Advertisement

Emami East Bengal: ISL জয়ী বাঙালি ফুটবলারকে সই করাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল

সূত্রের খবর, গত মরশুমের আইএসএল (ISL) চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি (Hyderabad FC) থেকে শৌভিক চক্রবর্তীকে সই করিয়ে নিল তারা। তিন বছরের জন্য শৌভিককে দলে নিল লাল-হলুদ ক্লাব। গোলরক্ষক হিসেবে দলে আসতে পারেন শুভাশিস রায়চৌধুরী। গত মরশুমে তিনি নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে আইএসএল-এ খেলেছিলেন।

ফাইল চিত্র
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jul 2022,
  • अपडेटेड 4:01 PM IST
  • দুই তারকা ফুটবলার সই করতে পারেন ইস্টবেঙ্গলে
  • আসতে পারেন শুভাশিস রায়চৌধুরিও

স্টিফেন কনস্ট্যান্টাইনকে হেড কোচ হিসেবে ঘোষণা করার পরের দিনই দলবদলের বাজারে বড় চমক দিল ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। সূত্রের খবর, গত মরশুমের আইএসএল (ISL) চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি (Hyderabad FC) থেকে শৌভিক চক্রবর্তীকে সই করিয়ে নিল তারা। তিন বছরের জন্য শৌভিককে দলে নিল লাল-হলুদ ক্লাব। গোলরক্ষক হিসেবে দলে আসতে পারেন শুভাশিস রায়চৌধুরী। গত মরশুমে তিনি নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে আইএসএল-এ খেলেছিলেন। আসন্ন ডুরান্ড কাপ ও কলকাতা লিগের জন্য সম্ভবত শনিবার বা রবিবার থেকে অনুশীলন শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল। মঙ্গলবার ইমামির সঙ্গে চুক্তি সই হবে ইমামি ইস্টবেঙ্গলের।

সেই দিনই হয়ত ঘোষণা করা হবে ফুটবলারদের নামও। বিনিয়োগ সমস্যার জেরে ফুটবলার সই করাতে দেরি করে ফেলেছে ইমামি ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার শহরে আসছেন বিনো জর্জ। সরকারিভাবে চুক্তি না হলেও সূত্রের খবর, ইস্টবেঙ্গলের জন্য দক্ষিণ ভারতের প্রতিশ্রুতিবান ফুটবলার খুঁজতে শুরু করে দিয়েছেন বিনো জর্জ। সব ঠিক থাকলে কলকাতা লিগের জন্য তাঁকেই বেছে নিতে চলেছে শতাব্দীপ্রাচীন ক্লাবটি।   কর্তাদের দাবি ইতিমধ্যে ১৬ জন ফুটবলারকে কলকাতা লিগ এবং ডুরাণ্ডের জন্য বাছা হয়েছে। বেশ কয়েকজন ফুটবলারকে কেরল থেকে নিয়ে আসবেন বিনো জর্জ।

শৌভিক চক্রবর্তী ও শুভাশিস রায় চৌধুরী

আরও পড়ুন: চোখ ধাঁধানো নতুন সাজে মোহনবাগান তাঁবু, উদ্বোধনের আগেই রইল সব ছবি 

আইএসএল-এর হেড কোচ কে হবেন তাও ঘোষণা করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। হেড কোচ হচ্ছেন স্টিফেন কনস্ট্যান্টাইন। তবে ব্রিটিশ কোচ কবে শহরে আসছেন তা জানানো হয়নি। বৃহস্পতিবার বিনো জর্জ আসার পর, ভিডিও কলে কনস্ট্যান্টাইনের সঙ্গে পরবর্তী পরিকল্পনা নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।  স্টিফেন কনস্ট্যান্টাইন একজন ফিটনেস কোচ নিয়ে আসছেন বলেই শোনা যাচ্ছে। বাকি গোলরক্ষক কোচ বা অন্য বিভাগের জন্য ভারতীয় কোচদের দায়িত্ব দেওয়া হতে পারে।

Advertisement

আরও পড়ুন: ঝুলন গোস্বামীকে ভারত গৌরব সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব

 ২০০২ সালে প্রথমবার ভারতীয় দলের কোচ নিযুক্ত হন স্টিফেন। সেই পর্বে তিন বছর ছিলেন তিনি। এরপর ২০১৫-১৯ পর্যন্ত দ্বিতীয় পর্বে একই দায়িত্ব সামলেছেন তিনি।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement