Advertisement

England vs Pakistan: অবাক কান্ড রাওয়ালপিন্ডিতে, ডান হাতে ছেড়ে বাঁ হাতে ব্যাটিং রুটের VIDEO

বাঁ হাতে ব্যাট করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট (Joe Root)। এমন দৃশ্যই দেখা গেল রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানের (England vs Pakistan) বিরুদ্ধে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে পাক স্পিনার জাহিদ মহম্মদের বলে বাঁ হাতে ব্যাট করতে থাকেন রুট। 

জো রুটজো রুট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Dec 2022,
  • अपडेटेड 5:25 PM IST
  • বাঁ হাতে ব্যাট করছেন রুট
  • ভাইরাল ভিডিও

বাঁ হাতে ব্যাট করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট (Joe Root)। এমন দৃশ্যই দেখা গেল রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানের (England vs Pakistan) বিরুদ্ধে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে পাক স্পিনার জাহিদ মহম্মদের বলে বাঁ হাতে ব্যাট করতে থাকেন রুট। 

ডান হাতে ব্যাট করে নিজের হাফ সেঞ্চুরি করে ফেলেন রুট। এরপরেই বাঁ হাতে ব্যাট করা শুরু করে দেন তিনি। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান তখন ৩ উইকেটে ১৪৭। যদিও বেশিক্ষণ বাঁ হাতে ব্যাট করার সাহস দেখাননি রুট। ইংল্যান্ডের ব্যাটার প্রথম বলটি সরাসরি স্কোয়ার লেগে ফিল্ডারের কাছে সুইপ করেন। বলেই পেসার নাসিম শাহ তাঁর ক্যাচ ফেলেদেন। মিড-উইকেটে দাঁড়িয়ে ক্যাচ ফেলেন তিনি। এর পরেই ডানহাতে ব্যাট করা শুরু করেন তিনি।

আরও পড়ুন

মাহমুদের বলে সুইপ করতে গিয়ে ৭৩ রান করে আউট হন রুট। তাঁর ক্যাচ ধরেন ইমান উল হক। মাত্র ৬৯ বলে ৭৩ রানের ইনিংসে রুট ৬টি চার মেরেছেন। তাঁর স্ট্রাইকরেট ১০৫.৮। পাকিস্তানকে ৫৭৯ রানে আউট করার পর ইংল্যান্ড তাদের ঝোড়ো ইনিংস শুরু করে। বেন ডাকেট, নাসিম শাহের বলে গোল্ডেন ডাকে আউট হওয়ার পর জ্যাক ক্রলি দ্রুত হাফ সেঞ্চুরি করেন। হ্যারি ব্রুকের সঙ্গে রুট ৯৬ রানের জুটি গড়ে তোলেন। ইংল্যান্ডের ইনিংসকে ভাল জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন দুই ব্যাটার। রুট ৭৩ রানে আউট হন এবং ব্রুক ৬৫ বলে ৮৭ রান করে নাসিম শাহের বলে আউট হন। তাঁর ইনিংসে ছিল ১১ চার ও তিনটি ছক্কা।

এর আগে, ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৬৫৭ রান করে। সেই ইনিংসে ডাকেট, ক্রোলি, পোপ এবং ব্রুক সেঞ্চুরি করেছিলেন। জবাবে, আবদুল্লাহ শফিক এবং ইমাম-উল-হকের মধ্যে ২২৫ রানের দুর্দান্ত পার্টনারশিপ পাকিস্তান ৫৭৯ রানে পৌঁছে দেয়। দুই ব্যাটারই সেঞ্চুরি করে পাকিস্তানকে খেলায় ফিরতে সাহায্য করেন।     

Advertisement
Read more!
Advertisement
Advertisement