Advertisement

East Bengal Transfer News: জেরি সহ ১১ ফুটবলারকে ছাড়ার সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের, ক্ষুব্ধ সমর্থকরা

১১ জন ফুটবলারকে একসঙ্গে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল (East Bengal)। গত মরশুমের ১১ জোন ফুটবলারকে ছাঁটাই করে ফেলল লাল-হলুদ ক্লাব। সেই তালিকায় রয়েছেন, অমরজিৎ সিং কিয়াম, জেরি, হিমাংশু জাংরা, সেম্বই হাওকিপ, সুমিত পাসি, শুভম সেন, নবীন কুমার-এর মতো ফুটবলাররা।

ইস্টবেঙ্গল দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jun 2023,
  • अपडेटेड 12:08 PM IST

১১ জন ফুটবলারকে একসঙ্গে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল (East Bengal)। গত মরশুমের ১১ জোন ফুটবলারকে ছাঁটাই করে ফেলল লাল-হলুদ ক্লাব। সেই তালিকায় রয়েছেন, অমরজিৎ সিং কিয়াম, জেরি, হিমাংশু জাংরা, সেম্বই হাওকিপ, সুমিত পাসি, শুভম সেন, নবীন কুমার-এর মতো ফুটবলাররা।

ছেড়ে দেওয়া হয়েছে তিন বিদেশি ফুটবলারকেও। তাদের মধ্যে রয়েছেন জর্ডন ও’দোহার্তি, আলেক্স লিমা, চারালাম্বস কিরিয়াকু, জেক জার্ভিসকে। ইভান গঞ্জালেজকে ইস্টবেঙ্গল ছাড়তে চাইলেও এখনও সেই প্রক্রিয়া সম্পন্ন হয়নি। পারস্পরিক সহমতের ভিত্তিতে টাকার অঙ্কে কিছুটা কাটছাঁট করতে ইস্টবেঙ্গল রাজি হলেও, স্প্যানিশ সেন্ট্রাল ব্যাকের যুক্তি একটাই, এখন রিলিজ করলে চুক্তির পুরো অর্থ দিতে হবে। এখনও দর কষাকষি চলছে দুই পক্ষের। যদিও এই মরশুমে সবচেয়ে বেশি গোল করা ক্লেইটনকে আগেই রেখে দেওয়ার কথা জানিয়েছে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: মোহনবাগানে আসার আগে হ্যাটট্রিক, মেরিনার্সদের জেতালেন কামিন্স, দেখুন Video

বিদেশিদের যে এই মরশুমে ছেড়ে দেওয়া হবে তা মোটামুটি পরিষ্কারই ছিল। বিভিন্ন সূত্র মারফত খবরও পাওয়া যাচ্ছিল। তবে ভারতীয় ফুটবলাদের তালিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে সমর্থকদের মধ্যে। গত মরশুমে লাল-হলুদ জার্সিতে নজর কেড়েছিলেন জেরি লালরিনজুয়ালা। জেরিকে যেমন ছেড়ে দেওয়া হচ্ছে, তেমন অমরজিৎ সিং কিয়ামের মত প্রতিভা কিংবা হিমাংশু জাংরার নাম অনেককে অবাক করেছে।

আরও পড়ুন: আবার ইস্টবেঙ্গলে বিজয়ন, কোন দায়িত্বে?

সবমিলিয়ে ইস্টবেঙ্গল যে চলতি ট্রান্সফার সিজনে ঝড় তুলতে চলেছে, তার আগাম পূর্বাভাস দিয়ে দিল শনিবারের বড়সড় বিবৃতি। ইতিমধ্যেই একাধিক ফুটবলারের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করতে ফেলেছে ইস্টবেঙ্গল। এমনটাই খবর সূত্রের। যদিও এখনও কোনও নাম সরকারিভাবে ঘোষণা হয়নি। ফলে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। 


যদিও ইস্টবেঙ্গল কর্তাদের আশা এই মরশুমে ভালো ফল করবে ইস্টবেঙ্গল। গড়া হবে ভালো দলও। যদিও একাধিক তারকা ফুটবলারকে ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্ত একেবারেই মানতে পারছেন না ইস্টবেঙ্গল সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন তাঁরা।  
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement