Advertisement

Emami East Bengal Transfer News: ইভানের বিদায় নিশ্চিত? স্প্যানিশ ডিফেন্ডারকে সই করাতে পারে ইস্টবেঙ্গল

স্প্যানিশ ডিফেন্ডার সই করাতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। জানা গিয়েছে ইভান গঞ্জালেজের (Ivan Gonzalez) জায়গায় একজন ভালো মানের বিদেশি স্টপার খুঁজছে লাল-হলুদ। সূত্রের খবর সেই জন্য বোরহা গ্র্যানেরোকে সই করাতে পারে লাল-হলুদ। 

ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2023,
  • अपडेटेड 9:02 PM IST

স্প্যানিশ ডিফেন্ডার সই করাতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। জানা গিয়েছে ইভান গঞ্জালেজের (Ivan Gonzalez) জায়গায় একজন ভালো মানের বিদেশি স্টপার খুঁজছে লাল-হলুদ। সূত্রের খবর সেই জন্য বোরহা গ্র্যানেরোকে সই করাতে পারে লাল-হলুদ। 
এর আগেই ইস্টবেঙ্গল এবার সই করিয়েছে সাউল ক্রেসপো, বোরহা হেরেরা, জেভিয়ের সিভেরিওকে। গত সিজন থেকে রিটেন করা হয়েছিল ক্লেইটন সিলভাকে।

বোরহা গ্র্যানেরোকে সই করাতে হলে ইভানকেই ছাড়তে হবে ইস্টবেঙ্গলের। কারণ বাধ্যতামূলকভাবে বাছাই পাঁচ বিদেশির মধ্যে একজনও এশীয় কোটার ফুটবলার নেই। শুধুমাত্র স্টপার হিসেবে নয়, দলের প্রয়োজনে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন বোরহা। যা কার্লেস কুয়াদ্রাতকে আলাদা ভরসা দেবে। এই ধরনের ইউটিলিটি ফুটবলার দলে থাকলে সব সময়ই সুবিধা হয়। আর সেই জন্যই বোরহাকে পছন্দ লাল-হলুদের। তবে এখনও কিছুই নিশ্চিত হয়নি। ইভানকে ছাড়তে হলে, গোটা মরশুমের টাকা দিতে হবে। 

বোরহা

শুধু তাই নয়, এরপর নতুন ফুটবলার সই করাতেও টাকা লাগবে। তার জোগান কোথা থেকে আসবে? ভ্যালেন্সিয়ার যুব দল থেকে নিজের ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন এই ডিফেন্ডার। সেখানেই বেড়ে ওঠা তাঁর বোরহা ভ্যালেন্সিয়ার বি দল তো বটেই পাশাপাশি খেলেছেন রিক্রেটিভো, রেসিং সান্তানদার, এক্সট্রিমাদুরার মতো ক্লাবে। স্প্যানিশ লিগে গত তিন সিজন খেলেছেন নামি ক্লাব ডিপোর্টিভোর জার্সিতে।
সবমিলিয়ে স্প্যানিশ লিগে ২৫৯ ম্যাচ খেলেছেন বোরহা। তাঁর বাবা স্প্যানিশ লিগের নামি কোচ- হোসে কার্লোস। যিনি লা লিগায় লেভান্তে, ওভাইদো, আলাভেজের মত দলে কোচিং করিয়েছেন। গত বছর চিনা সুপার লিগে সেনজেনের কোচ ছিলেন। সবমিলিয়ে, বোরহা গ্র্যানেরোর মত ইউটিলিটি ফুটবলার কুয়াদ্রাতের কোচিংয়ে ঝকঝক করে উঠতে পারেন কিনা, সেটাই দেখার।

Advertisement


ট্রান্সফার মার্কেটে একের পর এক রেকর্ড করে যাচ্ছে মোহনবাগান। শুক্রবার সাহাল আব্দুল সামাদকে সই করানোর কথাও ঘোষনা করে দিয়েছে মোহনবাগান। প্রীতম কোটালের সঙ্গে সোয়াপ ডিলে সবুজ-মেরুনে আসছেন তিনি। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement