Advertisement

FIFA World Cup 2022 USA vs Iran: পুলিসিচের গোলে ইরানকে ১-০ হারিয়ে পরের রাউন্ডে আমেরিকা

FIFA World Cup 2022: শুরু থেকেই নিজেদের আধিপত্য বজায় রেখেছিল আমেরিকা। এবারের বিশ্বকাপে ধারাবাহিক ভাবে ভাল খেলে নজর কেড়েছেন সাজিনিও দেস্ত, টিম উইয়ারা।

গোল করলেন পুলিসিচ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Nov 2022,
  • अपडेटेड 2:50 AM IST
  • জিতে পরের রাউন্ডে আমেরিকা
  • রাউন্ড অফ ১৬-এ তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

বিশ্বকাপে (FIFA World Cup 2022) গ্রুপের শেষ ম্যাচে ইরানকে হারিয়ে পরের রাউন্ডে চলে গেল আমেরিকা (USA)। দুর্দান্ত ফুটবল। প্রথমার্ধ যদি হয় আমেরিকার তবে দ্বিতীয়ার্ধ অবশ্যই ইরানের(Iran)। তবে পার্থক্য গড়ে দিল পুলুসিচের (Christian Pulisic) একটা গোলই। এরপর শত চেষ্টা করলেও গোলমুখ খুলতে পারেননি ইরানিয়ান ফুটবলাররা।  

বিশ্বকাপের সব খবরের জন্য এখানে ক্লিক করুন 

শুরু থেকেই নিজেদের আধিপত্য বজায় রেখেছিল আমেরিকা। এবারের বিশ্বকাপে ধারাবাহিক ভাবে ভাল খেলে নজর কেড়েছেন সাজিনিও দেস্ত, টিম উইয়ারা। ইরানের বিরুদ্ধে টানা আক্রমণ করার ফল পায় তাঁরা। প্রথমার্ধের আগেই ১-০ গোলে এগিয়ে যায় আমেরিকা। ৩৮ মিনিটে গোল করেন ক্রিশ্চিয়ান পুলিসিচ। ম্যাকেনি বল দিয়ে দেন ডান দিক থেকে দৌড়তে থাকা দেস্তকে হেড করে বল মাঝে পাঠিয়ে দেন তিনি। পেছন থেকে দৌড়ে এসে হেডেই গোল করে যান তিনি। মজিদ হোসাইনি বলটা ক্লিয়ার করতে পারেননি। 

আরও পড়ুন: ২ গোল র‍্যাশফোর্ডের, ৩-০ গোলে ওয়েলসে হারিয়ে পরের রাউন্ডে ইংল্যান্ড

দ্বিতীয়ার্ধে একটা মাত্র শট নিতে পেরেছে আমেরিকা। একটা সময় পাঁচ ডিফেন্ডারকে নামিয়ে আনে তারা। বারেবারে ডিফেন্সে লোক বাড়িয়ে ইরানের আক্রমণের ঝড় আটকাতে থাকে তারা। ধারাবাহিকভাবে ভাল খেলে গেলেন ম্যাকেনি, দেস্ত, টিম উইয়ারা। শেষদিকে যদিও গোল পেতেই পারত ইরান। অল্পের জন্য ব্যর্থ হন তাঁরা। রাউন্ড অফ ১৬-এ নেদারল্যান্ডসের সামনে আমেরিকা। অন্যদিকে গ্রুপ পর্যায়ে সেরা হওয়ায়  সেনেগালের বিরুদ্ধে খেলতে নামবে হ্যারি কেনের ইংল্যান্ড। তাঁরা এদিক ওয়েলসকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে। কেন গোল না পেলেও দুটি গোল দেন র‍্যাশফোর্ড। অপর গোল করেন ফিল ফোডেন। বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে প্রথম ম্যাচে খেলতে নেমেই গোল করে গেলেন তরুণ ফুটবলার।   
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement