রবিবার থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2022)। প্রায় এক মাস ধরে কাতারে (Qatar World Cup) চলবে এই ইভেন্ট। গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স (France) সহ ৩২টি দেশের এই টুর্নামেন্টে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে রয়েছে চারটি করে দল। রবিবার এই মেগা ইভেন্টের উদ্বোধন। চমক থাকছে এই উদ্বোধন অনুষ্ঠানে। বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি (Nora Fatehi) পারফর্ম করবেন।
উদ্বোধনী অনুষ্ঠান কখন শুরু হবে?
কাতার বনাম ইকুয়েডর ম্যাচের আগে অনুষ্ঠিত হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে অনুষ্ঠান।
কোথায় হবে উদ্বোধনী অনুষ্ঠান?
উদ্বোধনী অনুষ্ঠানটি কাতারের রাজধানী দোঁহা থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত আল বাইত (Al Bayt Stadium) স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই স্টেডিয়ামে একসঙ্গে ৬০,০০০ মানুষ বসে খেলা দেখতে পারেন।
আরও পড়ুন: বিমানে ব্রাজিলিয়ান সমর্থকদের 'খপ্পরে' আগুয়েরো, তারপর...VIDEO
কীভাবে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারবেন?
ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ভারতের ক্ষেত্রে টেলিভিশনে Sports18 এবং Sports18 HD তে সম্প্রচার করা হবে। মোবাইলে JioCinema অ্যাপ এবং এর ওয়েবসাইটে ম্যাচের লাইভ স্ট্রিমিংও থাকবে। যাদের JIO-র কানেকশন নেই তাঁরা Voot অ্যাপে সাবস্ক্রাইব করে এই অনুষ্ঠান দেখতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কে পারফর্ম করবেন?
ফিফা এখনও ২০২২ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য পারফর্মারদের সম্পূর্ণ তালিকা ঘোষণা করেনি। দক্ষিণ কোরিয়ার রক ব্যান্ড বিটিএস-এর সাত সদস্যের একজন অনুষ্ঠানে পারফর্ম করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার অন্যান্য নামগুলির মধ্যে রয়েছে কলম্বিয়ান পপ তারকা শাকিরা (Shakira), যিনি ২০১০ বিশ্বকাপের অফিসিয়াল গান, 'ওয়াকা ওয়াকা' (Waka Waka) পরিবেশন করেছিলেন। মিউজিক্যাল গ্রুপ ব্ল্যাক আইড পিস, রবি উইলিয়ামস এবং ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিও পারফর্ম করবেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: বিশ্বকাপেও বিয়ার নিষিদ্ধ? হঠাত্ ঘোষণা কাতারে, হতাশ ফুটবলপ্রেমীরা
ভারতের উপরাষ্ট্রপতিও অংশ নেবেন
রবিবার কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখর (Jagdeep Dhankhar)। বিদেশ মন্ত্রক জানিয়েছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে ধনখার ২০ ও ২১ নভেম্বর কাতার সফর করবেন। ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট তাঁর সফরে কাতারে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও দেখা করবেন।