Advertisement

FIFA World Cup 2022: আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস, কলকাতায় সেলিব্রেশন; মেসিকে অভিনন্দন মোদীর

২০২২ ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) ফাইনাল ম্যাচে ফ্রান্সকে (France) হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে আর্জেন্টিনা (Argentina)। লিওনেল মেসির (Lionel Messi) অধিনায়কত্বে আর্জেন্টিনা এই কীর্তি গড়ে তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জিতেছে। আর্জেন্টিনার জয়ে ভারতে উৎসব শুরু হয়ে যায়। মেসির ভক্তরা রাস্তায় নেমে আসেন।

আর্জেন্টিনা দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Dec 2022,
  • अपडेटेड 7:08 PM IST
  • মেসিকে নিয়ে উচ্ছ্বাস
  • ৩৬ বছর পর বিশবকাপ জিতল আর্জেন্টিনা

২০২২ ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) ফাইনাল ম্যাচে ফ্রান্সকে (France) হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে আর্জেন্টিনা (Argentina)। লিওনেল মেসির (Lionel Messi) অধিনায়কত্বে আর্জেন্টিনা এই কীর্তি গড়ে তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জিতেছে। আর্জেন্টিনার জয়ে ভারতে উৎসব শুরু হয়ে যায়। মেসির ভক্তরা রাস্তায় নেমে আসেন।

ভারতের প্রবীণ নেতারাও বিশ্বকাপে ফাইনাল উপভোগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ফিফা বিশ্বকাপ জয়ের জন্য আর্জেন্টিনা দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ছাড়াও অনেক নেতা আর্জেন্টিনা এবং লিওনেল মেসিকে অভিনন্দন বার্তা লিখেছেন।  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর্জেন্টিনার হয়ে টুইট করেছেন। তিনি  লিখেছেন, ' এটা ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচগুলির মধ্যে একটি । বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন, পুরো টুর্নামেন্টে তারা দারুণ পারফর্ম করেছে। ম্যাচের পর ভারতে উপস্থিত আর্জেন্টিনা-লিওনেল মেসির লাখো ভক্তও এই জয়ের সেলিব্রেশনে অংশ নেন।'

আরও পড়ুন: দুরন্ত মেসি, ফ্রান্সকে হারিয়ে ফেরালেন '৮৬-র মারাদোনার স্মৃতি

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও এই ঐতিহাসিক জয়ের জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি টুইট করে লিখেছেন, 'একটা দুর্দান্ত খেলা দেখলাম। জয়ের জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন। ফ্রান্সও চ্যাম্পিয়নের মতো খেলেছে।' ভারত জোড়ো যাত্রার সময়, রাহুল গান্ধী খোদ রাজস্থানের দৌসায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখেছেন। 

ভক্তরা কলকাতা, পশ্চিমবঙ্গে আর্জেন্টিনার জয় উদযাপন করছেন। হাজার হাজার মানুষ বড় পর্দার সামনে ফিফা  ফাইনাল দেখেন। আর্জেন্টিনার জয়ে সবাই উল্লাসে মেতে ওঠেন। এটি কেবল কলকাতায় নয়, কেরালায়ও ছিল, যেখানে লোকেরা আর্জেন্টিনার জয় উদযাপন করতে রাস্তায়  নেমেছিল। 

আর্জেন্টিনা ও ফ্রান্সের এই ফাইনাল ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়। অতিরিক্ত সময়ের পরও ম্যাচের ফল পাওয়া যায়নি। শেষ পর্যন্ত, ম্যাচের সিদ্ধান্ত হয় পেনাল্টি শুটআউটে। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে জিতে যায়। আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে, অন্যদিকে লিওনেল মেসি তাঁর প্রথম বিশ্বকাপ ট্রফি পেয়েছেন। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement