Advertisement

East Bengal: ইস্টবেঙ্গল মাঠ থেকে চুরি ১২-১৪ লক্ষের জিনিস, বিস্ফোরক নিতু সরকার

ইস্টবেঙ্গল মাঠ থেকে চুরি হয়ে গেল ১২ থেকে ১৩ লক্ষ টাকার জিনিস। বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার। ফ্লাড লাইট ঠিক থাকলে সন্ধ্যের দিকে ম্যাচ আয়োজন করা যেত। তবে সেই ফ্লাড লাইটের যন্ত্রাংশই চুরি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন নিতু সরকার।

এআই দ্বারা নির্মিত ছবিএআই দ্বারা নির্মিত ছবি
জাগৃক দে
  • কলকাতা,
  • 11 Sep 2025,
  • अपडेटेड 7:01 PM IST

ইস্টবেঙ্গল মাঠ থেকে চুরি হয়ে গেল ১২ থেকে ১৩ লক্ষ টাকার জিনিস। বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার। ফ্লাড লাইট ঠিক থাকলে সন্ধ্যের দিকে ম্যাচ আয়োজন করা যেত। তবে সেই ফ্লাড লাইটের যন্ত্রাংশই চুরি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন নিতু সরকার।

কী হয়েছে?
সুপার সিক্সের প্রথম ম্যাচে কলকাতা ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ ইস্টবেঙ্গল ৩-০ গোলে জিতলেও, দর্শক আসন প্রায় ফাঁকা ছিল। এ ব্যাপারে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হলে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন নিতু সরকার। সপ্তাহের মাঝে ম্যাচ হওয়ায় দর্শক অনেকটাই কম ছিল। বিশেষ করে র‍্যাম্পার্ডের পেছন দিক, বা সদস্য গ্যালারির উল্টো দিকের গ্যালারিতেও তেমন দর্শক ছিল না। এ ব্যাপারে প্রশ্ন করা হয়, তা হলে ম্যাচ গুলো সন্ধ্যের দিকে করলে অনেকেই আসতে পারেন খেলা দেখতে। 

সারানর কাজ করছে পূর্ত দফতর
সেই প্রশ্নের উত্তরে দেবব্রত সরকার বলেন, 'দুর্ভাগ্যজনক পূর্ত দফতরের অধীনে যে গ্যালারি আছে, সেদিকে যে দুটো ফ্লাড লাইট আছে সেদিকের সমস্ত প্লাগ খোলা। তা চুরি হয়ে গিয়েছে। বলতে খারাপ লাগলেও এটা বলতেই হচ্ছে।' পাশাপাশি নজরদারি নিয়ে হতাশ দেবব্রত বলেন, 'জানি না কীভাবে এটা সম্ভব। খুব খারাপ ব্যাপার।' 

তবে পূর্ত দফতর ফের সাহায্য করছে বলেই জানিয়েছেন দেবব্রত। বলেন, 'আমাদের সঙ্গে পূর্ত দফতর সাহায্য করছে। তবে প্রায় ১২ থেকে ১৩ লক্ষ টাকার জিনিস চুরি হয়ে গিয়েছে বেশি ছাড়া কম নয়। ওটা তো আমাদের গ্যালারি না পূর্ত দফতর দেখাশোনো করে। এখন আমাদের এ নিয়ে কাজ চলছে দেখা যাক।'

পরের ম্যাচে সামনে ডায়মন্ড হারবার
ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নশিপ রাউন্ডের প্রথম ম্যাচে দারুণ ফুটবল খেললেও, সামনে কঠিন লড়াই। রবিবার ডায়মন্ড হারবারের বিরুদ্ধে হবে ম্যাচ। সেটাই কার্যত ফাইনাল। তবে তা নিয়ে এখনই কিছু ভাবতে নারাজ ইস্টবেঙ্গল। সামনে কিছুদিন সময় রয়েছে। সেই ম্যাচে ফিরবেন তারকা ফুটবলাররাও। ফলে সমস্যা হবে না বলেই মনে করছেন লাল-হলুদ কর্তারা। কোচ বিনো জর্জ যদিও এই ম্যাচকে ডুরান্ড কাপের বদলা হিসেবে দেখতে নারাজ। তবে এই ম্যাচ যে খুব গুরুত্বপূর্ণ আর ডায়মন্ড হারবার যে বড় দল সেটাও মানছেন লাল-হলুদ রিজার্ভ দলের কোচ।      

Advertisement

Read more!
Advertisement
Advertisement