Advertisement

FIFA World Cup 2022 Cristiano Ronaldo: শেষ বিশ্বকাপের প্রথম ম্যাচে নেমে কেঁদে ফেললেন রোনাল্ডো, কেন?

পর্তুগালের (Portugal) হয়ে শেষ বিশ্বকাপ (FIFA World Cup 2022) খেলতে নামলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে খেলতে নামার আগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আবেগে কেঁদে ফেললেন সিআর সেভেন।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Nov 2022,
  • अपडेटेड 8:32 AM IST
  • কেঁদে ফেললেন রোনাল্ডো
  • ভাইরাল ভিডিও

পর্তুগালের (Portugal) হয়ে শেষ বিশ্বকাপ (FIFA World Cup 2022) খেলতে নামলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে খেলতে নামার আগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আবেগে কেঁদে ফেললেন সিআর সেভেন। রোনাল্ডো এই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 

বিশ্বকাপের সব খবরের জন্য এখানে ক্লিক করুন

পঞ্চম বিশ্বকাপে খেলতে নামছেন পর্তুগাল সুপারস্টার। শুরু থেকেই জাও ফেলিক্সের সঙ্গে আক্রমণে নেতৃত্ব দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এখনও অবধি দেশের হয়ে ১৯২টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ১১৭টি। ২০০৬ সালের বিশ্বকাপে দলকে সেমি ফাইনালে তুলে নিয়ে গিয়েছিলেন রোনাল্ডো।   

Cristiano Ronaldo's tears while chanting the anthem 🥹#PORGHA | #FIFAWorldCup
pic.twitter.com/9zpm4HVnXL

আরও পড়ুন: বিশ্বকাপে নামার আগে শাস্তি, ২ ম্যাচ খেলতে পারবেন না রোনাল্ডো

 

টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নেমে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কেঁদে ফেলেছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আর এদিন বিশ্বকাপের মঞ্চে কেঁদে ফেললেন পর্তুগাল অধিনায়ক।   

আরও পড়ুন: ম্যাচ জিতেই 'বিদ্রোহ', প্রেয়সীকে চুম্বন এই ৩ ফুটবলারের, PHOTOS

গোল করে রেকর্ড গড়লেন রোনাল্ডো। পরপর পাচটি বিশ্বকাপে গোল করার বিরল নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপে দ্বিতীয় বয়স্কতম ফুটবলার হিসেবে গোল করার কৃতিত্ব দেখালেন।  তার আগের নাম রজার মিল্লার। তিনি ১৯৯৪ সালের আমেরিকা বিশ্বকাপে ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করেছিলেন। ইউরোপ মহাদেশে বিশ্বকাপে বয়স্কতম গোলদাতার নাম ছিল সুইডেনের গার্নার গ্রেনের।  তিনি ৩৭ বছর ২৩৬ দিনে গোল করার কৃতিত্ব দেখিয়েছিলেন।  রোনাল্ডো তা করলেন ৩৭ বছর ২৯২ দিনে।

৬৪ মিনিটে পেনাল্টি থেকে তাঁর করা গোলেই এগিয়ে যায় পর্তুগাল। ৭৭ মিনিটে জোয়াও ফেলিক্স এবং ৮০ মিনিটে রাফায়েলের গোলে ঘানার বিরুদ্ধে ৩-২ব্যবধানে  জয় পেল পর্তুগাল। ঘানার হয়ে গোল  আদ্রিয়ান আয়িউ, বুখারির। শেষদিকে দারুণ জমে ওঠে খেলা। গোটা ম্যাচেই তুল্যমূল্য লড়াই চালালেও শেষ হাসি হাসল পর্তুগাল। রোনাল্ডোর সঙ্গে তাঁর ফ্যানরাও মেতে উঠল 'সিউ' সেলিব্রেশনে। বিশ্বকাপের প্রথম ম্যাচ হলেও দলের ডিফেন্স নিয়ে চিন্তা থাকল। শেষ মুহূর্তের ভুলে ম্যাচের ফল বদলে যেতেই পারত। ভাগ্য ভাল তা হয়নি।        

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement