Advertisement

East Bengal Transfer News: ডিফেন্স মজবুত করতে ইস্টবেঙ্গলের টার্গেট মোহনবাগানের বিদেশি

স্লাভকো ডামজানোভিচকে (Slavko Damjanovic) ছেড়েই দিচ্ছে মোহনবাগান (Mohun Bagan)? স্লাভকোর পোস্ট নিয়েই জল্পনা শুরু হয়েছিল। আর এবার শোনা গেল, ইস্টবেঙ্গলের থেকে নাকি তিনি প্রস্তাব পেয়েছেন। যদিও কোনও পক্ষই এই ব্যাপারে কিছু জানায়নি। দল বদলের বাজারে নানা ধরনের জল্পনার কথা শোনা যায়। এখনই মোহনবাগান স্লভকোকে ছাড়তে রাজি কিনা তা এখনও জানা যায়নি। তবে ফুটবলারের পোস্ট দেখে তেমনটাই মনে করা হয়েছিল। 

স্লাভকো ডামজানোভিচ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2023,
  • अपडेटेड 3:53 PM IST
  • ইস্টবেঙ্গলে তারকা বিদেশি?
  • মোহনবাগান থেকে ফুটবলারকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল?

স্লাভকো ডামজানোভিচকে (Slavko Damjanovic) ছেড়েই দিচ্ছে মোহনবাগান (Mohun Bagan)? স্লাভকোর পোস্ট নিয়েই জল্পনা শুরু হয়েছিল। আর এবার শোনা গেল, ইস্টবেঙ্গলের থেকে নাকি তিনি প্রস্তাব পেয়েছেন। যদিও কোনও পক্ষই এই ব্যাপারে কিছু জানায়নি। দল বদলের বাজারে নানা ধরনের জল্পনার কথা শোনা যায়। এখনই মোহনবাগান স্লভকোকে ছাড়তে রাজি কিনা তা এখনও জানা যায়নি। তবে ফুটবলারের পোস্ট দেখে তেমনটাই মনে করা হয়েছিল। 

কী পোস্ট করেছিলেন স্লাভকো?
ইন্সটাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন সবুজ মেরুন সেন্টার ব্যাক স্লাভকো দামজানোভিচ। অস্ট্রেলিয়ান (Australia) বিশ্বকাপার জেসন কামিন্সের (Jason Cummings) সঙ্গে কথাবার্তা হয়েছে সবুজ মেরুনের। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি। নতুন মরশুমে দল খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan Super Giants) নামে। আর এইমুহূর্তে নিজের সোশ্যাল মিডিয়াতে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে, রীতিমতো চর্চায় স্লাভকো। প্রসঙ্গত, এটিকে-মোহনবাগান জার্সি গায়ে শেষ মরশুমে বেশ ভালোই পারফর্ম করেছেন তিনি। শুধু তাই নয়, গোল পেয়েছেন ডার্বিতেও। রক্ষণভাগে দলকে ভরসাও যুগিয়েছেন সমানভাবে। কিন্তু এবার কি তিনি দল ছাড়তে চলেছেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবুজ মেরুন জনতার মনে।

আরও পড়ুন: পুরনো সৈনিককেই ফেরাচ্ছে ইস্টবেঙ্গল? জোর গুঞ্জন

স্লাভকো তাঁর ইন্সটাগ্রামে (instagram) মোট ৮টি ছবি পোস্ট করেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, দিমিত্রি পেত্রাতোসের (Dimitri Petratos) সঙ্গে উল্লাসের মুহূর্ত। এছাড়াও সবুজ মেরুন জার্সি পড়ে, তাঁর বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেছেন। আইএসএল ট্রফি জয়ের পর দলের গ্রুপ ছবিটিও পোস্ট করেন স্লাভকো। ট্রফি নিয়ে একসঙ্গে বসে থাকার ছবি ছাড়াও, মোহনবাগানের পতাকা নিয়ে হাসিমুখের মুহূর্তও তুলে ধরেন তিনি। সেইসঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘অ্যামেজিং সিজন। থ্যাঙ্ক ইউ ফর দ্যা সাপোর্ট।'

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের নজরে তরুণ ভারতীয় গোলকিপার, কাদের সই করাচ্ছে লাল-হলুদ?

Advertisement

যদিও অনেক মোহনবাগান ফ্যান মনে করছেন, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সবুজ-মেরুনে আসা এই ফুটবলার মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চেয়েছিলেন তাঁকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য। তবে এই পোস্টের অন্য কোনও অর্থ রয়েছে কিনা সেটা বুঝতে এখনও কিছুদিন সময় লাগবে। ইস্টবেঙ্গলও এই মরশুমে ডিফেন্সের সমস্যায় খুব ভুগেছে। সেটা ঠিক করতে স্লাভকোকে দলে নিতে ঝাঁপাতেই পরেন কুয়াদ্রাত। 

   

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement