গত বেশ কয়েক বছর ধরেই ইনভেস্টার সমস্যায় ভুগছে ইস্টবেঙ্গল (East Bengal)। কখনও চুক্তিপত্রে সই করা নিয়ে অনিশ্চয়তা তো কখনও স্পোর্টিং রাইটস নিয়ে সমস্যা। গত চার বছরে দুইবার ইনভেস্টার বদল হয়েছে ক্লাবে। কোয়েসের পর বিনিয়োগকারী হিসেবে লাল-হলুদে কাজ করেছে শ্রী সিমেন্ট (Shree Cement)। তবে কেউই টিকতে পারেনি। খারাপ মানের দল গড়ায় বারবার লক্ষ লক্ষ সমর্থকের স্বপ্ন ভেঙেছে।
তবে এবার শুরু থেকেই দল বদলের বাজারে নেমে পড়ল ইস্টবেঙ্গল ক্লাব। শোনা যাচ্ছে, স্থানীয় কয়েকজন ফুটবলারের পাশাপাশি এফসি গোয়া থেকে স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেজকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল। শ্রী সিমেন্ট, স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার আগে থেকেই নতুন ইনভেস্টার খুঁজতে শুরু করে দেন ইস্টবেঙ্গল কর্তারা। তবে এখনও ইনভেস্টারের নাম ঘোষণা করতে পারেনি ক্লাব। দল গঠনের ক্ষেত্রে প্রতিপক্ষদের থেকে এগিয়ে থাকতেই বিভিন্ন ফুটবলারের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল।
ইন্ডিয়ান সুপার লিগে গত মরশুমে ১৭টি ম্যাচ খেলেছেন ইভান। একটা গোল করার পাশাপাশি একটা গোল করিয়েছেন। গোল লক্ষ্য করে পাঁচটি শট নিয়েছেন তিনি। রিয়েল মাদ্রিদের ইয়ুথ সেটআপ থেকে উঠে আসা এই ফুটবলার এই মরশুমে মাত্র একবার হলুদ কার্ড দেখেছেন। এই কারণেই ৩২ বছর বয়সী এই ডিফেন্ডারকে নিতে চাইছে ইস্টবেঙ্গল। ইভানের পাসিং অ্যাকুরেসিও বেশ ভাল।
ভারতীয় ফুটবলার বাছাইয়ের জন্য ইতিমধ্যেই কেরল উড়ে গিয়েছেন ইস্টবেঙ্গলের দুই প্রাক্তন ফুটবলার আলভিটো ডি কুনহা ও ষষ্ঠী দুলে। কেরলে অনুষ্ঠিত সন্তোষ ট্রফির ম্যাচ দেখে সেখান থেকে ফুটবলার তুলে আনতে চাইছেন তাঁরা। মুম্বই উড়ে গিয়েছেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার। ইনভেস্টারের ব্যাপারে কথা বলতে তিনি মুম্বই গিয়েছেন বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) প্রীতম কোটালকেও প্রস্তাব দিয়েছে ইস্টবেঙ্গল।