Advertisement

East Bengal ISL Mamata: কেন 'বেচারা' ইস্টবেঙ্গল পারছে না? মোহনবাগানের মঞ্চে কারণ জানালেন মুখ্যমন্ত্রী

ট্রফি জেতা তো দূরের ডার্বিতেও পরপর হার। টানা ৮টা ডার্বি হেরেছে লাল হলুদ শিবির। মন ভেঙে গিয়েছে সমর্থকদের। মোহনবাগানের আইএসএল জয়ের সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইস্টবেঙ্গল নিয়ে আক্ষেপ মমতার।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Mar 2023,
  • अपडेटेड 3:05 PM IST
  • ইস্টবেঙ্গলকে নিয়ে আক্ষেপ মমতার।
  • দল গঠনে দেরি হয়েছে বলে মত মুখ্যমন্ত্রীর।

ভারতসেরা মোহনবাগান। অন্যদিকে, পড়শি ক্লাব ইস্টবেঙ্গলের পারফরম্যান্স আশানুরূপ নয়। ট্রফি জেতা তো দূরের ডার্বিতেও পরপর হার। টানা ৮টা ডার্বি হেরেছে লাল হলুদ শিবির। মন ভেঙে গিয়েছে সমর্থকদের। মোহনবাগানের আইএসএল জয়ের সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বুঝিয়ে দিলেন, কেন ইস্টবেঙ্গল পিছিয়ে পড়েছে!

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'মোহনবাগান একটা করে জিতছে...ইস্টবেঙ্গল বেচারা, ওরা তো এবার ভালো করে তৈরি করতে পারেনি। আমি ওদের দোষ দিচ্ছি না। আমার কাছে সবাই সমান। যখন ওরা শুরু করেছে, অনেক দেরি হয়ে গিয়েছিল। ওরা টিমটাও ভালো করে তৈরি করতে পারেনি। কারণ ওদের আর্থিক অসুবিধা ছিল।'

সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মোহনবাগান লাভবান হয়েছে। আর সেটাই ইস্টবেঙ্গলের সঙ্গে তাদের ফারাক গড়ে দিয়েছে বলে মনে করেন মমতা। তাঁর কথায়,'মোহনবাগান যে খেলাটা আগেই খেলে দিয়েছে, সেটা হচ্ছে, সঞ্জীব গোয়েঙ্কার তো টাকার অভাব নেই, সিইএসই-র ও কর্ণধার। এবং ওরা নানারকম ভাবে সাহায্য করে, বরং বাড়তি সাহায্য করে ক্লাবকে এগিয়ে নিয়ে গিয়েছে। নাম তার মোহনবাগান।'

আরও পড়ুন- 'ATK শুনতে ভাল লাগে না...' মোহনবাগান ক্লাবে গিয়ে বললেন মমতা

চ্যাম্পিয়ন হওয়ার পর মোহনবাগানের নাম থেকে এটিকে সরানোর কথা ঘোষণা করেছিলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তিনি জানিয়েছিলেন, এবার থেকে মোহনবাগান সুপার জায়ান্টস নামে খেলবে দল। এটিকে নাম সরানোর উদ্যোগ তিনিই নিয়েছিলেন বলে এ দিন দাবি করেন মমতা। তিনি জানান,'এটিকে মোহনবাগান নয়! মোহনবাগার সুপার জায়ান্টস। আমি অরূপকে বলেছিলাম, সঞ্জীবের সঙ্গে কথা বলো। এটিকে-টেটিকে শুনতে ভালো লাগে না। মোহনবাগান মোহনবাগান। তার ইতিহাস, গোর্খাদের বিরুদ্ধে খালি পায়ে লড়াই করে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তার নাম গোষ্ঠ পাল।'

Advertisement

তাঁর প্রয়াত মা ফুটবল ভালোবাসতেন বলে জানিয়েছেন মমতা। তিনি বলেন,'আমি সবার সমর্থক। আমার মা মোহনবাগানের খেলা হলেই কালীঘাটে পুজো দিতে যেত। আর আমার দাদা মোহনবাগান সমর্থক।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement