Advertisement

East Bengal Coach Update: সুনীলদের চ্যাম্পিয়ন করে 'হিরো', সেই কোচই ইস্টবেঙ্গলের দায়িত্বে?

সের্জিও লোবেরাকে (Sergio Lobera) সম্ভবত পাচ্ছে না ইস্টবেঙ্গল (East Bengal)। বিকল্প কোচের সন্ধান ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। সেই তালিকায় দু'টি নাম উঠে আসছে। আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) ও কার্লোস কুয়াদ্রাতের (Carles Cuadrat) মধ্যে কাউকে কোচ করতে পারে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, এই দৌড়ে এগিয়ে কার্লোস কুয়াদ্রাত। এর আগেও ভারতে কোচিং করিয়েছেন কুয়াদ্রাত। 

ইস্টবেঙ্গল ও কার্লোস কুয়াদ্রাটইস্টবেঙ্গল ও কার্লোস কুয়াদ্রাট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Apr 2023,
  • अपडेटेड 4:16 PM IST

সের্জিও লোবেরাকে (Sergio Lobera) সম্ভবত পাচ্ছে না ইস্টবেঙ্গল (East Bengal)। বিকল্প কোচের সন্ধান ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। সেই তালিকায় দু'টি নাম উঠে আসছে। আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) ও কার্লোস কুয়াদ্রাতের (Carles Cuadrat) মধ্যে কাউকে কোচ করতে পারে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, এই দৌড়ে এগিয়ে কার্লোস কুয়াদ্রাত। এর আগেও ভারতে কোচিং করিয়েছেন কুয়াদ্রাত। 

২০১৭-১৮ মরশুমে অ্যালবার্ট রোকা বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) দায়িত্ব ছেড়ে দেওয়ার পর সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) দায়িত্ব নেন কুয়াদ্রাত। ২০১৮-১৯ মরশুমেই সুনীলদের আইএসএল জেতান কুয়াদ্রাত। শুধু চ্যাম্পিয়ন হওয়া নয়, লিগ শিল্ডও জিতেছিল বেঙ্গালুরু। এখানেই শেষ নয়, ২০১৮-১৯ মরশুমে আবারও প্লে অফে পৌঁছে যায় বেঙ্গালুরু। ২০১৯-২০ মরশুমে তৃতীয়বার প্লে অফে যায় বিএফসি। অর্থাৎ ধারাবাহিকতা বজায় রেখেছিল কুয়াদ্রাতের বেঙ্গালুরু। ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে তিনি কি লাল-হলুদকে ভালো জায়গায় পৌঁছে জেতে পারবেন? তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন

২০১৮-১৯ সালে , ১১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে বেঙ্গালুরু এফসি। ইন্ডিয়ান সুপার লিগে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে বেঙ্গালুরু। সেই মরশুমেই , বেঙ্গালুরু এফসি পরপর ছয়টি ম্যাচ জিতে নেয়। গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু ২০১৯-২০ মরশুমে ১১টি ক্লিন শীট রেখে নজির গড়েন। ডিসেম্বর ২০১৭ থেকে ২০১৯ সালের ডিসেম্বর অবধি বেঙ্গালুরু শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ১৭টি ম্যাচে অপরাজিত থাকে। এটাও ইন্ডিয়ান সুপার লিগে রেকর্ড। ২০১৯-২০ মরশুমে কার্লেস কুয়াদ্রাতের কোচিং-এ বেঙ্গালুরু এফসির সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ে। এএফসি কাপ বাছাইপর্বে কান্তিরাভাতে পারো এফসিকে ৯-১ গোলে পরাজিত করে বেঙ্গালুরু।

২০২১-২০২২ মরশুমে তিনি সাইপ্রাসের ক্লাব অ্যারিস লিমাসোলে যোগ দেন। সেখানেও তিনি বেশ সফল। প্রথমবার তাঁর কোচিং-এই উয়েফা ইউরোপিয়ান প্রতিযোগিতায়ও জায়গা পেয়েছেন। পয়লা বৈশাখের দিন ইমামি কর্তা দেবব্রত মুখোপাধ্যায় বলেন, ‘লোবেরার সঙ্গে কথাবার্তা চলছে। প্রক্রিয়া মজবুত করতে আলোচনা প্রয়োজন। ক্লাব কর্তাদের সঙ্গে আমাদের আলোচনা চলতে থাকবে। সামনাসামনি না হলেও, ভিডিয়ো কনফারেন্সে বৈঠক চলবে।’

Advertisement

এ দিকে ভালো দল গড়তে ইনভেস্টরদের সাহায্য করতে চায় ক্লাব। কো-স্পনসর এনে আর্থিক ভাবে শক্তিশালী হতে চাইছে ইস্টবেঙ্গল। একই সঙ্গে ভালো দল গড়ার কাজেও হাত দিতে চায় লাল-হলুদ। নতুন কোচের পরামর্শ মতোই দল গড়া হবে। সামনের সপ্তাহের মধ্যেই হয়তো ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে।      

Read more!
Advertisement
Advertisement