দলে পাওলো ডিবালা, অ্যাঞ্জেল দি মারিয়া। সমর্থকদের শঙ্কা কাটিয়ে কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) শক্তিশালী দল ঘোষণা করে ফেলল আর্জেন্টিনা (Argentina)। লিওনেল মেসির (Lionel Messi) শেষ বিশ্বকাপ। আর এই বিশ্বকাপকে স্পেশাল করতে তৈরি আর্জেন্টিনা। কাতার থেকে বিশ্বকাপ জিতেই মেসির অধরা স্বপ্ন পূরন করতে চায় আর্জেন্টিনা। ২৩ জনের দলে তেমন কোনও চমক নেই।
দল নিয়ে শঙ্কা কাটল সমর্থকদের
দলে দুই ফুটবলারের চোটের খবরে আশঙ্কায় ভুগছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। তবে পাওলো ডিবালা (Paulo Dybala), অ্যাঞ্জেল দি মারিয়াকে (Angel Di María) রেখেই দল ঘোষণা করে দিল কোপা আমেরিকা (Copa America) চ্যাম্পিয়নরা। মেসিদের দল ঘোষণা দেরিতে হওয়ায় আশঙ্কা আরও কিছুটা বেড়ে গিয়েছিল। তবে শুক্রবার রাতে সেই আশঙ্কা কেটে গেল। ২৩ জনের দলের অধিনায়ক মেসি।
১৯৮৬ সালের পর বিশ্বকাপ জিততে পারেনি আর্জেন্টিনা
১৯৮৬ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি আর্জেন্টিনা। এর আগে ১৯৭৮ সালে বিশ্বকাপ জিতেছিল তারা। তবে এবার দীর্ঘ দিনের বিশ্বকাপ জয়ের খরা মেটাতে বদ্ধ পরিকর নীল-সাদা ব্রিগেড। লাতিন আমেরিকার সেরারা এবার বিশ্বসেরা হওয়ার প্রস্তুতিতে নেমে পড়েছেন।
বিশ্বকাপে ২২ নভেম্বর প্রথম ম্যাচ খেলতে নামবেন মেসিরা
২২ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ২৬ নভেম্বর মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচ রয়েছে মেসিদের। গ্রুপের শেষ ম্যাচ ৩০ নভেম্বর পোল্যান্ডের বিরুদ্ধে। শক্তির বিচারে মোটামুটি সহজ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ।
মিডফিল্ডার: রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।
ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, লিওনেল মেসি।