে পারেন গোলকিপার ধীরজ সিংও (Dheeraj Singh)। 

কলকাতা লিগ ভুলে ঝাঁপাতে চাইছেন বাস্তব
কলকাতা লিগে (CFL 2024) একেবারেই ছন্দে নেই মোহনবাগান। কলকাতা লিগের তুলনায় ডুরান্ডে চ্যালেঞ্জ আরও বেশি, লড়াই অনেক বেশি। সুহেল ভাট, টাইসন সিং, রাজ বাসফোররা এই বড় মঞ্চে কতটা চ্যালেঞ্জ নিতে পারেন সেটাই দেখার। সরকারিভাবে সিনিয়র দলের অনুশীলন শুরু না হলেও আশিক কুরুনিয়ান, আশিষ রাই, ধীরাজ সিংরা সহকারী কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে মাঠে নেমে পড়েছেন। আশিস রাই, ধীরাজ সিংকে পাওয়া গেলেও আশিক এখনও খেলার মতো জায়গায় নেই। দীপেন্দু বিশ্বাসকেও শনিবার ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে প্রথম ম্যাচে পাবেন না বাস্তব রায়। তবে ডিফেন্সকে নেতৃত্ব দিতে মোহনবাগানের বিদেশি টম অ্যালড্রেড এসে গেছেন। 

ডুরান্ড কাপের প্রথম ম্যাচে কোচের চেয়ারে বসবেন বাস্তব রায়। হোসে মোলিনা আসার পর তিনিই দায়িত্ব তুলে নেবেন। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে অচেনা প্রতিপক্ষর বিরুদ্ধে মাঠে নামার আগে সতর্ক মোহনবাগানের সহকারী কোচ বাস্তব । দ্বিতীয় সারির দল নিয়েও অবশ্য তিনি চ্যালেঞ্জ নিচ্ছেন। ডুরান্ড অভিযানে নামার আগে তিনি বলেন, 'প্রতিপক্ষ দল সম্পূর্ণ অচেনা। অচেনা প্রতিপক্ষ সবসমই কঠিন। ওদের দলে দুজন বিদেশি আছে শুনেছি। আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি।'

কীভাবে ফ্রিতে দেখবেন মোহনবাগানের ম্যাচ?
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মোহনবাগান মুখোমুখি হবে ডাউনটাউন হিরোজের। মোহনবাগানের শুধু নয়, ডুরান্ড কাপের সমস্ত ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিমিং দেখতে হলে অবশ্য টাকা দিতে হবে। সাবস্ক্রাইব করতে হবে সোনি লিভ। তবে জিও ব্যবহারকারীরা জিও টিভি থেকে দেখতে পারবেন এই ম্যাচ। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement