Advertisement

Emami East Bengal: ইমামি ইস্টবেঙ্গলের আরও এক বিদেশি, চলে এলেন স্পেনের ডিভেন্ডের ইভানও

অনেকদিন আগেই ইভানের সঙ্গে প্রি কন্ট্রাক্ট হয়ে গিয়েছিল ইমামি ইস্টবেঙ্গলের। আর এবার সরকারি ঘোষণা হল। ৩২ বছর বয়সী এই ফুটবলার এফসি গোয়ার হয়ে এর আগে ৩৬টি ম্যাচ খেলে ফেলেছেন।

ইস্টবেঙ্গলের প্রতিনিধিদের সঙ্গে ইভান
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Aug 2022,
  • अपडेटेड 1:43 PM IST
  • কলকাতায় ইভান গঞ্জালেজ
  • শনিবার কলকাতায় এলেন এই ডিফেন্ডার

কলকাতায় চলে এলেন ইভান গঞ্জালেজ। তিনি লাল-হলুদের তৃতীয় বিদেশি। ইতিমধ্যেই পাঁচ বিদেশি ফুটবলার সই করিয়ে ফেলেছে ইমামি ইস্টবেঙ্গল। দুই বিদেশি চলেও এসেছেন। আর শনিবার এলেন ইভান। চারালামবোস কিরিয়াকউ ও অ্যালেক্স লিমা এসেছেন আগেই। কিরিয়াকউ শহরে এসে অনুশীলনও শুরু করে দিয়েছেন।

অনেকদিন আগেই সই করেছিলেন ইভান
অনেকদিন আগেই ইভানের সঙ্গে প্রি কন্ট্রাক্ট হয়ে গিয়েছিল ইমামি ইস্টবেঙ্গলের। আর এবার সরকারি ঘোষণা হল। ৩২ বছর বয়সী এই ফুটবলার এফসি গোয়ার হয়ে এর আগে ৩৬টি ম্যাচ খেলে ফেলেছেন। স্পেনের রিয়াল মাদ্রিদ অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন এই ডিফেন্ডার। বারবার নিশ্চিত গোল বাঁচিয়েছেন গোয়ার হয়ে। এবার তাঁর লড়াই ইমামি ইস্টবেঙ্গলের জার্সিতে। 

আরও পড়ুন: এক মরশুমে একাধিক ক্যাপ্টেন, মোহন-কোচের কী ভাবনা?

হিমাংশু জাংরাকে সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল
প্রতিশ্রুতিবান ফুটবলার হিমাংশু জাংরাকে (Himanshu Jangra) সই করাতে পারে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। ভবিষ্যতের সুনীল ছেত্রী (Sunil Chhetri) পরতে পারেন লাল-হলুদ জার্সি। সরকারি ঘোষণা না হলেও শোনা যাচ্ছে, সই হয়ে গিয়েছে হিমাংশুর। ১৮ বছর বয়সী এই ফরওয়ার্ডকে দিল্লি এফসি (Delhi FC) থেকে লোনে সই করাল ইমামি ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই দিল্লি এফসি কর্ণধার রঞ্জিত বাজাজ টুইট করে এ খবর জানিয়েছেন।   

আরও পড়ুন: প্রয়াত অলিম্পিয়ান-ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বদ্রু বন্দ্যোপাধ্যায়

গতকালই এসেছেন লিমা
গত মরশুমে বেশ ভাল খেলেছিলেন লিমা। ওয়েন কোয়েলের তত্ত্বাবধানে গত মরশুমে খেলার পর এবার স্টিফেন কনস্টানটাইনের অধীনে খেলবেন তিনি। গত মরশুমে লিগ শিল্ড জিতেছিল জামশেদপুর। সেই দলে ছিলেন লিমা। সেই পারফরম্যান্স ফের দেখাতে পারলে লাল-হলুদ সমর্থকরা দারুণ খুশি হবেন। ইমামি ইস্টবেঙ্গলের বাকি দুই বিদেশিও কয়েকদিনের মধ্যেই এসে যাবেন। 

আরও পড়ুন: ব্যান না উঠলেও, কীভাবে AFC কাপে খেলবে ATK মোহনবাগান? 

Advertisement

সোমবার যুবভারতীতে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে এই মরশুমের প্রথম ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। সেই জন্য, শনিবার থেকেই ক্লোজ ডোর অনুশীলন করাবেন স্টিফেন কনস্টানটাইন। এমনটাই জানান হয়েছে লাল-হলুদ ক্লাবের পক্ষ থেকে। পরপর ম্যাচ রয়েছে ইমামি ইস্টবেঙ্গলের। ২৫ আগস্ট রাজস্থান এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে তারা।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement