Advertisement

Cristiano Ronaldo: 'গন্ধরাজ' রোনাল্ডোও! মোমো, রোলের পর ট্রেন্ডে বিশ্বসেরা ফুটবলার

কিছুদিন আগেই রেড ডেভিলসদের পক্ষ থেকে এই নতুন জার্সি প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, '২০২২-২৩ মরশুমের জন্য আমাদের তৃতীয় কিট প্রকাশ করা হয়েছে। এই জার্সির ডিজাইন অন্য বারের থেকে একেবারে আলাদা।' তবে রেড ডেভিলসদের পরনে এবার সবুজ জার্সি? এই ছবি দেখেই চমকে উঠেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকরা। পাশাপাশি দলের পারফরম্যান্সও হতাশ জনক। ফলে বিপক্ষ দলের সমর্থকরা দেদার মিম তৈরি করছেন রোনাল্ডোদের নিয়ে। 

সবুজ জার্সি পরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Aug 2022,
  • अपडेटेड 10:54 AM IST
  • সবুজ জার্সি পরে নেমেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
  • তৈরি হচ্ছে মিম

গন্ধরাজ মোমো, গন্ধরাজ রোলের পর এবার 'গন্ধরাজ ইউনাইটেড' (Gondhoraj United)। গন্ধরাজ এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। শনিবার রাতে প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। ব্রেন্টফোর্ড এফসি-র বিরুদ্ধে। তার আগে শুক্রবার এই ম্যাচের জন্য তাদের জার্সি প্রকাশ করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। দেখা যায়, চিরাচরিত লাল জার্সি নয়, সবুজ জার্সি পরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristioano Ronaldo), ব্রুনো ফার্নান্দেজরা। তখন থেকেই শুর হয় মিম বানানো। শনিবারের ম্যাচে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ৪-০ গোলে হারের পর এই মিমের সংখ্যা বাড়তে থাকে সোশ্যাল মিডিয়ায়।

জার্সি প্রকাশ করে বিবৃতি দিয়েছে ম্যান ইউ
কিছুদিন আগেই রেড ডেভিলসদের পক্ষ থেকে এই নতুন জার্সি প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, '২০২২-২৩ মরশুমের জন্য আমাদের তৃতীয় কিট প্রকাশ করা হয়েছে। এই জার্সির ডিজাইন অন্য বারের থেকে একেবারে আলাদা।' তবে রেড ডেভিলসদের পরনে এবার সবুজ জার্সি? এই ছবি দেখেই চমকে উঠেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকরা। পাশাপাশি দলের পারফরম্যান্সও হতাশ জনক। ফলে বিপক্ষ দলের সমর্থকরা দেদার মিম তৈরি করছেন রোনাল্ডোদের নিয়ে।

আরও পড়ুন: PHOTOS : কর্তা ক্রিকেটার, গিন্নি অভিনেত্রী; জানুন এই ভারতীয় ক্রিকেটারদের ঘর বাঁধার কাহিনি

 

আরও পড়ুন: PHOTOS: কোচ লক্ষণকে নিয়ে জিম্বাবোয়ে সফরে ধাওয়ান KL রাহুলরা

গন্ধরাজ মিম কী? 

দক্ষিণ কলকাতার লর্ডস মোড়ে একটি দোকানের গন্ধরাজ মোমোর সুনাম ছড়িয়ে পড়ে। মোমো তা-ও আবার গন্ধরাজ! সেই গন্ধরাজের মোমো চেখে দেখতে ভিড় বাড়তে থাকে হুজুগপ্রিয় বাঙালির। তার পর এক ফুডব্লগার সবুজ কাঠি রোলের ছবি শেয়ার করে দাবি করেন, এটা নাকি গন্ধরাজ রোল। এই রোল পাওয়া যায় বিজয়গড়ে।

Advertisement

এরপরই নেটমাধ্যমে ভাইরাল হয়ে ওঠে 'গন্ধরাজ'। সবুজ যা কিছু তাতেই গন্ধরাজের গন্ধ পেতে থাকে বাঙালি। এমনকি রাজনৈতিক দলও ছাড় পায়নি। নেটিজেনরা একের পর এক মিম পোস্ট করতে থাকেন ফেসবুকে। আসল, নকল বোঝার উপায় নেই! কেউ কেউ ছবির কারসাজিও করেছেন। ফুটবল দল, পড়শি দেশের পতাকা থেকে কোনও ব্যক্তি- গন্ধরাজে মজে।

নতুন মরশুমেও ছন্দে নেই রোনাল্ডোরা
প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই ব্রাইটনের বিরুদ্ধে ২-১ গোলে হার, আর তারপরেই শনিবার ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ৪-০ গোলে হার।বিরাট চাপে রোনাল্ডোরা। গত কয়েক বছরে বারবার সমস্যায় পড়তে হয়েছে তাদের। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারায় ক্লাব ছাড়তে চেয়েছেন রোনাল্ডো। তার উপর এখন এই মিম।  সবমিলিয়ে 'গন্ধরাজ ইউনাইটেড' এখন ট্রেন্ডিং।      

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement