Advertisement

East Bengal Club: ইস্টবেঙ্গলে খুলল লাক্সারি লাউঞ্জ, মদ্যপানের ব্যবস্থাও

ভেজ এবং নন ভেজ মিলিয়ে, একাধিক সুস্বাদু খাবারের নতুন ঠিকানা হতে চলেছে এই লাউঞ্জ। শুধু তাই নয়, ডেসার্ট ও সফট ড্রিঙ্কসও রয়েছে মেনুতে। সেইসঙ্গে, এই লাউঞ্জে থাকছে হার্ড ড্রিঙ্কসেরও বন্দোবস্ত। বলা যেতে পারে, বিদেশি ক্লাবের আদলে নিজেদেরকে তৈরি করার একটি প্রচেষ্টা লাল হলুদ তাঁবুতে।

ইস্টবেঙ্গলের নতুন লাউঞ্জইস্টবেঙ্গলের নতুন লাউঞ্জ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 May 2023,
  • अपडेटेड 1:22 PM IST

আধুনিকতার মোড়কে ইস্টবেঙ্গল (East Bengal)।  লাল হলুদ ক্লাব তাঁবুতে উদ্বোধন হল আধুনিক মেম্বারস লাউঞ্জের। আর সেই অনুষ্ঠানে এসেই, ইস্টবেঙ্গল নিয়ে মুখ খুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। 

ভেজ এবং নন ভেজ মিলিয়ে, একাধিক সুস্বাদু খাবারের নতুন ঠিকানা হতে চলেছে এই লাউঞ্জ। শুধু তাই নয়, ডেসার্ট ও সফট ড্রিঙ্কসও রয়েছে মেনুতে। সেইসঙ্গে, এই লাউঞ্জে থাকছে হার্ড ড্রিঙ্কসেরও বন্দোবস্ত। বলা যেতে পারে, বিদেশি ক্লাবের আদলে নিজেদেরকে তৈরি করার একটি প্রচেষ্টা লাল হলুদ তাঁবুতে। 

ইস্টবেঙ্গল ক্লাবে নতুন লাউঞ্জ ও বার

এই লাউঞ্জ উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরুপ বিশ্বাস (Aroop Biswas), কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim), প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় (Sambaran Banerjee) ও ধারাভাষ্যকার পল্লব বসু মল্লিক (Pallab Basu Mallik) সহ আরও অনেক প্রাক্তন ফুটবলার এবং বিশিষ্ট মানুষজন। উদ্বোধনের পর সাংবাদিদের মুখোমুখি হন ফিরহাদ হাকিম। 

আরও পড়ুন

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘ইস্টবেঙ্গল সব ক্লাবকে পথ দেখায়। এর আগেও ক্লাবের ইতিহাস নিয়ে কাজ ইস্টবেঙ্গলই প্রথম করেছে। আমি খুব আনন্দিত যে, আসতে আসতে ক্লাব মডার্নাইজ হচ্ছে। আমরা যারা সাধারণ মেম্বার, আমরা এসে একটা আরাম করে বসার জায়গা পাবো এবং আড্ডা মারার জায়গা পাবো। ইস্টবেঙ্গল ক্লাবের সব উন্নয়নের সাথেই আমরা আছি। ইস্টবেঙ্গল ক্লাবের সুখ দুঃখে আমরা সবসময় সাথে থাকি।‘ 

ইস্টবেঙ্গল ক্লাবে নতুন লাউঞ্জ ও বার

ফিরহাদ হাকিম আরও বলেন, ‘আমরা ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্ন দেখি, যাতে ট্রফি আসে। আসছে না, আরেকটু ভালো টিম এবং আরেকটু ভালো যুদ্ধ করতে হবে। কিন্তু ইস্টবেঙ্গলের দম আছে। আমরা জানি যে, আজ নয় কাল আমরা পাবই ট্রফি। সেই আশাতেই আমরা সবাই আছি, যে খরা কেটে যাবে। আমরা সবাই আবার এসে ক্লাবের মধ্যে হইহই করব। যেদিন এই ক্লাবে ট্রফি আসবে, আমাদের সেই খরাটা কাটবে এবং তখন দেখবেন পরপর আমরা প্রত্যেক বছরই ট্রফি পাচ্ছি।‘ 

Advertisement

সবমিলিয়ে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে একটি জমকালো সন্ধ্যের মধ্যে দিয়ে উদ্বোধন হল আধুনিক মেম্বারস লাউঞ্জের। প্রতিদিন দুপুর ১২টা থেকে খোলা থাকবে এই লাউঞ্জ। 

প্রতিবেদক: শুভঙ্কর দাস

Read more!
Advertisement
Advertisement