Advertisement

FIFA World Cup 2022 Portugal vs Ghana Live Match Updates: টানটান উত্তেজনার ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারাল পর্তুগাল

FIFA World Cup 2022: ঘানার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে পর্তুগাল। শেষবার বিশ্বকাপের মঞ্চে নামছেন রোনাল্ডো। তাঁদের গ্রুপে রয়েছে উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া। তাই এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে নিয়ে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করে ফেলতে চায় পর্তুগাল।

রোনাল্ডোরোনাল্ডো
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Nov 2022,
  • अपडेटेड 11:29 PM IST
  • গোল করলেন রোনাল্ডো
  • ৩-২ গোলে জিতল পর্তুগাল

FIFA World Cup 2022: বিশ্বকাপে (FIFA World Cup 2022) প্রথম ম্যাচ খেলতে নামছে পর্তুগাল (Portugal vs Ghana)। প্রতিপক্ষ ঘানা। এটাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) শেষ বিশ্বকাপ। তাই এখান থেকে জয় ছাড়া কিছুই ভাবছে না পর্তুগাল। বিশ্বকাপ জিততে মরিয়া পর্তুগাল।  

ম্যাচ শেষ
৩-২ গোলে বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতে নিল পর্তুগাল। টানটান উত্তেজনার এই ম্যাচে পরতে পরতে উত্তেজনা ছিল। তবে শেষ হাসি হাসল পর্তুগালই। 

৯ মিনিট সংযুক্তি সময়
৩-২ গোলে পিছিয়ে ঘানা। সমতা ফেরাতে পারবে তারা?
ব্যবধান কমাল ঘানা
আবার গোল করে ব্যবধান কমিয়ে ফেলল ঘানা। গোল করলেন ওসমান বুকারি।  

আরও পড়ুন

উঠে গেলেন রোনাল্ডো
গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে অভিবাদন জানাল রোনাল্ডোকে। 

আবার গোল
৮০ মিনিটে আবার গোল পর্তুগালের। ৩-১ গোলে এগিয়ে গেল তারা।  

গোল
এগিয়ে গেল পর্তুগাল। এবার গোল করলেন জোয়াও ফেলিক্স। ২-১ গোলে এগিয়ে গেল পর্তুগাল। 

সমতা ফেরাল ঘানা
গোল ফিরিয়ে দিল ঘানা। ১-১ গোলে সমতায় ম্যাচ। ৭৫ মিনিটে গোল আন্দ্রে আয়ার। 

গোল
গোল করে ফেললেন সিআর সেভেন। বাঁ পায়ে ডানদিকে অসাধারণ ফিনিশ। ছন্দে রোনাল্ডো। 

 

পেনাল্টি 

পর্তুগালকে পেনাল্টি এনে দিলেন রোনাল্ডো

শেষ হল প্রথমার্ধের খেলা
গোল করতে পারেনি কোনও দলই। দ্বিতীয়ার্ধে গোল তুলে নিতে হবে পর্তুগালকে। 
এখনও গোল করতে পারেনি কোনও দল
প্রথমার্ধে শেষ পাঁচ মিনিটের খেলা বাকি। এখনও গোল আসেনি।

আধ ঘন্টা অতিক্তান্ত
এখনও গোল আসেনি চাপ বাড়ছে রোনাল্ডোদের ওপর। গোল করলেও ফাউলের জন্য বাতিল রোনাল্ডোর গোল। 

২০ মিনিট অতিক্রান্ত
এখনও গোল আসেনি। মাঝে মাজে আক্রমণে আসছে ঘানাও। সতর্ক পর্তুগাল ডিফেন্স।  

আবারও সুযোগ হারালেন সিআর সেভেন
কর্নার থেকে আবারও সুযোগ এসে গিয়েছিল। মাথা ছোঁয়ালেও গোলে রাখতে পারলেন না রোনাল্ডো। 

১০ মিনিট শেষ
ম্যাচে প্রাধান্য থাকলেও গোল তুলে নিতে পারেনি কোনও দল। ম্যাচের ফল ০-০। অল্পের জন্য গোল মিস করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 

শুরু হয়ে গেল ম্যাচ
দ্রুত গোল তুলে নেওয়ার লক্ষ্যে পর্তুগাল।

পর্তুগাল দল  

Advertisement

ডিয়োগো কোস্তা (গোলরক্ষক), জোয়াও ক্যান্সেলো, রুবেন ডিয়াস, ড্যানিলো পেরেইরা, রাফায়েল গুয়েরেইরো, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেজ, ওটাভিও এডমিলসন, জোয়াও ফেলিক্স, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ঘানা দল

লরেন্স আটি-জিগি (গোলরক্ষক), আলিদু সেইদু, আলেকজান্ডার জিকু, দানিয়েল আমার্তে, মহম্মদ সালিসু, বাবা রহমান, মহম্মদ কুদুস, থমাস পার্টি, সালিস আব্দুল সামেদ, আন্দ্রে আয়া, ইনাকি উইলিয়ামস

Read more!
Advertisement
Advertisement