Advertisement

FIFA World Cip 2022: শেষবার হেরেছিল নীল-সাদা, ফ্রান্স না আর্জেন্টিনা, এগিয়ে কারা?

FIFA World Cip 2022: বিশ্বকাপের মহাযজ্ঞ। ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও আর্জেন্টিনা। দু'দলের শেষ সাক্ষাতে গোলের বন্যা বয়েছিল। শেষমেষ ৪-৩ গোলে হেরে যায় আর্জেন্টিনা। তবে দুদলের মুখোমুখি লড়াইয়ে হিসেবটা খানিকটা অন্য। আসুন দেখে নিই দুদলের মুখোমুখি পরিসংখ্যান।

শেষ সাক্ষাতে ফ্রান্সের কাছে হেরেছিল আর্জেন্টিনা, দুদলের সাক্ষাতে কে এগিয়ে?শেষ সাক্ষাতে ফ্রান্সের কাছে হেরেছিল আর্জেন্টিনা, দুদলের সাক্ষাতে কে এগিয়ে?
Aajtak Bangla
  • কাতার,
  • 15 Dec 2022,
  • अपडेटेड 12:05 PM IST
  • শেষ সাক্ষাতে ফ্রান্সের কাছে হেরেছিল আর্জেন্টিনা
  • দু'দলের সাক্ষাতে কারা এগিয়ে? কী বলছে পরিসংখ্যান
  • মেসি-বনাম এমবাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

FIFA World Cip 2022: বিশ্বকাপের মহাযজ্ঞ। ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও আর্জেন্টিনা। ফ্রান্সের কাছে যেখানে খেতাব ধরে রাখার লড়াই, সেখানে আর্জেন্টিনার কাছে ৩৬ বছর পর কাপ ঘরে তোলার চ্যালেঞ্জ। ফুটবলীয় হিসেব-নিকেশের বাইরেও নীল-সাদা দলের জন্য আরও দুটো আবেগ কাজ করছে। এক তাঁদের জীবন্ত কিংবদন্তী লিওনেল মেসির এটাই সম্ভাব্য শেষ বিশ্বকাপ, আর কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন আরও এক কিংবদন্তী দিয়েগো মারাদোনা। তাঁকেও ট্রিবিউট দিতে চায় গোটা দল। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যাওয়ার পর তাঁরা প্রতি ম্যাচেই নিজেদের ছাপিয়ে গিয়েছেন। ফলে ফাইনালে অনবদ্য লড়াই দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। অন্যদিকে ফ্রান্স গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন। তাঁদের কাছে কাপের চাপ খানিকটা বেশি। সামান্য ভুল মানেই বিশ্বচ্যাম্পিয়নের মৌরসিপাট্টা তাঁদের নামের পাশ থেকে ঘুচে যাবে। ফলে চাপ খানিকটা বেশি নিতে হবে। তবে তাদের খেলোয়াড়রাও রয়েছেন দারুণ ফর্মে।

আসুন ফাইনালে দুদলের মুখোমুখি হওয়ার আগে দেখে নিই, মুখোমুখি লড়াইয়ে কারা কোথায় দাঁড়িয়ে?

আর্জেন্টিনা বনাম ফ্রান্স মোট ম্যাচ ১২ টি।

আরও পড়ুন

আর্জেন্টিনার জয়-৬ টি।

ফ্রান্সের জয়-৩ টি

ড্র-৩ টি

আর্জেন্টিনা বনাম ফ্রান্স মুখোমুখি কতবার

১. ১৫ জুলাই ১৯৩০বিজয়ী আর্জেন্টিনা (১-০) ফিফা ওয়ার্ল্ড কাপ

২. ৩ জুন ১৯৬৫-ম্যাচ ড্র (০-০ ) ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি।

৩. ৮ জুন ১৯৭১-বিজয়ী ফ্রান্স (৪-৩) গোলে, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি।

৪. ১২ জানুয়ারি ১৯৭১ বিজয়ী আর্জেন্টিনা (২-০) গোলে, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি।

৫. ২৫ জুন ১৯৭২ ম্যাচ ড্র (০-০) ইন্ডিপেন্ডেন্ট।

৬. ১৮ মে ১৯৭৪- আর্জেন্টিনা জয়ী ১-০ গোলে, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি

৭. ২৬ জুন ১৯৭৭ ম্যাচ ড্র (০-০) গোলে, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি।

৮. ৬ জুন ১৯৭৮ জয়ী আর্জেন্টিনা ২-১ গোলে ফিফা ওয়ার্ল্ড কাপ

৯  ৬ মার্চ ১৯৮৬ ফ্রান্স বিজয়ী (২-০)  ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি।

১০. ৭ ফেব্রুয়ারি ২০০৭ আর্জেন্টিনা ১-০ গোলে জয়ী ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি।

১১. ১১ ফেব্রুয়ারি ২০০৯ আর্জেন্টিনা জয়ী ২-০ গোলে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি।

Advertisement

১২. ৩০ জুন ২০১৮ ফ্রান্স বিজয়ী ৪-৩ গোলে ফিফা ওয়ার্ল্ড কাপ।

 

Read more!
Advertisement
Advertisement