Advertisement

FIFA World Cup England vs Wales Match Updates: ২ গোল র‍্যাশফোর্ডের, ৩-০ গোলে ওয়েলসে হারিয়ে পরের রাউন্ডে ইংল্যান্ড

FIFA World Cup 2022: ড্র করতে পারলেই পরের রাউন্ডে পৌঁছে যাবে ইংল্যান্ড। অন্যদিকে জিততেই হবে ওয়েলসকে। ওপর ম্যাচে মুখোমুখি আমেরিকা ও ইরান। শেষ ষোলতে যাওয়ার সুযোগ থাকছে এই দুই দলেরও।

এগিয়ে গেল ইংল্যান্ড
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Nov 2022,
  • अपडेटेड 2:30 AM IST
  • ড্র করলেই পরের রাউন্ডে ইংল্যান্ড
  • ৩-০ গোলে জিতল

FIFA World Cup 2022: এখনও গোল করতে পারেননি হ্যারি কেন। যদিও দুটো অ্যাসিস্ট রয়েছে। না কি শেষ ম্যাচে ওয়েলস জিতে ইংল্যান্ডের লড়াইকে কঠিন করে দেবে? 

ম্যাচ শেষ

গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে পরের রাউন্ডে ইংল্যান্ড। 

গোল

৩ গোলে এগিয়ে গেল ইংল্যান্ড। জোড়া গোল র‍্যাশফোর্ডের। ভুল করে ফেললেন ওয়ার্ড। 

বিশ্বকাপের প্রথম ম্যাচে গোল ফোডেনের

প্রথম ম্যাচে খেলতে নেমেই গোল করে ফেললেন ফোডেনও। দ্রুত দুই গোল তুলে নিল ইংল্যান্ড।

  

গোল

মার্কোস র‍্যাশফোর্ডের দারুণ ফ্রিকিক। ডান পায়ের ইনস্টেপ দিয়ে দারুণ জায়গায় বল রাখেন তিনি। গোলরক্ষকের কিছু করার ছিল না।

 

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা

আবারও আক্রমণে ইংল্যান্ড। ভাল জায়গায় ফ্রিকিক পেয়েছে তাঁরা। 

প্রথমার্ধ শেষ

বিরতির আগে গোল করতে পারল না কোনও দলই। 

সুযোগ নষ্ট ওয়েলসের

প্রথমার্ধের একেবারে শেষদিকে দারুণ শট করেছিলেন জো অ্যালেন। তবে গোল কয়নি। বারের ওপর দিয়ে বল বেরিয়ে যায়।  

৫ মিনিট সংযুক্তি সময়

প্রথমার্ধেই গোল তুলে নিতে পারবে ইংল্যান্ড? 

৩৮ মিনিট

সুযোগ নষ্ট করলেন ফিল ফোডেন। বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচে খেলতে নেমে দারুণ ছন্দে ফোডেন। তাঁর শট অল্পের জন্য গোল পেলেন না। 

চোট পেয়ে উঠে গেলেন উইলয়ামস

মাথায় বল লাগায় উঠে গেলেন উইলিয়ামস। মাঠে নামলেন কনর রবার্টস। 

কিছুটা এলোমেলো খেলা

গোল পেতে হবে ইংল্যান্ডকে। একের পর এক আক্রমণ হচ্ছে। কিন্তু গোল আসছে না। সুযোগ পেলে উঠে আসছেন হ্যারি ম্যাগোয়ারও। 

Advertisement

২০ মিনিট অতিক্রান্ত

দারুণ ফুটবল খেলছে ইংল্যান্ড। তবে গোল হয়নি। রক্ষণ এখনও জমাট ওয়েলসের। র‍্যাশফোর্ড আবারও সুযোগ পেয়ে গেলেও গোল করতে ব্যর্থ হলেন। এ নিয়ে দুটি সুযোগ নষ্ট করে ফেলল ইংল্যান্ড।  

শুরুতেই সুযোগ নষ্ট ইংল্যান্ডের

সুযোগ নষ্ট করলেন র‍্যাশফোর্ড। কেনের থ্রু বল ধরলেও অল্পের জন্য গোল পেল না ইংল্যান্ড। শুরু থেকেই আক্রমণ করার চেষ্টায় ইংল্যান্ড। দারুণ সেভ করে দলের পতন রোধ করেন ড্যানি ওয়ার্ড। 

শুরু হল ম্যাচ
প্রথম থেকেই আক্রমণে উঠে আসছে ইংল্যান্ড। শেষবার দুই দলের ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। আজও জিততে হবে। অন্তত একটা পয়েন্ট পেতেই হবে তাদের। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement