বিশ্বকাপের (FIFA World Cup 2022) লড়াইয়ে টিকে থাকতে হলে জিততেই হত শনিবারের ম্যাচ। ২ গোলে মেক্সিকোকে হারিয়ে নিজেদের আশা টিকিয়ে রাখলেন লিওনেল মেসিরা (Lioniel Messi)। দলের হয়ে দুর্দান্ত গোল করেন আর্জেন্টিনার (Argentina) ক্যাপ্টেন। পরিচিত ছন্দে মেসিকে দেখে দারুণ খুশি সমর্থকরাও। তবে এখনও চাপ পুরোপুরি কাটেনি লিওনেল স্কালোনির। রাউন্ড অফ ১৬-এ নিজেদের জায়গা পাকা করতে কত পয়েন্ট পেতে হবে মেসিদের?
বিশ্বকাপের সব খবরের জন্য এখানে ক্লিক করুন
কীভাবে পরের রাউন্ডে যেতে পারে আর্জেন্টিনা?
মেসিদের পরের ম্যাচ পোল্যান্ডের বিরুদ্ধে। বিশ্বকাপের শুরুটা একেবারেই ভাল হয়নি পোল্যান্ডের জন্য। মেক্সিকোর বিরুদ্ধে 0-0 গোলে ড্র করার পর সৌদি আরবের বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় পোল্যান্ড। আর্জেন্টিনার বিরুদ্ধে অঘটন ঘটালেও পোল্যান্ডের বিরুদ্ধে সুবিধা করতে পারেনি সৌদি আরব। শনিবারের ম্যাচে জিতে দুই নম্বরে উঠে এসেছেন মেসিরা। তাই মেসিদের পরের রাউন্ডে যেতে গেলে পোল্যান্ডকে হারাতেই হবে।
আরও পড়ুন: সুইসদের বিরুদ্ধে অনিশ্চিত নেইমার, বিকল্প কে?
ড্র হলে কী হবে?
পোল্যান্ডকে হারিয়েই শেষ ষোলতে জায়গা করে নিতে চাইবে আর্জেন্টিনা। তবে অঘটনের বিশ্বকাপে অনেক কিছুই হতে পারে। তবে ড্র হলেও সুযোগ থাকবে মেসিদের সামনে। যদিও সে ক্ষেত্রে সৌদি আরবের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। তারা হেরে গেলে তবেই শেষ ষোলতে পৌঁছতে পারবে আর্জেন্টিনা। কারণ, প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। হেরে গেলে কোনও সুযোগই থাকবে না মেসিদের। কার্যত নক আউট শুরু হয়ে গিয়েছে আর্জেন্টিনার। একটা ম্যাচ হারলেই সব আশা শেষ।
আরও পড়ুন: ফের জ্বলে উঠলেন মেসি, মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকল আর্জেন্টিনা
দারুণ গোল করেন মেসি
প্রথমার্ধে একেবারেও চেনা ছন্দে ছিল না আর্জেন্টিনা। গোলমুখ খুলতে পারেনি মেক্সিকোও (Mexico)। বরং একটা ফ্রিকিক দারুণ দক্ষতার বাঁচান আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে খেলায় ফিরে আসতে থাকে আর্জেন্টিনা। আক্রমণ তুলে আনলেও কাজের কাজ হচ্ছিল না। আর্জেন্টিনা সমর্থকরা যখন উৎকণ্ঠার প্রহর গোনা শুরু করে দিয়েছেন, ঠিক সেই সময়ই গোল করলেন মেসি।