Advertisement

FIFA World Cup 2022: বিশ্বকাপ শুরুর আগে ফুটবল নয়, দাবা খেলছেন মেসি-রোনাল্ডো; VIRAL

আজ থেকেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022)। কাতার বিশ্বকাপের সকলের চোখ থাকবে দুই সুপারস্টার এর দিকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং লিওনেল মেসি (Lionel Messi)।

এক ফ্রেমে দুই তারকা (লিওনেল মেসির ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Nov 2022,
  • अपडेटेड 12:46 PM IST
  • আজ থেকে শুরু বিশ্বকাপ
  • মেসি ও রোনাল্ডোর ছবি ভাইরাল

আজ থেকেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022)। কাতার বিশ্বকাপের সকলের চোখ থাকবে দুই সুপারস্টার এর দিকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং লিওনেল মেসি (Lionel Messi)। দুই জনেই তাঁদের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন। বিশ্বকাপ শুরু হওয়ার একদিন আগেই প্রায় একই সময় দুটি ছবি পোস্ট করেছেন দুই তারকা। যা দেখে মুগ্ধ ভক্তরা।

ফুটবল বিশ্বকাপের সব খবর দেখুন এখানে

দাবা খেলছেন মেসি-রোনাল্ডো

কী রয়েছে সেই ছবিতে? মেসি, রোনাল্ডো দু'জন মুখোমুখি বসে আছেন। দাবা খেলছেন দুই তারকাই। চিন্তামগ্ন মেসির গালে হাত। আর রোনাল্ডোর হাত তাঁর মাথায়। তবে দাবার বোর্ড এর ওপর নয়, সুটকেসের উপর চলছে এই দাবা খেলা।

আরও পড়ুন: 'মেসির হাতে বিশ্বকাপ না থাকলে খারাপ লাগবে' বলছেন স্প্যানিশ কোচ
 
আসলে ফ্রান্সের বিখ্যাত ফ্যাশন হাউজ লুই ভিতোঁর বিজ্ঞাপনী প্রচারের জন্য তোলা হয়েছে এই ছবি। ফরাসি এই কোম্পানি মূলত চামড়ার ব্যাগ, জুতো তৈরি করে। এছাড়াও অলংকার অন্যান্য সামগ্রী দারুণ কালেকশন রয়েছে। এর আগেও পেলে, মারাদোনা এবং জিনেদিন জিদানকে এক ফ্রেমে এনে চমকে দিয়েছিল এই বিখ্যাত ফরাসী সংস্থা।

মেসি ও রোনাল্ডোকে মডেল বানিয়ে ছবিটি তুলেছেন আমেরিকার বিখ্যাত ফটোগ্রাফার এনি লেভিবোতজ। একটা সময় প্রয়াত এলিজাবেথ, জন লেনন, ডেমি মুর, জনি ডেপ, লেডি গাগা, সেরিনা উইলিয়ামসের মত তারকাদের ছবি তুলে পুরষ্কার পেয়েছেন তিনি।

আরও পড়ুন: আর্জেন্টিনার অনুশীলনে নেই মেসি-দি মারিয়া, কেন?

ভাইরাল এই দুই তারকার ছবি
 
দুই তারকাই তাদের ফেসবুক ও ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'জয় হল একটি মানসিক অবস্থা'। স্বাভাবিকভাবেই দুই তারকার এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ বলেছেন, এটা শতাব্দীর সেরা ছবি। আবার কেউ কেউ সবচেয়ে আইকনিক ছবি বলেও উল্লেখ করেছেন। 

Advertisement

গ্রুপ এইচ-এ পর্তুগাল, ঘানা, উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া রয়েছে। ২৪ নভেম্বর বৃহস্পতিবার ঘানার বিরুদ্ধে খেলতে নামবেন রোনাল্ডোরা। পরের ম্যাচ ২৯ নভেম্বর। উরুগুয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামবে পর্তুগাল। ২ ডিসেম্বর পর্তুগালের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। 

গ্রুপ সি-তে মেসিদের সঙ্গে রয়েছে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। মঙ্গলবার সৌদি আরবের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। রবিবার ২৭ নভেম্বর তাঁদের ম্যাচ মেক্সিকোর বিরুদ্ধে। ১ ডিসেম্বর পোল্যান্ডের বিরুদ্ধে নামবেন মেসিরা। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement