Advertisement

Kolkata League 2023: 'বড় দলের জন্য নিয়ম,' অভিষেকের ক্লাবকেই নিশানা মদনের?

কলকাতা লিগে (Kolkata League 2023) প্রিমিয়ার ডিভিশন ও ফাস্ট ডিভিশনের ক্লাবগুলি একসঙ্গে খেলবে। তবে বাংলার ফুটবল সংস্থার এই সিদ্ধান্ত একেবারে মেনে নিতে পারছেন না কয়েকটি ক্লাবের কর্তারা। ইতিমধ্যেই রাজ্যের শাসক দলের নেতারা এ নিয়ে অভিযোগ করেছেন। 

মদন মিত্র ও অভিষেক বন্দ্যোপাধ্যায়মদন মিত্র ও অভিষেক বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jun 2023,
  • अपडेटेड 7:32 PM IST
  • প্রিমিয়ার ডিভিশনে ডায়মন্ড হারবার এফসি
  • 'বড় দল' নিয়ে ক্ষোভ মদনের

কলকাতা লিগে (Kolkata League 2023) প্রিমিয়ার ডিভিশন ও ফাস্ট ডিভিশনের ক্লাবগুলি একসঙ্গে খেলবে। তবে বাংলার ফুটবল সংস্থার এই সিদ্ধান্ত একেবারে মেনে নিতে পারছেন না কয়েকটি ক্লাবের কর্তারা। ইতিমধ্যেই রাজ্যের শাসক দলের নেতারা এ নিয়ে অভিযোগ করেছেন। 


মঙ্গলবার আইএফএ-এর (IFA) বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ও কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra), তৃণমূল নেতা স্বপন বন্দ্যোপাধ্যায় (Swapan Banerjee), স্বরূপ বিশ্বাসরা (Swarup Biswas)। আইএফএ-এর সভায় এসে মদন মিত্র জানান, ‘একই বিচারপতির আসনে বসে এই আইনের দুই রকম ব্যাখ্যা হয় না। বড় ক্লাব যেহেতু ইতিমধ্যেই দল গঠন করে ফেলেছে, সেই জন্যই এ বছর মেনে নেওয়া হল।‘ তবে ‘বড়’ দল বলতে তিনি ঠিক কোন দলের কথা বোঝাতে চাইছেন তা পরিষ্কার হল না। সাধারণ ভাবে ময়দানের বড় দল বলতে আমরা ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান (Mohun Bagan) ও মহামেডান স্পোর্টিংকে (Mohammedan Sporting)। এই তিন দল তো আগাগোড়াই প্রিমিয়ার ডিভিশনে খেলে। তবে কোন ক্লাবের উদ্দেশ্যে মদন মিত্রের এই মন্তব্য তা তিনি খোলসা করেননি।

আরও পড়ুন


সূত্রের খবর, অভিষেক বন্দোপাধ্যায়ের (Avishekh Banerjee) ক্লাব ডায়মন্ড হারবার এফসিকে (Diamond Harbor FC) প্রিমিয়ার ডিভিশনে খেলানো নিয়েই এই বিবাদের সূত্রপাত। এবারের কলকাতা লিগের সূচীও প্রকাশ করা হয়ে গিয়েছে। তার মধ্যেই এই বিবাদ সমস্যা তৈরি করেছে। কলকাতা ময়দানে চার বছর পর ফিরছে ফুটবল। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ও মহামেডান মাঠ পরিদর্শন করা হয়ে গিয়েছে। তবে মোহনবাগান মাঠ পরিদর্শন হয়নি।


সূচী অনুসারে এই মাসের ২৫ তারিখ থেকে শুরু হচ্ছে কলকাতা লিগের ম্যাচ। দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলোকে নিয়ে। মোহনবাগান ক্লাব প্রথম ম্যাচ খেলবে পাঠচক্রের বিরুদ্ধে। 

Advertisement


গ্রুপ এ – মোহনবাগান, মহামেডান, ডায়মন্ড হারবার, ইউনাইটেড স্পোর্টস, টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, ডালহৌসি, এফসিআই, পিয়ারলেস, কালীঘাট মিলন সংঘ, আর্মি রেড, পাঠচক্র।
গ্রুপ বি – ইস্টবেঙ্গল, ভবানীপুর, পুলিশ এসি, ইস্টার্ন রেল, বিএসএস, এরিয়ান, জর্জ টেলিগ্রাফ, রেলওয়ে এফসি, কাস্টমস, রেনবো, উয়াড়ি, খিদিরপুর, পশ্চিমবঙ্গ পুলিশ। 
    


 

Read more!
Advertisement
Advertisement