ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরে ডেঙ্গি (Dengue) আতঙ্ক। সামনেই এফসি গোয়া (FC Goa) ম্যাচ। সল ক্রেসপো (Saul Crespo) কি তার আগে ডেঙ্গিতে আক্রান্ত হলেন? এ প্রশ্নের উত্তর জানা যাবে আজ। তবে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে তাঁর না খেলার সম্ভাবনাই বেশি। দলে থাকবেন না আরও কয়েকজন তারকা ফুটবলার। ফলে এফসি গোয়া ম্যাচের আগেও চাপ এতটুকুও কমছে না ইস্টবেঙ্গলের।
অনেকদিন ধরেই জ্বরে ভুগছেন সল
ইস্টবেঙ্গল সূত্রের খবর, কেরল ম্যাচের আগে থেকেই জ্বরে ভুগছিলেন তারকা ফুটবলার। তা নিয়েই ম্যাচ খেলেছেন তিনি। মঙ্গলবার অনুশীলন করেননি তিনি। এখনও জ্বর কমেনি তাঁর। ইতিমধ্যেই সউলের ডেঙ্গু এবং ম্যালেরিয়া টেস্ট করানো হয়েছে। টিম ম্যানেজমেন্ট সূত্র মারফত যাচ্ছে সন্দেহ করা হচ্ছে হয়তো তাঁর ডেঙ্গু হয়েছে। যদিও এই ব্যাপারে চূড়ান্ত রিপোর্ট এখনও এখনও আসেনি। পরপর তিনদিন তাঁর ডেঙ্গু টেস্ট করা হচ্ছে। প্থচম দিনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বুধবারের রিপোর্টের পরে বৃহস্পতিবার কী রিপোর্ট আসে তার উপরই সবকিছু নির্ভর করছে। সাধারনত ফাইনাল রিপোর্টেই পূরোটা বোঝা যায়। সউলের সত্যিই যদি ডেঙ্গু হয় তবে শুক্রবারের ম্যাচে তার খেলার কোনও সম্ভাবনাই নেই।
খেলবেন না ডিমানটাকোসও
অন্যদিকে ডিমানটাকোসেরও গোয়া ম্যাচ খেলার সম্ভাবনা প্রায় নেই। এদিনও আগেই বেরিয়ে যান তিনি। ইতিমধ্যেই মঙ্গলবার এমআরআই করে দেখা গেছে তাঁর পায়ের পেশিতে চোট রয়েছে। বৃহস্পতিবার ইস্টবেঙ্গল অনুশীলন দেখে যা হল দুই সাইড ব্যাকে খেলবেন গুরসিমরাত সিং ফিল ও মার্ক জোথানপুইয়া, দুই ডিফেন্ডার হলেন হেক্টর ইউন্তে এবং আনোয়ার আলি। মাঝ মাঠে খেলবেন জিকসন, মাদিহ তালাল এবং নাওরেম মহেশ সিং। সামনে ক্লেইটন এবং দুই উইংয়ে থাকার সম্ভাবনা নন্দা ও বিষ্ণুর। এদিন অনুশীলনের শুরুতে জিকসনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন কুয়াদ্রাত।
গিলের জায়গায় আসতে পারেন দেবজিৎ
অবশেষে অভিজ্ঞ দেবজিৎ মজুমদার এবারের আইএসএল-এ প্রথম ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন। কেরালার বিরুদ্ধে একেবারেই ভাল খেলতে পারেননি প্রভসুকান গিল। কেরল ব্লাস্টার্স ম্যাচে যে দু'টো গোল খেয়েছেন দুটোই প্রথম পোস্টে। তাই তাঁর জায়গায় বাঙালি গোলকিপার সুযোগ পাচ্ছেন বলেই মনে করা হচ্ছে।