Advertisement

East Bengal Transfer Update: মুম্বই থেকে জাহুকে সই করাতে পারে ইস্টবেঙ্গল, কত টাকা লাগবে?

ট্রান্সফার মার্কেটে ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। ভারতীয় ফুটবলাদের পাওয়ার ক্ষেত্রে সমস্যা থাকলেও আরও এক বিদেশি ফুটবলারকে প্রস্তাব দিল লাল-হলুদ ক্লাব। শোনা যাচ্ছে মরোক্কান ফুটবলার আহমেদ জাহুকে (Ahmed Jahouh) প্রস্তাব দিল ইস্টবেঙ্গল। 

আহমেদ জাহু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 May 2023,
  • अपडेटेड 3:15 PM IST

ট্রান্সফার মার্কেটে ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। ভারতীয় ফুটবলাদের পাওয়ার ক্ষেত্রে সমস্যা থাকলেও আরও এক বিদেশি ফুটবলারকে প্রস্তাব দিল লাল-হলুদ ক্লাব। শোনা যাচ্ছে মরোক্কান ফুটবলার আহমেদ জাহুকে (Ahmed Jahouh) প্রস্তাব দিল ইস্টবেঙ্গল। 

কত টাকা দিতে হবে ইস্টবেঙ্গলকে?
মুম্বই সিটিএফসি-র ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে নিতে ঝাঁপাচ্ছে ইস্টবেঙ্গল। তবে তাঁকে নিতে হলে প্রায় আড়াই কোটি টাকা দিতে হবে লসাল-হলুদকে। মরোক্কান লিগে মোঘরেব তেতোওয়ান-এ সের্জিও লোবেরার (Sergio Lobera) কোচিংয়ের খেলেছিলেন দুই মরোক্কান তারকা। লোবেরাকে ইস্টবেঙ্গল কোচ করতে না পারলেও, তাঁর ছাত্রকে দলে নিতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল। এই মরশুমে ১৯টি ম্যাচ খেলেছেন জাহু। ২টি গোলও রয়েছে তাঁর। সবথেকে বড় কথা তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি। মুম্বই-এর ডিফেন্সের ওপর যাতে চাপ্না বাড়ে সেদিকে নজর ছিল এই বিদেশি ফুটবলারের। এই মরশুমে মুম্বইয়ের লিগ সিল্ড জেতার পেছনে বড় ভূমিকা ছিল এই ম্ফ্রক্কান ফুটবলারের। সেই কারণেই তাঁকে নিয়ে আসতে চাইছে ইস্টবেঙ্গল।  

আরও পড়ুন: মোহনবাগানের তিরি কি ইস্টবেঙ্গলে? দৌড়ে আরেক ক্লাবও

খেলেছেন এফসি গোয়ার হয়েও

মুম্বই ছাড়াও, এফসি গোয়ার হয়েও খেলেছেন জাহু। এই বছরেই মুম্বইয়ের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মরক্কোর জাতীয় দলের এই ফুটবলারের। দুই বার মরক্কোর চ্যাম্পিয়নশিপ জেতার পাশাপাশি তিনবার লিগ শিল্ড জিতেছেন জাহু। আর একবার জিতেছেন ইন্ডিয়ান সুপার লিগ ট্রফি। আইএসএল-এ যোগ দেওয়ার পর থেকেই ট্রফি ক্যাবিনেট একেবারে ফাঁকা রয়েছে ইস্টবেঙ্গলের। তিনি এসে সেই ক্যাবিনেট ভরিয়ে দিতে পারেন কিনা সেটাই এখন দেখার।

আরও পড়ুন: মোহনবাগান না মুম্বই, বিশ্বকাপার কামিন্সকে সই করাতে এগিয়ে কারা?

যদিও তাঁকে নেওয়ার ব্যাপারটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাঁকে দলে নিতে হলে আড়াই কোটি টাকা খরচ করতে হতে পারে ইস্টবেঙ্গলকে। এখন আড়াই কোটি টাকা দিয়ে এই বিদেশি ব্লকারকে কি সই করাতে পারবে ইস্টবেঙ্গল? ইমামি কিন্তু বাজেট বাড়ানোর বিষয় বিশেষ কিছুই বলেনি। তাদের ওপর চাপ বাড়াতে চিঠিও দিয়েছেন ক্লাব কর্তারা। তবে তাতে কাজ হবে কিনা সেটা এখনও বোঝা যাচ্ছে না। শুধু ক্লাব কর্তারা নয়, ঘুরিয়ে ইনভেস্টরদের ঘাড়ে দোষ চাপিয়েছেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যান মন্ত্রী অরূপ বিশ্বাস ও কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমও। ইস্টবেঙ্গলের মেম্বার্স লাউঞ্জ উদ্বোধনে এসে ইমামির বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছিলেন। 

Advertisement

নতুন মরশুমে দল গড়তে সমস্যায় পড়ছে ইমামিও। ভারতীয় তারকাদের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি করে রেখেছে অন্য ক্লাবগুলি। ফলে তাদের পেতে সমস্যা হচ্ছে ইস্টবেঙ্গলের। এখন কোন পথে ভালো দল গড়ে লাল-হলুদ সেটাই দেখার।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement