Advertisement

FIFA World Cup 2022: 'মেক্সিকো বিশ্বকাপ জিতলে তোমার সঙ্গে শোবো,' ওচোয়াকে 'গিফট' দিতে চান মডেল

পঞ্চম বিশ্বকাপ খেলতে নামছেন তাঁদের গোলরক্ষক গিলেমারো ওচোয়া (Guillermo Ochoa)। বিশ্বকাপে খেলতে নামার আগেই সে দেশের মডেল ওয়ান্ডা এসপিনোসার (Wanda Espinosa) থেকে দারুণ এক প্রস্তাব পেলেন তিনি।

ওয়ান্ডা এসপিনোসা ও ওচোয়া ওয়ান্ডা এসপিনোসা ও ওচোয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Nov 2022,
  • अपडेटेड 10:51 AM IST
  • ১৯৮৬ সালে শেষবার কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল মেক্সিকো
  • মডেল ওয়ান্ডা এসপিনোসার প্রস্তাব

FIFA World CUP 2022: হাতে আর মাত্র তিনটে দিন। তারপরেই কাতারে শুরু হয়ে যাবে ফিফা বিশ্বকাপ (FIFA World CUP 2022)। বরাবরের মতো ৩২ দেশের এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে মেক্সিকো (Mexico)। পঞ্চম বিশ্বকাপ খেলতে নামছেন তাঁদের গোলরক্ষক গিলেমারো ওচোয়া (Guillermo Ochoa)। বিশ্বকাপে খেলতে নামার আগেই সে দেশের মডেল ওয়ান্ডা এসপিনোসার (Wanda Espinosa) থেকে দারুণ এক প্রস্তাব পেলেন তিনি।

দারুণ প্রস্তাব পেলেন ওচোয়া

মেক্সিকো বিশ্বকাপ জিতলে ওচোয়ার সঙ্গে রাত কাটাতে রাজি মেক্সিকান মডেল। যদিও মেক্সিকান গোলরক্ষক এ ব্যাপারে কিছুই জানাননি সোশ্যাল মিডিয়ায় লক্ষাধিক ফলোয়ার রয়েছে ওয়ান্ডার। অন্যদিকে মেক্সিকো ১৯৮৬ সালে নিজেদের দেশে অনুষ্ঠিত বিশ্বকাপের পর আর একবারও শেষ আটে জায়গা করে নিতে পারেনি।

আরও পড়ুন

 

ওচোয়ার লক্ষ্য শুধু এবারের বিশ্বকাপে ভাল ফুটবল খেলা। কারণ এটাই হয়ত তাঁর শেষ বিশ্বকাপ। মেক্সিকোর গোল রক্ষা করার বিরাট দায়িত্ব তাঁর কাঁধে। ২২ নভেম্বর গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে মেক্সিকো। 

২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গে একই গ্রুপে ছিল মেক্সিকো। পাঁচ বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে একাই দুর্ভেদ্য হয়ে উঠেছিলেন ওচোয়া। ৬-৭ বার নিশ্চিত গোল বাঁচিয়ে নেইমারদের আটকে দেন মেক্সিকান গোলরক্ষক। সেবারই গোটা বিশ্বে পরিচিত হন ওচোয়া। 

বিশ্বকাপ শুরু আগে প্রস্তুতি ম্যাচে সুইডেনের কাছে ২-১ গোলে হেরে গিয়েছে মেক্সিকো। মার্কোস রোডেন ও মার্টিস ভেনবার্গ পোল্যান্ডের হয়ে দু'টি গোল করেন। মেক্সিকোর হয়ে ব্যবধান কমান অ্যালেক্সিস ভেগা। যদিও তাতে শেষরক্ষা হয়নি।

এবারের বিশ্বকাপের দলে জায়গা পাননি মেক্সিকোর সর্বোচ্চ গোলদাতা ৩৪ বছর বয়সি তারকা ফরোয়ার্ড জাভিয়ের হার্নান্ডেজ চিচোরিতো।

মেক্সিকোর দল

Advertisement

গোলরক্ষক: গুলেরিমো ওচোয়া, আলফ্রেদো তালাভেরা, রোডল্ফ কোতা

ডিফেন্ডার: কেভিন আলভারেজ, নেস্টর আরাউজো, জেরার্ডো আর্টেগা, জেসুস গ্যালার্দো, হেক্টর মোরেনো, সিজার মন্টেস, হোর্হে স্যাঞ্চেজ, যোহান ভাসকেজ।

মিডফিল্ডার: এডসন আলভারেজ, রবার্তো আলভারাডো, উরিয়েল আন্টুনা, লুইস শ্যাভেজ, আন্দ্রেস গুয়ার্দাদো, এরিক গুতেরেজ, হেক্টর হেরেরা, ওরবেলিন পিনেদা, কার্লোস রদ্রিগেজ, লুইস রোমো।          

Read more!
Advertisement
Advertisement