Advertisement

East Bengal: 'আমাদের হাতে আর কিছু নেই...' ফুটবল নিয়ে হতাশ ইস্টবেঙ্গল কর্তা

কলকাতার ক্লাবগুলোর (Kolkata Football) হাতে ফুটবলের নিয়ন্ত্রণ আর নেই। সেই জন্যই ভারতীয় ফুটবলে সমস্যা হচ্ছে। এমনটাই মত ইস্টবেঙ্গল (East Bengal) কর্তা দেবব্রত সরকারের। সোমবার এক অনুষ্ঠানে এসে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কথাই শোনা গেল লাল-হলুদ কর্তার মুখে। ইন্ডিয়ান সুপার লিগ এসে যাওয়ার পরে ফ্র্যাঞ্চেইজি ফি দিয়ে খেলতে হওয়ায় ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কর্তা।

ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Feb 2023,
  • अपडेटेड 9:04 AM IST
  • হতাশ দেবব্রত সরকার
  • ফুটবল নিয়ন্ত্রণ করছে এফএসডিএল ও স্পন্সররা

কলকাতার ক্লাবগুলোর (Kolkata Football) হাতে ফুটবলের নিয়ন্ত্রণ আর নেই। সেই জন্যই ভারতীয় ফুটবলে সমস্যা হচ্ছে। এমনটাই মত ইস্টবেঙ্গল (East Bengal) কর্তা দেবব্রত সরকারের। সোমবার এক অনুষ্ঠানে এসে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কথাই শোনা গেল লাল-হলুদ কর্তার মুখে। ইন্ডিয়ান সুপার লিগ এসে যাওয়ার পরে ফ্র্যাঞ্চেইজি ফি দিয়ে খেলতে হওয়ায় ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কর্তা।
 
দেবব্রত সরকারের দাবি, তাঁদের হাতে আর কিছুই নেই। সবটাই নিয়ন্ত্রণ করছে এফএসডিএল ও ইনভেস্টররা। তিনি বলেন, "ভারতীয় ফুটবল কোথায় যাবে এটা এখন নির্ভর করছে ফেডারেশন ও এফএসডিএল এবং স্পনসরের বা ইনভেস্টরদের ওপর। তারা যা বলবে সেটাই হবে।'' 

আরও পড়ুন: গ্যালারি ফাঁকা কেন? ISL-কেই দুষছেন মোহনবাগান কর্তা

ঐতিহ্যশালী ক্লাব হওয়া সত্ত্বেও কেন ফ্র্যাঞ্চেইজি ফি দিয়ে দেশের সেরা লিগে খেলতে হবে কলকাতার দুই ক্লাবকে? ক্ষুব্ধ দেবব্রত সরকার বলেন,  ''আমরা একটা সময় প্রশ্ন তুলেছিলাম, ইস্টবেঙ্গল, মোহনবাগানের একটা উজ্জ্বল ইতিহাস আছে। তাহলে কেন তাঁরা ফ্রাঞ্চাইজি ফি দেব? কিন্তু এফএসডিএল তা শোনেনি।''

শুধুমাত্র এফএসডিএল নয়, ভারতের ফুটবল সংস্থার বিরুদ্ধেও তোপ দেগেছেন ইস্টবেঙ্গল কর্তা। আইএসএল ছাড়া অন্য টুর্নামেন্ট গুলির পরিকাঠামো ভাল নয় বলেও অভিযোগ করেছেন লাল-হলুদ কর্তা। তিনি বলেন, ''আইএসএল (ISL) ছাড়া যে কয়েকটা টুর্নামেন্ট হয় তার ব‍্যবস্থা ভাল নয়। সকাল দুপুর মিলিয়ে দিনে দু'টি করে ম‍্যাচ হয়। ম‍্যাচ খেলার একদিন পর আবার ম‍্যাচ। ফুটবলারদের বিশ্রামের সুযোগ দেওয়া হয় না। ইয়ুথ ফুটবলের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। এই সমস‍্যা গুলি নিয়ে আমাদেরই বারবার বলতে হবে কেন? আইএফএ হল পশ্চিমবঙ্গ রাজ‍্যের ফুটবল নিয়ামক সংস্থা। আইএফএ-এর উচিত ফেডারেশন, এফএসডিএলের সঙ্গে সুষ্ঠু ভাবে আলোচনা করা। এই ব‍্যাপারে আইএফএকেও অগ্রণী ভূমিকা নিতে হবে। আইএফএ সচিবের কাছে আমার অনুরোধ, ওদের সঙ্গে যোগাযোগ করে পরিকল্পনা করুন।”'

Advertisement

আরও পড়ুন: ইস্টবেঙ্গল কোচ স্টিফেনই থাকছেন সামনের মরশুমেও?

আইএফএ-এর সঙ্গে সমন্বয়য়ের অভাব রয়েছে এআইএফএফ-এরও। এ কথা স্বীকার করে নিলেন আইএফএ সভাপতি অনির্বাণ দত্ত। তিনি বলেন, 'কাজের ক্ষেত্রে কোনও সমন্বয় নেই। যোগাযোগের অভাব রয়েছে। একসঙ্গে বসে আলোচনা করে পরিকল্পনা করলে অনেক সমস‍্যা দূর হবে বলে আমার বিশ্বাস। আমি কিছু মাস হল আইএফএ-র দায়িত্বে এসেছি। এখন গ্রাসরুট ফুটবলকে অগ্রাধিকার দিচ্ছে আইএফএ। খুব শীঘ্রই জেলায় বয়স ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। ইতিমধ‍্যে আমরাবয়স ভিত্তিক কলকাতা লিগ চালু করতে করতে পেরেছি। বাংলা ফুটবলের উন্নতির জন‍্য আইএফএ-এর কিছু পরিকল্পনা র‍য়েছে। সেই পরিকল্পনাগুলি বাস্তবায়িত করাটাই এখন প্রধান লক্ষ‍্য।”

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement