২৩ বছর বয়সী অস্ট্রেলিয়ান ডিফেন্ডারকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল (East Bengal)। শুধু অস্ট্রেলিয়া নয়, দক্ষিণ সুদানেরও নাগরিকত্ব রয়েছে রুওন টঙ্গিকের (Ruon Tongyik)। সুদানে জন্ম হলেও, এ লিগে দাপিয়ে খেলছেন রুওন। চুক্তি থাকায় ইভান গঞ্জালেজকে (Ivan gonzalez) নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না লাল-হলুদ ক্লাব।
সেই জন্যই আরও এক তারকা ডিফেন্ডারকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল। এমনিতেই লাল-হলুদে ইভানের পারফরম্যান্স আহামরি কিছু নয়। গত মরশুমে বারেবারে গোল করলেও তা ধরে রাখতে ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গল। তার দায় এড়াতে পারেন না ইভান। রুওন টঙ্গিক যদি সই করেন তবে সেই সমস্যা কিছুটা কমতে পারে বলেই মনে করা হচ্ছে। এমনিতে মাঝমাঠ এবং আক্রমণ ভাগের বিদেশি প্রায় চূড়ান্ত। ক্লেইটনের সঙ্গে স্ট্রাইকার হিসেবে জুটি বাঁধবেন জেভিয়ের সিভেরিও। মাঝমাঠের দায়িত্বে বোরহা হেরেরা এবং সাউল ক্রেসপো। ইভান-কাঁটা সরিয়ে ফেলতে পারলে জোড়া বিদেশি স্টপার নেবে ইস্টবেঙ্গল।
আরও পড়ুন: আর্জেন্টিনাকে গোল দেওয়া ২ কোটি টাকার ডিফেন্ডার মোহনবাগানে?
যদিও রুওনের মতো অস্ট্রেলিয়ান ফুটবলার আনলে সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, অজি ফুটবলাররা ভারতীয় পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারেন না। ফলে এর আগে মোহনবাগানের দিয়েগো ফেরেরা হোক বা এটিকে মোহনবাগানের ব্রেন্ডন হ্যামিল সকলেই বারেবারে অসুস্থতার শিকার হয়েছিলেন। বরং মধ্যপ্রাচ্যের ফুটবলাররা তুলনামূলকভাবে ভারতীয় পরিবেশে স্বচ্ছন্দ। ফলে তাদেরকেই টার্গেট করতে চাইছে লাল-হলুদ।
আরও পড়ুন: অবশেষে এল সেই দিন, বৃহস্পতিবার থেকেই মোহনবাগান সুপার জায়ান্ট
নিয়ম অনুসারে, দলে একজন এশিয় কোটার বিদেশি থাকতে হয়। সেই জন্যই আরও এক স্টপারকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল। এ দিকে ইভান গঞ্জালেজও চুক্তির পুরো টাকা না নিয়ে ক্লাব ছাড়তে নারাজ। ফলে সমস্যা বেড়েছে। ইভান যদি ইস্টবেঙ্গল ছেড়ে চলে যান, তা হলে সৌদি আরবের এক স্টপারকে দলে নিতে পারে ইমামি ইস্টবেঙ্গল। বিদেশি ফুটবলারদের ক্ষেত্রে বেশ সক্রিয় হলেও, স্বদেশী ফুটবলাদের সই করানোর ক্ষেত্রে বেশ কিছুটা পিছিয়েই থাকতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। আর সেই জন্যই পিছিয়ে পড়তে হচ্ছে লাল-হলুদকে। যদিও কর্তাদের আশা, ভালো দল গড়েই খেলতে নামবে ইস্টবেঙ্গল।