এ যেন একেবারে 'উল্টে দেখুন পাল্টে গেছেন'-এর মত ব্যাপার। যে দলটা আইএসএল-এ মাঠের মধ্যে পরের পর ম্যাচ হেরে, ড্র করে লিগ টেবিলের শেষে থেকে অভিযান শেষ করেছে তারাই আবার ই আইএসএল-এর শীর্ষে। ফুটবলাররা লাল-হলুদ জার্সির মান রাখতে ব্যর্থ হলেও এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) সমর্থকরা কিন্তু জার্সির গুরুত্ব বুঝিয়ে দিলেন।
শেষে এটিকে মোহনবাগান
তবে চমকে যাবেন আরও একটা তথ্য শুনলে। ই আইএসএল-এর লিগ টেবিলের একেবারে শেষে কারা জানেনে? এটিকে মোহনবাগান। লিগ শিল্ড জিততে না পারলেও এ মরশুমে ধারাবাহিক ভাবে ভাল ফুটবল খেলেছেন জনি কাউকো, রয় কৃষ্ণরা। তবে ১৯ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট পেয়েছেন তাঁদের সমর্থকরা। লিগ শিল্ড জেতা জামসেদপুর এফসিও ই আইএসএল-এ সেমিফাইনালে যেতে পারেনি। সাত নম্বরে রয়েছে তারা। ১৮ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে। এসসি ইস্টবেঙ্গলের পয়েন্ট ১৯ ম্যাচে ৪০। সেমিফাইনালে উঠেছে মুম্বই সিটি এফসি, চেন্নাইয়েন এফসি ও এফসি গোয়াও।
আরও পড়ুন: বিশ্বকাপে ৩৯ উইকেট! যুগ্ম সর্বোচ্চ উইকেট প্রাপক ঝুলন
আরও পড়ুন: মানকাড়িং বৈধ! অশ্বিনের সঙ্গে রসিকতা বীরুর
ই আইএসএল কী?
আসলে আইএসএল-এ খেলা সমস্ত দলের সমর্থকদের নিয়ে একটি টুর্নামেন্ট করছে ইন্ডিয়ান সুপার লিগ। ফিফা গেমে একে অপরের মুখোমুখি হয় দলগুলি। সেই ম্যাচ আইএসএল-এর ফেসবুক ও ইউটিউবে লাইভ দেখান হয়। চাইলে যে কেউ খেলতে পারেন ই আইএসএল। তবে সেক্ষেত্রে তাঁকে রেজিস্টার করতে হবে আইএসএল-এর ওয়েবসাইটে।