Advertisement

FIFA World Cup 2022: আর্জেন্টিনাকে নিয়ে বড় খবর, বড়সড় শাস্তির মুখে পড়লেন মেসিরা

বিশ্বকাপের (FIFA World Cup 2022) কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে (Argentina vs Netherlands) হারানোর পরও বিতর্কের মুখে আর্জেন্টিনা। বড় শাস্তির মুখে পড়তে হতে পারে লিওনেল মেসিদের (Lionel Messi)। ফিফা (FIFA) আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের তদন্ত শুরু করে দিয়েছে। দোষ প্রমাণিত হলে বড় শাস্তি হতে পারে মেসিদের। 

রেফারির সঙ্গে তর্ক করছেন মেসি রেফারির সঙ্গে তর্ক করছেন মেসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Dec 2022,
  • अपडेटेड 4:18 PM IST
  • শাস্তি হতে পারে মেসিদের
  • নেদারল্যান্ডস ম্যাচে ঝামেলার জের

বিশ্বকাপের (FIFA World Cup 2022) কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে (Argentina vs Netherlands) হারানোর পরও বিতর্কের মুখে আর্জেন্টিনা। বড় শাস্তির মুখে পড়তে হতে পারে লিওনেল মেসিদের (Lionel Messi)। ফিফা (FIFA) আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের তদন্ত শুরু করে দিয়েছে। দোষ প্রমাণিত হলে বড় শাস্তি হতে পারে মেসিদের। 

আর্জেন্টিনা দলের বিরুদ্ধে অভিযোগ, খেলা চলাকালীন রিজার্ভ বেঞ্চে থাকা ফুটবলাররা মাঠের মধ্যে ঢুকে পড়েছিলেন। বিপক্ষের কোচদের গালাগালও করেন। আর সবশেষে রেফারির বিরুদ্ধেও প্রশ্ন তোলেন। এই তিন অভিযোগের তদন্ত করছে ফিফা। আসলে কোয়ার্টার ফাইনাল ম্যাচে অএক বিতর্ক সামনে আসে। প্রাথমিক ভাবে সমস্ত বিতর্কের কেন্দ্রে ছিলেন স্প্যানিশ রেফারি মাতেউ লাহোজ। বড় ম্যাচে কড়া হাতে খেলা চালাতে গিয়ে একাধিক কার্ড দেখান তিনি। তাঁর আচরণে ক্ষোভ বাড়তে থাকে আর্জেন্টাইন শিবিরে। 

আরও পড়ুন

নেদারল্যান্ডস বেঞ্চের সামনে গিয়ে তর্ক করেন মেসি

আরও পড়ুন: পেনাল্টি মিস কেনের, ফ্রান্সের বিরুদ্ধে হেরে বিদায় নিল ইংল্যান্ড

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা একে ওপরের দিকে তেড়ে যান। আর্জেন্টিনার মার্কোস অ্যাকুনা রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে নেদারল্যান্ডসের বেঞ্চের দিকে বল মারেন। এরপরেই দুই দলের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। ধাক্কাধাক্কি করতে থাকেন ফুটবলাররা। এমনকি মেসিকেও এই ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা যায়। ডাচ কোচ লুই ফ্যান হালকে কটু কথাও বলেন বলে অভিযোগ।

তবে শুধু আর্জেন্টিনা নয়, শাস্তি পেতে পারে নেদারল্যান্ডসও। এমনিতেই কোনও ম্যাচে কোনও দলের মোট পাঁচ ফুটবলার হলুদ কার্ড দেখলেই ১৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। লিওনেল মেসি সহ ১৭ জন ফুটবলার সহ কোচিং স্টাফ সদস্যদের একজন খেলা চলাকালীন হলুদ কার্ড পান, এটি একটি বিশ্বকাপ রেকর্ড। মেসিদের তাই ১৩ লক্ষ টাকা গুনতেই হবে। তার সঙ্গে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আরও বড় শাস্তি হয় কি না সেটাই এখন দেখার। এবারের বিশ্বকাপে এর আগে সৌদি আরবকে এই কারণেই জরিমানা করা হয়েছিল। যদিও করে শাস্তির কথা জানান হবে তা এখনও জানা যায়নি     

Advertisement

Read more!
Advertisement
Advertisement