Advertisement

Cristiano Ronaldo: রোনাল্ডোকে দেখেই 'মেসি... মেসি চিৎকার, কী করলেন CR7? VIRAL VIDEO

বিশ্ব ফুটবলে মেসি-রোনাল্ডোর (Nessi vs Ronaldo) দ্বৈরথ দেখতে সকলেই মুখিয়ে থাকেন। কিছুদিন আগেই সৌদি আরবের দুই ক্লাবের সম্মিলিত একাদশের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলতে গিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। উল্টোদিকে সৌদি আরবের দলের অধিনায়ক ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সৌদির ক্লাব আল নাসেরে শুরুটা ভাল হয়নি পর্তুগিজ তারকার। প্রথম ম্যাচে জিতলেও, দ্বিতীয় ম্যাচে হেরে যেতে হয় রোনাল্ডোরা। নতুন ক্লাবের হয়ে এখনও গোল পাননি তিনি। 

রোনাল্ডো ও মেসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jan 2023,
  • अपडेटेड 6:18 PM IST
  • আল নাসেরে গোল পাননি রোনাল্ডো
  • ভাইরাল ভিডিও

বিশ্ব ফুটবলে মেসি-রোনাল্ডোর (Nessi vs Ronaldo) দ্বৈরথ দেখতে সকলেই মুখিয়ে থাকেন। কিছুদিন আগেই সৌদি আরবের দুই ক্লাবের সম্মিলিত একাদশের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলতে গিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। উল্টোদিকে সৌদি আরবের দলের অধিনায়ক ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সৌদির ক্লাব আল নাসেরে শুরুটা ভাল হয়নি পর্তুগিজ তারকার। প্রথম ম্যাচে জিতলেও, দ্বিতীয় ম্যাচে হেরে যেতে হয় রোনাল্ডোরা। নতুন ক্লাবের হয়ে এখনও গোল পাননি তিনি। 


ব্যর্থতার জন্য সমর্থকদের কাছ থেকে মেসির নামে জয়ধ্বনি শুনতে হল সিআর সেভেনকে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ম্যাচ হারার পর রোনালন্ডো এবং তাঁর সতীর্থরা যখন সাজঘরের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখনই এমন ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিমানবন্দরে ইস্টবেঙ্গল সমর্থকদের বিক্ষোভ, সময় চাইলেন স্টিফেন

 আল-ইত্তিহাদ দলের ভক্তরা 'মেসি-মেসি' স্লোগান দিতে থাকেন। এ সময় রোনাল্ডো যদিও কোনও প্রতিক্রিয়া দেননি। যদিও তাঁকে দেখে কিছুটা বিরক্ত বলেই মনে হচ্ছিল। ড্রেসিংরুমে যাওয়ার সময় ভক্তদের কথায় পাত্তা দেননি  রোনাল্ডো। মাথা নিচু করে চলে যান তারকা ফুটবলার।

সম্প্রতি সময়টা একেবারেই ভাল যাচ্ছে না সিআর সেভেনের। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর, নতুন ক্লাব আল নাসেরে যোগ দিয়েও গোল পাচ্ছেন না তিনি। ফলে সমর্থকদের কাছ থেকে নানা কটূক্তি শুনতে হচ্ছে তাঁকে।  

 লিওনেল মেসি তার অধিনায়কত্বে গত বছর ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে (Argentina) চ্যাম্পিয়ন করেছিলেন। এই বিশ্বকাপ খেলা হয়েছিল কাতারে। মেসি ফরাসি ক্লাব পিএসজিতে খেলেন। একই মাসে অর্থাৎ ১৯ জানুয়ারি পিএসজি ও রিয়াদ একাদশের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয়েছিলেন মেসি ও রোনালদো। এই ম্যাচেও  মেসির দল ৫-৪ গোলে জিতেছিল। তবে এখন রোনাল্ডোর গোল দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা। 

Advertisement

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে রোনাল্ডোকে সই করিয়েছিল আল আসের। তবে দুই ম্যাচে গোল পাননি তিনি। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement