Advertisement

Mohun Bagan: বারপুজোতেও ইস্টবেঙ্গলকে টেক্কা মোহনবাগানের, আসছেন গাভাস্কার

বাংলা নববর্ষে (Bengali Naba barsha)  কলকাতা ময়দানে আসছেন ক্রিকেট কিংবদন্তী সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। পয়ল বৈশাখে মোহনবাগানের (Mohun Bagan) বার পূজোয় আসছেন গাভাস্কার (Sunil Gavaskar)। নয়া মরশুমে সাফল্যের কামনায় এই বার পুজো (Bar Puja) আয়োজন করা হয়। এর পাশপাশি সদস্য-সমর্থকদের শুভেচ্ছা জানান ক্লাব কর্তারা। প্রচুর মানুষ আসেন এই বারপুজোর অনুষ্ঠান দেখতে। আগে এই দিনেই ক্লাবগুলি ঘোষণা করত তাদের নতুন অধিনায়কের নাম। তবে ফুটবলের ক্যালেন্ডার বদলে যাওয়ায়, বারপুজোর সঙ্গে ক্যাপ্টেনের নাম ঘোষণা করা হয় না। আগে কে ক্যাপ্টেন হবেন তা নিয়ে কৌতূহল থাকত। তবে এখন সেটা না থাকলেও, সুনীল গাভাস্কার আসায় দারুণ খুশি সবুজ-মেরুন সমর্থকরা।

সুনীল গাভাস্কার ও মোহনবাগান ক্লাব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Apr 2023,
  • अपडेटेड 8:26 PM IST
  • মোহনবাগানে আসছেন সুনীল গাভাস্কার
  • পয়লা বৈশাখে বারপুজোয় আসছেন তারকা ক্রিকেটার

বাংলা নববর্ষে (Bengali Naba barsha)  কলকাতা ময়দানে আসছেন ক্রিকেট কিংবদন্তী সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। পয়ল বৈশাখে মোহনবাগানের (Mohun Bagan) বার পূজোয় আসছেন গাভাস্কার (Sunil Gavaskar)। নয়া মরশুমে সাফল্যের কামনায় এই বার পুজো (Bar Puja) আয়োজন করা হয়। এর পাশপাশি সদস্য-সমর্থকদের শুভেচ্ছা জানান ক্লাব কর্তারা। প্রচুর মানুষ আসেন এই বারপুজোর অনুষ্ঠান দেখতে। আগে এই দিনেই ক্লাবগুলি ঘোষণা করত তাদের নতুন অধিনায়কের নাম। তবে ফুটবলের ক্যালেন্ডার বদলে যাওয়ায়, বারপুজোর সঙ্গে ক্যাপ্টেনের নাম ঘোষণা করা হয় না। আগে কে ক্যাপ্টেন হবেন তা নিয়ে কৌতূহল থাকত। তবে এখন সেটা না থাকলেও, সুনীল গাভাস্কার আসায় দারুণ খুশি সবুজ-মেরুন সমর্থকরা।

দুই প্রধানে এখন কর্পোরেট সংষ্কৃতি। এ বছর মোহনবাগান ক্লাবের মূল গেট প্রয়াত কিংবদন্তী ফুটবল চুনী গোস্বামী নামে করা হচ্ছে। আর সেই অনুষ্ঠানেই আসছেন গাভাস্কার। এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতীয় ফুটবল দলের অধিনায়ক শুধু নন, অসাধারণ ক্রিকেটারও ছিলেন চুনী গোস্বামী। এমনকি রঞ্জি ট্রফি ফাইনালেও খেলেছেন চূনী। যতদিন খেলেছেন ততদিনই মোহনবাগানের জার্সিতেই খেলেছেন চুনী গোস্বামী। এবার তাঁর নামেই ক্লাবের মূল গেটের নামকরণ করা হচ্ছে। বার পূজোর দিন এই অনুষ্ঠানে সুনীল গাভাস্কার ছাড়াও প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।  

আরও পড়ুন: এই মরশুমে বাজেট বাড়ছে ইস্টবেঙ্গলের, মোহনবাগানের থেকে বেশি ?

অনুষ্ঠানে থাকবেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। পয়লা বৈশাখের দিনই প্রয়াত চুনী গোস্বামীর স্ত্রী বাসন্তী গোস্বামী, প্রাক্তন ক্রীড়াবিদ বলাই দে, সুশীল সিং, মৃত্যুঞ্জয় ব্যানার্জী, জেভিয়ার পায়াস দীপেন্দু বিশ্বাস ও বিক্রম দেবনাথ।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলে লোবেরা আদৌ কোচ হয়ে আসছেন? সমস্যা আর মিটছে না 

ইতিমধ্যে  ক্লাবের আরেকটি প্রবেশদ্বার পেলে, মারাদোনা ও সোবার্সের নামে করা হয়েছে।  বারপূজো এবং  প্রবেশদ্বারের নামাঙ্কন অনুষ্ঠান শেষে একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত মরশুমে আইএসএল (ISL) ট্রফি জিতেছে সবুজ মেরুন।  চলতি সুপার কাপে (Super Cup) শুরুটা ভালো হয়েছে।  নতুন মরশুমে গতবছরের দলে কয়েকটি পরিবর্তন হবে শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার স্ট্রাইকার জেসন কামিন্সকে দলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে খবর। সব মিলিয়ে  একরাশ ভালো খবর নিয়ে মোহনবাগানে বারপূজোর অনুষ্ঠান।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement