Advertisement

FIFA World Cup 2022 8th Day Live Match Updates: খেলোয়াড়কে নয়, দঃকোরিয়ার কোচকে রেড কার্ড রেফারির; কেন ?

FIFA World Cup 2022: এখনও কোনও ম্যাচ জিততে পারেনি ঘানা ও দক্ষিণ কোরিয়া। ফলে চাপে রয়েছে দুই দলই। দ্রুত গোল করে পরের রাউন্ডে যাওয়ার আশা বজায় রাখতে চাইবে দুই দল।

গোল করলেন সালিসু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Nov 2022,
  • अपडेटेड 8:39 PM IST
  • জিতে গেল ঘানা
  • ৩-২ গোলে জয় দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে

FIFA World Cup 2022: বিশ্বকাপের অষ্টম দিনে মুখোমুখি দক্ষিণ কোরিয়া ও ঘানা। এই ম্যাচে হারলে বিদায় নেবে ঘানা। প্রথম ম্যাচে তারা হেরে গিয়েছে পর্তুগালের কাছে। 

লাল কার্ড দেখলেন পাওলো বেন্টো

ম্যাচ শেষে রেফারির সঙ্গে তর্ক করায় লাল কার্ড দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেন্টোকে। 

ম্যাচ শেষ

একের পর এক আক্রমণের পরেও গোল করতে পারল না দক্ষিণ কোরিয়া। ৩-২ গোলে শেষ হল ম্যাচ। 

আবারও এগিয়ে গেল ঘানা

গোল করে গেলেন মহম্মদ কুদুস। ৩-২ গোলে এগিয়ে গেল ঘানা। 

সমতা ফেরালেন সেই চো

দারুণ ভাবে লড়াইয়ে ফিরে এল দক্ষিণ কোরিয়া। গোল করলেন চো। 

ব্যবধান কমালেন চো

দারুণ দক্ষতায় গোল করে ব্যবধান কমিয়ে ফেলল দক্ষিণ কোরিয়া। বাঁ দিক থেকে আসা সেন্টারে মিট করে গোল করলেন চো। এখনও ২-১ গোলে এগিয়ে ঘাবা। 

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা

দ্রুত সমতা ফেরাতে হবে দক্ষিণ কোরিয়াকে। পিছিয়ে রয়েছে তারা। আবারও কী নাটক অপেক্ষা করছে। 

প্রথমার্ধের খেলা শেষ

ব্যবধান আরও বাড়িয়ে নিতে চাইছে ঘানা। তবে প্রথমার্ধে খেলার ফল ২-০। 

আবার গোল

ব্যবধান বাড়িয়ে ফেলল ঘানা। দ্বিতীয় গোল করলেন মহম্মদ কুদুস। হেড করে বল জালে জড়ান তিনি। ৩৪ মিনিটে ২ গোলে রগিয়ে গেল তারা। 

গোল

ফ্রিকিক থেকে গোল করে গেলেন ঘানার সালিসু। ২৪ মিনিটে ফ্রিকিক থেকে গোল করে দলকে এগিয়ে দিলেন মহম্মদ সালিসু। 

১৪ মিনিট খেলা হয়ে গেল

এখনও গোল আসেনি। আক্রমণ করছে দক্ষিণ কোরিয়া।  

শুরু হল ম্যাচ

Advertisement

গোল করার চেষ্টায় দক্ষিণ কোরিয়া। সুযোগ পেলে পাল্টা আক্রমণ করছে ঘানাও। তবে এখনও গোল করার মত পরিস্থিতি তৈরি করতে পারেনি কোনও দলই। 

ম্যাচ শেষ

৩-৩ গোলে শেষ হল ম্যাচ। ১ পয়েন্ট করে পেল ক্যামেরুন ও সার্বিয়া। 

গোল 

সমতা ফিরিয়ে আনল ক্যামেরুন। ৬৬ মিনিটে আবু বকর, চুপো-মোটিং-এর যুগলবন্দীতে গোল পেল ক্যামেরুন। দারুণ গোল করে সমতা ফেরালেন চুপো-মোটিং।

আবু বকর নামতেই ম্যাজিক

লং বলে ধরে গোল করে গেলেন ভিনসেন্ট আবু বাকার। ফের সুপার সাব গোল পেলেন। ৬৩ মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে শট করে গোল করে গেলেন তিনি। ম্যাচের ফল ৩-২। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়াল সার্বিয়া

এবার গোল করলেন মিত্রোভিচ। ৩-১ গোলে এগিয়ে গেল সার্বিয়া। দারুণ আক্রমণের ফসল তুলে নিলেন সার্বিয়ানরা। 

প্রথমার্ধের খেলা শেষ

২-১ গোলে এগিয়ে সার্বিয়া। দুটি গোলই আসে ইনজুরি টাইমে। 

এগিয়ে গেল সার্বিয়া

২ মিনিটে মধ্যে আবার গোল। এবার সার্বিয়াকে এগিয়ে দিলেন সেভিচ। জিভকোভিচের পাস ধরে দারুণ শটে গোল করেন সেভিচ। পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলরক্ষকের সামনে ড্রপ পরে। সেই বল ধরতে পারেননি ক্যামেরুন গোলরক্ষক ডেভিস। 

সমতা ফেরাল সার্বিয়া

দারুণ গোল করে সমতা ফেরাল সার্বিয়া, গোল পাভলোভিচের। কর্নার থেকে ফাঁকায় হেডে গোল করে গেলেন সার্বিয়ান ডিফেন্ডার। প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে লড়াইয়ে ফিরল তারা।

আক্রমণ করছে ক্যামেরুন

একের পর এক আক্রমণ তুলে ব্যবধান বাড়াতে চাইছে ক্যামেরুন

গোল

ম্যাচের গতির বিরুদ্ধে গোল করে গেল ক্যামেরুন। কর্নার থেকে বল সার্বিয়ার এজ ফুটবলারের গায়ে লেগে ফাঁকায় থাকা ক্যাস্তেলেত্তোর কাছে আসে। ছোট্ট টোকায় বল জালে জড়ান ক্যামেরুন ফুটবলার। 

২৪ মিনিট অতিক্রান্ত

এখনও গোল আসেনি। সুযোগ ছিল দুই দলের সামনেই। তবে সহজতম সুযোগ পেয়েছিল সার্বিয়া। গোল করতে পারেনি কোনও দল। 

আবারও সুযোগ এসেছিল

মিত্রোভিচ সহজ সুযোগ নষ্ট করলেন। ক্যামেরুন ফুটবলারদের গায়ে বল লেগে চলে যায় মিত্রোভিচের কাছে, তাঁর শট বাইরে চলে যায়।  

বারে লেগে ফিরল শট

দারুণ ভাবে পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে শট মেরেছিলেন মিত্রোভিচ। তবে তাঁর শট বারে লেগে ফিরে আসে। দারুণ আক্রমণ করছে সার্বিয়া।  

শুরু হয়ে গেল ম্যাচ

ডু অর ডাই ম্যাচে মুখোমুখি দুই দল। শুরুতেই চোট পেলেন সার্বিয়ার মিত্রোভিচ। হেড করতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement