ইস্টবেঙ্গলের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চায় ইমামি। বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মতবিরোধ ছিল তবে তা এখন মেটার পথে। চুক্তির পরিবর্তিত খসড়া ইতিমধ্যেই বিনিয়োগ সংস্থাকে পাঠিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। যেখানে বেশ কয়েকটি বিষয়ে সংশোধন করার কথা উল্লেখ করা হয়েছে। নতুন কোম্পানির শেয়ারের ৮০ শতাংশ নিজেদের হাতেই রাখতে চাইছে ইমামি। ক্লাবের কাছে থাকবে বাকি ২০ শতাংশ। তবে ক্লাব কর্তারা এই শর্তে পরিবর্তন চাইছেন। যা নিয়ে ইতিমধ্যেই আইনজীবীর সঙ্গে আলোচনায় বসেছে লগ্নিকারী সংস্থা। শেয়ার নিয়ে যে দর কষাকষি চলছিল তা আগেই জানিয়েছিলেন ইমামি কর্তা।
উভয় পক্ষই যাবতীয় সমস্যা মিটিয়ে দ্রুত চুক্তি সম্পন্ন করার পথে হাঁটতে চায়। তবে কবে চুক্তি সই হবে তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। এরই মধ্যে মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা দীর্ঘমেয়াদী চুক্তির পথে হাঁটতে চলেছি। ভবিষ্যতে ছোটখাট বিষয়ে সমস্যা সৃষ্টির চেয়ে এখনই সবকিছু নিয়ে আলোচনা হয়ে যাওয়া ভাল। তবে এখনও পর্যন্ত দুই পক্ষের মধ্যে সবকিছুই সঠিক পথেই এগোচ্ছে। ক্লাবে সভ্য-সমর্থকরা দ্রুত ভাল খবর পেতে পারেন। আমাদের পক্ষ থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করব।'
দ্রুত চুক্তি সই করে দল গঠনের কাজে নামতে চাইছে ইস্টবেঙ্গল। কারণ, এরপর আর ভাল ফুটবলার পাওয়া সম্ভব হবে না। ভাল দল তৈরি করে আইএসএল-এ খেলতে হলে দ্রুত চুক্তি সমস্যা মিটিয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলতে হবে। ইতিমধ্যেই লাল-হলুদের পছন্দ করা বেশ কয়েক জন ফুটবলার অন্য ক্লাবে চলে গিয়েছেন। যারা রয়েছেন তাদের সঙ্গেও দ্রুত চুক্তি করতে না পারলে সমস্যা বাড়বে।
আরও পড়ুন: ইংল্যান্ড সিরিজে ফের ভারতের ক্যাপ্টেন বিরাট? জল্পনা তুঙ্গে
ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, ‘আমরাও চাইছি সুন্দর পরিবেশে চুক্তি হোক। যেখানে ক্লাব এবং ইনভেস্টর, উভয়পক্ষই সুরক্ষিত থাকবে। একইসঙ্গে দ্রুত ভাল ফুটবল দল গড়ে সভ্য-সমর্থকদের মুখে হাসি ফোটানোই আমাদের একমাত্র লক্ষ্য। আশা করছি খুব তাড়াতাড়ি চুক্তি সই হবে।’