Advertisement

East Bengal: মুম্বইকে হারাল ইস্টবেঙ্গল, আবারও গোল হিমাংশু জাংরার

২ গোলে মুম্বই সিটি এফসিকে (Mumbai City FC) হারাল ইস্টবেঙ্গলের (East Bengal) ছোটরা। দুটি গোল করলেন হিমাংশু জাংরা (Himangshu Jangra) ও রূপম রায় (Rupam Roy)। রিলায়েন্স ইয়ুথ লিগে (RFDL) ছয় গোল করে ফেললেন হিমাংশু। শেষ মুহূর্তে রূপম গোল করে লাল-হলুদের জয় নিশ্চিত করেন। 

ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 May 2023,
  • अपडेटेड 11:01 PM IST

২ গোলে মুম্বই সিটি এফসিকে (Mumbai City FC) হারাল ইস্টবেঙ্গলের (East Bengal) ছোটরা। দুটি গোল করলেন হিমাংশু জাংরা (Himangshu Jangra) ও রূপম রায় (Rupam Roy)। রিলায়েন্স ইয়ুথ লিগে (RFDL) ছয় গোল করে ফেললেন হিমাংশু। শেষ মুহূর্তে রূপম গোল করে লাল-হলুদের জয় নিশ্চিত করেন। 

দাপট দেখাল লাল-হলুদ
প্রথমার্ধ থেকেই দারুণ লড়াই চলে দুই দলের মধ্যে। যদিও গোল আসেনি প্রথমার্ধে। আক্রমণের ঝাঁজ যদিও আগাগোড়াই বেশি ছিল লাল-হলুদের। যদিও তাতে কাজের কাজ হয়নি। ৫৯ মিনিটে প্রথম গোল পায় ইস্টবেঙ্গল। গোল করেন হিমাংশু জাংরা। ম্যাচের শেষ মুহূর্তে দলের জয় নিশ্চিত করেন রাহুল। দারুণ শটে গোল করেন লাল-হলুদ ফুটবলার। এরপর ন্যাশানাল গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে ভালসাও স্পোর্টস ও কালচার স্পোর্টসের বিরুদ্ধে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।
 

আরও পড়ুন:মোহনবাগানের 'সিনিয়র' ফরদিন-কিয়ানরা কেন জুনিয়র দলে? কারণ জানলে চমকে যাবেন

দারুণ জয় মোহনবাগান ছোটদেরও
মোহনবাগানের ছোটদের জয়জয়কার। রিল্যায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের (RFDL) গুরুত্বপূর্ণ ম্যাচে, নর্থইস্ট ইউনাইটেডকে (North East United FC) ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল সবুজ মেরুনও। ইম্ফলের (Imphal) সাই কমপ্লেক্সে (SAI Complex), ডেভেলপমেন্ট লিগের জাতীয় পর্যায়ের ম্যাচে শিলং লাজং এফসির (Shillong Lajong FC) মুখোমুখি হয় মোহনবাগান। আর এই ম্যাচে, একচেটিয়া কর্তৃত্ব বজায় রেখেই জয় পেল বাগান শিবির। বলা যেতে পারে, একেবারে একপেশে ম্যাচ। একাধিক শট অন টার্গেট ছাড়াও মাঝমাঠ, ডিফেন্স এবং আক্রমণভাগ সবদিক দিয়েই এগিয়ে ছিল মোহনবাগানের জুনিয়র দল। 

নর্থইস্ট কার্যত মাথা তুলে দাঁড়াতেই পারেনি। কনস্ট্রাকটিভ কোনও অ্যাটাকই তুলে আনতে পারেননি নর্থইস্ট ফুটবলাররা। অন্যদিকে, এই প্রতিযোগিতার প্রথম থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখায় সবুজ মেরুনের ছোটরা। আর এই ম্যাচেও সেই ধারা বজায় ছিল। গোটা ম্যাচে মোহনবাগান যে ফুটবল উপহার দিয়েছে, তাতে গোলের ব্যবধান আরও বাড়তে পারত। নংদাম্বা নাওরেম (Nongdamba Naorem) এবং টাইসন (Taison) অসাধারণ ফুটবল উপহার দেন। দুইজনই জোড়া গোলের নায়ক এই ম্যাচে। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement