Advertisement

East Bengal: ইস্টবেঙ্গলে খুলছে 'পানশালা', সুরায় মজবেন সদস্যরা? খোঁচা মোহনবাগানের

ইস্টবেঙ্গলে (East Bengal) বার! মদ্যপায়ীদের জন্য সুখবর। এখনই বারের পরিষেবা চালু না হলেও রবিবার সন্ধ্যায় ইস্টবেঙ্গল ক্লাবে মেম্বার্স লাউঞ্জ উদ্বোধন হতে চলেছে। তবে পরে এই লাউঞ্জকেই বার করে দেওয়া হবে। এমনটাই সূত্রের খবর। অনেকদিন ধরেই বার তৈরির চেষ্টা করছিলেন ইস্টবেঙ্গল কর্তারা।

ইস্টবেঙ্গল ক্লাব (ছবি-প্রতীকী)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 May 2023,
  • अपडेटेड 2:19 PM IST
  • ইস্টবেঙ্গল ক্লাবে বারের উদ্বোধন?
  • ট্রোল করছেন মোহনবাগান সমর্থকরা

ইস্টবেঙ্গলে (East Bengal) বার! মদ্যপায়ীদের জন্য সুখবর। এখনই বারের পরিষেবা চালু না হলেও রবিবার সন্ধ্যায় ইস্টবেঙ্গল ক্লাবে মেম্বার্স লাউঞ্জ উদ্বোধন হতে চলেছে। তবে পরে এই লাউঞ্জকেই বার করে দেওয়া হবে। এমনটাই সূত্রের খবর। অনেকদিন ধরেই বার তৈরির চেষ্টা করছিলেন ইস্টবেঙ্গল কর্তারা।

চার বছর আগে আবগারি দপ্তর থেকে লাইসেন্স হাতে পেয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal Club)। তবে নানা কারণে এই বার চালু করা যায়নি। রবিবার এই লাউঞ্জের উদ্বোধন করবেন মহানাগরিক ফিরহাদ হাকিম। উপস্থিত থাকার কথা পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসও। ক্লাব তাঁবুর দক্ষিণ দিকে ১৮০০ স্কোয়ার ফুট জায়গায় তৈরী হবে এই লাউঞ্জ। এর আগে ইস্টবেঙ্গলের এমন সিদ্ধান্তে ক্ষোভ দেখিয়েছিলেন সমর্থকরা। দিনের পর দিন ক্লাবে ট্রফি নেই। বারেবারে ডার্বিতে মোহনবাগানের কাছে হার। সব মিলিয়ে বারের পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। তবে এবার সেই লাউঞ্জ তৈরী হচ্ছে।

ইস্টবেঙ্গলের বার নিয়ে কটাক্ষ

আরও পড়ুন: 'দলের কথা কোম্পানি জানে', ইস্টবেঙ্গলের দলগঠন নিয়ে বিস্ফোরক নীতু

কখন খোলা থাকবে বার?
দুপুর ১২টায় খুলে যাবে বার। খোলা থাকবে সন্ধ্যা সাতটা পর্যন্ত। পরে পরিস্থিতি বুঝে সময় বাড়ানো হতে পারে। এমনটাই খবর সূত্রের। যদিও মোহনবাগান সমর্থকরা ইতিমধ্যেই এ নিয়ে ট্রোল করা শুরু করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। 

ট্রোলের স্বীকার ইস্টবেঙ্গল

আরও পড়ুন: বড় টার্গেট ফেল! ইস্টবেঙ্গলের হাতছাড়া হল ঋত্বিক

দল গঠনে ইস্টবেঙ্গল ক্লাবের ভূমিকা নেই
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বাংলা ফুটবলের নিয়মক সংস্থা আইএফএ-এর (IFA) এক অনুষ্ঠানে এসে ইস্টবেঙ্গলের দলগঠন নিয়ে মুখ খুলেছিলেন লাল-হলুদ শীর্ষকর্তা। প্রতিপক্ষ ক্লাবের সহ সচিব কুনাল ঘোষকে পাশে রেখেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন দেবব্রত। তিনি বলেন, ‘দলটা কোচ এবং কোম্পানির লোকেরা করছে। কথাবার্তা চলছে, যেখানে যেখানে দরকার পড়ছে আমাদের সাথে কথা বলছে। দিনের শেষে তো পয়সাটাই সব। যেইরকম পয়সা দেবে সেইরকমই টিম হবে।‘ অর্থাৎ বাজেট সমস্যায় দল গঠনের কাজে যে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটা কার্যত মেনেই নিলেন দেবব্রত। জানিয়ে দিলেন, ইমামিই সবটা দেখছে। তাঁদের হাতে আর কিছু নেই।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement