Advertisement

ISL East Bengal vs Kerala Blasters: গোল চাই, ISL-এ নামার আগে ভাইচুং-বিজয়নদের কথা মনে পড়ছে স্টিফেনের

দুই বছর পর ফের স্বমহিমায় আইএসএল। করোনার ভ্রুকুটি কাটিয়ে ফের হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে আইএসএল। ইমামি নতুন ইনভেস্টর হিসেবে চলে আসায় দারুণ খুশি ইস্টবেঙ্গল সমর্থকরা। তবে এই বছরেই বিরাট ভাল কিছু করে ফেলা যে কার্যত অসম্ভব তা মানছেন দলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। 

ইস্টবেঙ্গল দল (ছবি- ইস্টবেঙ্গলের টুইটার) ইস্টবেঙ্গল দল (ছবি- ইস্টবেঙ্গলের টুইটার)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Oct 2022,
  • अपडेटेड 12:04 PM IST
  • জয়ের খোঁজে ইস্টবেঙ্গল
  • কোচি পৌঁছে গেল দল

দুর্গাপুজো শেষ হতেই ইন্ডিয়ান সুপার লিগের (ISL) লড়াইয়ে নামতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। দ্বাদশীর দিন কেরলে, কেরল ব্লাস্টার্সের (Kerala Nlasters) বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ। দুই বছর পর ফের স্বমহিমায় আইএসএল। করোনার ভ্রুকুটি কাটিয়ে ফের হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে আইএসএল। ইমামি নতুন ইনভেস্টর হিসেবে চলে আসায় দারুণ খুশি ইস্টবেঙ্গল সমর্থকরা। তবে এই বছরেই বিরাট ভাল কিছু করে ফেলা যে কার্যত অসম্ভব তা মানছেন দলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। 

দলে এসেছেন নতুন সহকারী কোচ

বিনো জর্জকে রিজার্ভ দলের দায়িত্ব দিয়ে দেওয়ায় স্টিফেনের সহকারী কোচের পদ ফাঁকা ছিল। আর তাই আইএসএল-এর আগে থোরহালুর সিগেরসনকে সহকারী কোচ করল ইস্টবেঙ্গল। আইসল্যান্ডে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে থোরহালুর। মাত্র ৩৫ বছর বয়সেই উয়েফা এলিট এ ইউথ লাইসেন্স করে ফেলেছেন তিনি। আইসল্যান্ড ও নরওয়ের নানা ক্লাবে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।   

আরও পড়ুন

  

২৭ জনের দল বেছে নিয়েছে ইস্টবেঙ্গল
ইতিমধ্যে আইএসএলের জন্য ২৭ সদস্যের দল বেছে নিয়েছেন স্টিফেন কন স্টানটাইন। ডুরান্ড কাপ এবং  কলকাতা লিগ মিলিয়ে এই মরশুমে মাত্র একটা ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। যদিও কোচি উড়ে যাওয়ার আগে এসব ব্যাপারে ভাবতেই চাওছেন না লাল-হলুদের ব্রিটিশ কোচ। কারণ প্রস্তুতি সারার আগেই ডুরান্ড কাপে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। গত ছয় সপ্তাহে ধীরে ধীরে দল হয়ে ওঠার চেষ্টা করেছএন তাঁরা। এমনটাই দাবি স্টিফেনের।

 আইএসএল-এর আগে বেশ কিছু প্র্যাকটিস ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। প্র্যাক্টিস ম্যাচে তাদের পারফরম্যান্স যথেষ্ট ভাল। তবে প্র্যাক্টিস ম্যাচ এবং আইএসএল-এর ম্যাচে পারফর্ম করা যে একেবারেই আলাদা তা ভাল মতোই জানেন স্টিফেন। 

Advertisement

গোল করার ক্ষেত্রে দলে যে সমস্যা রয়েছে তা ভালভাবেই জানেন লাল-হলুদ কোচ। আর ফুটবলে গোলটাই সব। তাই যে বা যারা গোল করবেন তারাই দলের নিউক্লিয়াস। এমনটাই জানালেন স্টিফেন। তিনি বলেন, “ভারতীয় দলের কোচ থাকাকালীন আমার দলে ভাইচুং মহেশ গাউলি দেবজিৎ ঘোষ বিজয়ন আলভিটোর মত ফুটবলার ছিল।  যারা শারীরিক এবং মানসিক দিক থেকে শক্তিশালী।  দলকে কঠিন সময়ে ঘুরে দাড়াতে সাহায্য করত। নেতৃত্ব দিত।  আমার বর্তমান দলেও ভালো ফুটবলার নেই বলব না।  মাঝে কুড়িটা বছর চলে গিয়েছে।  অনেক কিছুর বদল হয়েছে।  কথাটা সব ক্ষেত্রেই প্রযেজ্যো। দলের নিউক্লিয়াসের প্রসঙ্গে বলব যে গোল করবে সেই আমার কাছে গুরুত্বপূর্ন ফুটবলার।  দলের প্রত্যেকেই চেষ্টা করছে।  তাই আলাদাভাবে কারো নাম বলব না।” 

Read more!
Advertisement
Advertisement