Advertisement

ICC U-19 World Cup: ম্যাচ চলাকালীন ভূমিকম্পে কেঁপে উঠল মাঠ, ক্রিকেটাররা কী করলেন দেখুন

ধারাভাষ্য দিতে দিতে আইসিসি প্যানেলের ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড বলেন, ''আমার মনে হয় ভূমিকম্প হচ্ছে। আমরা সত্যিই ভূমিকম্পের সামনে পড়েছি। মনে হল, একটা ট্রেন আমাদের পেছনে দিয়ে যাচ্ছে আর কুইন্স পার্ক ওভাল মিডিয়া সেন্টার কেঁপে উঠেছে।'' ১৫ থেকে ২০ সেকেন্ড ধরে এই ভূমিকম্প অনুভুত হয়েছে। এমনটাই জানিয়েছেন তিনি। যদিও হাসিমুখেই এই ঘটনার বিবরণ দিতে শোনা যায় লিওনার্ডকে। ম্যাচ চলাকালীন এই লাইভ ধারাভাষ্য ভাইরাল হচ্ছে। তবে এই ঘটনায় খেলার বিঘ্ন ঘটেনি। খেলা চালিয়ে যেতে থাকেন ক্রিকেটাররা। তাঁদের দেখে মনে হয় তাঁরা কিছু বুঝতেই পারেননি। সাংবাদিক পিটার ডেলা পিনা এই ঘটনার ভিডিও তাঁর টুইটারে শেয়ার করেন।

ছবি প্রতীকী
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Jan 2022,
  • अपडेटेड 12:24 PM IST
  • ভূমিকম্পে কাঁপল ওয়েস্ট ইন্ডিজের মাঠ
  • খেলা চলছিল জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ডের

ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চলাকালীন জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ড ম্যাচের মাঝেই ভূমিকম্প অনুভূত হয়। এই ঘটনা ধরা পড়ে ক্যামেরাতেও। কয়েক সেকেন্ডের জন্য দ্রুত সরে যায় ক্যামেরা। প্রথমে কিছু বোঝা না গেলেও পরে বোঝা যায় ভূমিকম্পের ঘটনা। ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্লেট লিগের ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। সেই সময় জিম্বাবোয়ের মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড। প্রথম ইনিংসের ষষ্ঠ ওভার চলাকালীন এই ঘটনা ঘটে। তখন ব্যাট করছিল জিম্বাবোয়ে। আয়ারল্যান্ডের হয়ে তখন বল করছিলেন স্পিনার ম্যাথিউ হামফ্রিজ। সেই সময়ে ক্যামেরাটি হঠাৎ কাঁপতে শুরু করে। ক্রিকেটাররা এই বিষয়টি টের না পেলেও ধারাভাষ্যকাররা বুঝতে পারেন। ধারাভাষ্যে এই ঘটনার কথা উল্লেখও করেন তাঁরা। ভূমিকম্পের তিব্রতা ছিল ৫.২।

খেলায় বিঘ্ন ঘটেনি
ধারাভাষ্য দিতে দিতে আইসিসি প্যানেলের ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড বলেন, ''আমার মনে হয় ভূমিকম্প হচ্ছে। আমরা সত্যিই ভূমিকম্পের সামনে পড়েছি। মনে হল, একটা ট্রেন আমাদের পেছনে দিয়ে যাচ্ছে আর কুইন্স পার্ক ওভাল মিডিয়া সেন্টার কেঁপে উঠেছে।'' ১৫ থেকে ২০ সেকেন্ড ধরে এই ভূমিকম্প অনুভুত হয়েছে। এমনটাই জানিয়েছেন তিনি। যদিও হাসিমুখেই এই ঘটনার বিবরণ দিতে শোনা যায় লিওনার্ডকে। ম্যাচ চলাকালীন এই লাইভ ধারাভাষ্য ভাইরাল হচ্ছে। তবে এই ঘটনায় খেলার বিঘ্ন ঘটেনি। খেলা চালিয়ে যেতে থাকেন ক্রিকেটাররা। তাঁদের দেখে মনে হয় তাঁরা কিছু বুঝতেই পারেননি। সাংবাদিক পিটার ডেলা পিনা এই ঘটনার ভিডিও তাঁর টুইটারে শেয়ার করেন। 

আরও পড়ুন: IPL-এ ১১ নম্বরে নামবেন জাডেজা? অলরাউন্ডারের পোস্ট ঘিরে প্রশ্ন


ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড
অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপের এই ম্যাচে নবম স্থান দখলের লড়াইয়ে ছিল জিম্বাবোয়ে এবং আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ১৬৬ রানে গুটিয়ে যায় জিম্বাবোয়ে। ৪৯ ওভার ব্যাট করেই সব উইকেট খোয়ায় তারা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড। আট উইকেটে তারা হারায় জিম্বাবোয়েকে। এই ম্যাচ জিতে প্লেট লিগের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেয় আয়ারল্যান্ড।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement