Advertisement

Durand Cup Prize Money: ডুরান্ড কাপ জিতলে হবে টাকার বৃষ্টি, কত পাবে চ্যাম্পিয়নরা?

২০২৪ ডুরান্ড কাপের (Durand Cup 2024) প্রথম ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) ও ডাউনটাউন এফসি। তবে তার আগে জানা গেল ডুরান্ড কাপের পুরস্কারমূল্য (Durand Cup Prize Money)। বৃহস্পতিবার কলকাতায় ডুরান্ড কাপের সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। এবারের ডুরান্ড কাপে অংশ নিচ্ছে ২৪টি দল। তাদের ভাগ করা হয়েছে ছ'টি গ্রুপে। প্রতি গ্রুপে থাকবে চারটি করে টিম। এবার দেখে নেওয়া যাক এবারের ডুরান্ড কাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়নরা?

ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান (ফাইল চিত্র)
জাগৃক দে
  • কলকাতা,
  • 25 Jul 2024,
  • अपडेटेड 7:40 PM IST

২০২৪ ডুরান্ড কাপের (Durand Cup 2024) প্রথম ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) ও ডাউনটাউন এফসি। তবে তার আগে জানা গেল ডুরান্ড কাপের পুরস্কারমূল্য (Durand Cup Prize Money)। বৃহস্পতিবার কলকাতায় ডুরান্ড কাপের সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। এবারের ডুরান্ড কাপে অংশ নিচ্ছে ২৪টি দল। তাদের ভাগ করা হয়েছে ছ'টি গ্রুপে। প্রতি গ্রুপে থাকবে চারটি করে টিম। এবার দেখে নেওয়া যাক এবারের ডুরান্ড কাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়নরা?

মোট পুরস্কার মূল্য ১ কোটি টাকা

গতবারের মতো এবারেও মোট ১ কোটি টাকা পুরস্কারমূল্য ঘোষণা করা হয়েছে। যার মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৬০ লক্ষ টাকা। আর রানার্স দল পাবে ৩০ লক্ষ টাকা। বাকি ১০ লক্ষ টাকা ভাগ করে দেওয়া হবে গোল্ডেন বুট বিজয়ী, বিভিন্ন ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচদের। বাংলার তিন বড় ক্লাব সহ বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ-কে প্রতিটি ম্যাচের বেশকিছু ফ্রি টিকিট দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। 

কোন ক্লাব কত টিকিট পাবে?
ডার্বি ম্যাচ ছাড়া বাকি সমস্ত ম্যাচে ৫,০০০টি করে ফ্রি টিকিট দেওয়া হবে তিন ক্লাবকে। আর বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা পাবে ১২০০ ফ্রি টিকিট। পাশাপাশি ডার্বি ম্যাচের জন্যও মোহনবাগান পাবে ৫০০০ টিকিট। ইস্টবেঙ্গলও পাবে সোম সংখ্যক টিকিট। আর মহমেডানকে দেওয়া হবে ২৫০টি টিকিট। আইএফএ এক্ষেত্রেও ১২০০ টিকিট পাবে। কিশোর ভারতীতে ম্যাচ হলে দুই দলই পাবে ২০০০ করে টিকিট। এবারে ডুরান্দ কাপে অফলাইন টিকিট বিক্রির ব্যবস্থাও করা হয়েছে বলে জানান অরূপ। তিন বড় ক্লাবের বক্স অফিস থেকেই সেই ক্লাবের ম্যাচের আগে টিকিট পাওয়া যাবে বলে জানান রাজ্যের ক্রীড়ামন্ত্রী। 

Advertisement

থাকবে পর্যাপ্ত বাসের ব্যবস্থা
ডুরান্ড কাপের ম্যাচের পর বাড়ি ফেরা নিয়ে সমস্যা হতে পারে সাধারণ সমর্থকদের। সেকথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এমনটাই জানিয়েছেন অরূপ বিশ্বাস। এই সরকার ফুটবলের প্রসারে কাজ করছে বলেও দাবি করেছেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন, 'শুধু ক্রীড়া দপ্তর নয়, সমস্ত দপ্তরই ডুরান্ড কমিটিকে সমস্ত ভাবে সাহায্য করছে। যাতে এই টুর্নামেন্ট ভালভাবে সম্পন্ন করা যায়।'
    

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement