Advertisement

Neymar Injury Update: জিতেও বড় বিপদে ব্রাজিল, গ্রুপ পর্যায়ে বাদ নেইমার

FIFA World Cup 2022: সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচেই আধিপত্য রেখে জিতলেও চোট সমস্যায় ব্রাজিল। জানা গিয়েছে, গ্রুপ পর্যায়ের ম্যাচে আর খেলতে পারবেন না নেইমার ও ড্যানিলো।  

চোট নেইমারের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Nov 2022,
  • अपडेटेड 12:12 AM IST
  • চোটে নেইমারের
  • গ্রুপ পর্যায়ের ম্যাচ থেকে ছিটকে গেলেন তারকা

FIFA World Cup 2022: সার্বিয়ার (Brazil vs Serbia) বিরুদ্ধে বিশ্বকাপের (FIFA World Cup 2022) প্রথম ম্যাচেই আধিপত্য রেখে জিতলেও চোট সমস্যায় ব্রাজিল (Brazil)। জানা গিয়েছে, গ্রুপ পর্যায়ের ম্যাচে আর খেলতে পারবেন না নেইমার (Neymar) ও ড্যানিলো। ম্যাচের ১১ মিনিটে গোড়ালিতে চোট পান নেইমার। 

বিশ্বকাপের সব খবরের জন্য এখানে ক্লিক করুন

ব্রাজিল শিবির বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে ব্রাজিল কোচ তিতে দলের সবচেয়ে বড় তারকার চোট সম্পর্কে বলেছেন,“অবশ্যই এই বিশ্বকাপে নেইমারকে খেলতে দেখা যাবে। নিশ্চিন্ত হতে পারেন আপনারা। খেলা চলাকালীন গোড়ালিতে ব্যথা অনুভব করছিলে। তাসত্ত্বেও খেলা চালিয়ে যাচ্ছিল নেইমার। এটাই এখনও পর্যন্ত ওর চোট সম্পর্কে তাজা খবর।” কোচের এই বক্তব্যে স্বস্তি ফিরেছিল ব্রাজিল ভক্তদের মধ্যে।  

আরও পড়ুন: গোড়ালির চোটে কাবু নেইমার, বিশ্বকাপ আর খেলতে পারবেন? টিম ডাক্তার দিলেন আপডেট

মাঠ থেকে নেইমারের সাজঘরে ফিরে যাওয়া ছবিতে দেখা গিয়েছে তিনি খোড়াচ্ছেন। ফলে শঙ্কা যায়নি। এই অবস্থায় ব্রাজিল দলের চিকিৎসক রডরিগো লাসমারের বক্তব্য এই বিষয়ে ভিন্ন মাত্রা যোগ করে। তিনি জানিয়েছেন,“ ২৪ ঘণ্টা না দেখে কিছু বলা সম্ভব নয়।  চোট কোন অবস্থায় যায় সেটা দেখা জরুরি।  তারপরেই চিকিৎসা নিয়ে কথা বলা যাবে। এই অবস্থায় আমাদের শান্তভাবে অপেক্ষা করতেই হবে।এত তাড়াতাড়ি তাই কিছু বলা ঠিক হবে না।” ইতিমধ্যে চোট পাওয়া গোড়ালিতে বরফ দেওয়া হচ্ছে নিয়ম করে। ফিজিওথেরাপি চলছে। “নতুন কোনও খবর থাকলে অবশ্যই জানানো হবে। চব্বিশ ঘণ্টা পরে চোটের অবস্থা দেখার পরেই বলা সম্ভব হবে। এখন কিছু বলা উচিত হবে না। নিশ্চিত করে বলার মত উত্তর নেই আমাদের কাছে।” একই সঙ্গে জানিয়েছেন রডরিগো লাসমার।  তবে সরাসরি না বলা হলেও ব্রাজিল শিবির গ্রুপ পর্বের বাকি দুটো ম্যাচে নেইমারকে নামানোর ঝুকি নিতে নারাজ।  সেক্ষেত্রে নেইমারকে নকআউট পর্বে দেখা যেতে পারে।  

Advertisement

আরও পড়ুন: রামধনু টুপি পরে বিদ্রোহ, কোন কৌশলে ফাঁকি দিলেন সমর্থকরা?
নেইমারের ডান পায়ের গোড়ালি চোটের কারনে ফুলে রয়েছে। চোটের কারনে ৮০ মিনিটে তাকে তুলে নিতে বাধ্য হন কোচ তিতে।  ফলে জয়ের উৎসবের মধ্যেই আশঙ্কার কালো মেঘ জমতে শুরু করেছিল ব্রাজিল শিবিরে।  কারন নেইমার এই বিশ্বকাপে দুই স্ট্রাইকারের পেছন থেকে খেলছেন।  ফলে সরাসরি স্ট্রাইকারের ভূমিকার থেকে খেলা তৈরির বাড়তি দায়িত্ব রয়েছে।  সার্বিয়ার বিরুদ্ধে এই ভূমিকায় সফলভাবে দেখা গিয়েছে।  দুটো গোলের ক্ষেত্রে ভূমিকা রয়েছে। কিন্তু তাকে থামাতে প্রতিপক্ষ স্ট্রাইকাররা ফাউলের অশ্রয় নিচ্ছেন।  সার্বিয়ার খেলোয়াড়রা মোট বারোটি ফাউলের মধ্যে  তাকে নয়বার ফাউল করেন। মাঠ থেকে বেরিয়ে খোড়াতে দেখা গিয়েছে।  ডাগআউটে বসে মাথায় হাত দিতেও দেখা গিয়েছে। নেইমার বর্তমান ব্রাজিল দলের অন্যতম চালিকাশক্তি।  ২০১৪ সালে ব্রাজিল  শিরদাঁড়ায় চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের আগে চোট পাওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল।  সেবার সুস্থ করে মাঠে নামালেও নেইমারকে চেনা ছন্দে পাওয়া যায়নি।  চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে চোট পেলেন। ফলে একটা আশঙ্কার মেঘ তৈরি হয়েছে ব্রাজিল শিবিরে।  উৎকণ্ঠা সেলেকাও ভক্তদের মধ্যে বাড়ছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement