Advertisement

সচিনের থেকে সাহায্য চাইছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার

বেঞ্জামিন সচিনের কাছে ১০-১৫টি ব্যাট বা অন্য যেকোনো ক্রিকেট সামগ্রী দিয়ে সাহায্য করার অনুরোধ করেছেন। ক্রীড়া সাংবাদিক সুবিমল কুমারের ইউটিউব চ্যানেলে একথা বলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন এই ক্রিকেটার। তিনি জানান, এর আগে মহম্মদ আজহারউদ্দিনও তাঁকে সাহায্য করেছিলেন। এজন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। স্থানীয় খেলোয়াড়দের আরও ভালো সুযোগ-সুবিধা দিতে এবং সেখানে ক্রিকেটের উন্নতির জন্য বেঞ্জামিন কাজ করে চলেছেন।

সচিন তেন্ডুলকর ও উইনস্টন বেঞ্জামিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Aug 2022,
  • अपडेटेड 11:00 PM IST
  • দেশের যুব ক্রিকেটারদের জন্য সাহায্য চাইছেন
  • বেঞ্জামিন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার

সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কাছে সাহায্য চাইছেন তাঁর বন্ধু উইনস্টন বেঞ্জামিন (Winston Benjamin)। শুধু সচিন নয়, মহম্মদ আজাহারউদ্দিনের (Mohammad Azharuddin) কাছেও সাহায্য চেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন বোলার। মূলত ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় ক্রিকেটারদের সাহায্য করতে এই আবেদন করেছেন বেঞ্জামিন। খুদে ক্রিকেটারদের খেলার সামগ্রী তুলে দিতে চান ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন বোলার। খুব বেশি পয়সা দরকার নেই তাঁর। এমনটাও জানিয়েছেন তিনি। 

বেঞ্জামিন সচিনের কাছে ১০-১৫টি ব্যাট বা অন্য যেকোনো ক্রিকেট সামগ্রী দিয়ে সাহায্য করার অনুরোধ করেছেন। ক্রীড়া সাংবাদিক সুবিমল কুমারের ইউটিউব চ্যানেলে একথা বলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন এই ক্রিকেটার। তিনি জানান, এর আগে মহম্মদ আজহারউদ্দিনও তাঁকে সাহায্য করেছিলেন। এজন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। স্থানীয় খেলোয়াড়দের আরও ভালো সুযোগ-সুবিধা দিতে এবং সেখানে ক্রিকেটের উন্নতির জন্য বেঞ্জামিন কাজ করে চলেছেন।

আরও পড়ুন: CWG হকিতে টাইব্রেকার বিতর্ক, ভারতের হারে পক্ষপাতিত্বের অভিযোগ সেওয়াগের

'ক্রিকেটের ব্যাপারে সাহায্য করুন'
৫৭ বছর বয়সী বেঞ্জামিন বলেন, 'আমি লাভবান না হলেও এমন লোক চাই, যারা আমাদের ক্রিকেট সামগ্রী দিয়ে সাহায্য করতে পারে। আমি হাজার হাজার ডলার চাই না, কিন্তু ১০-১৫টা ব্যাট পাঠালেই হবে। এটা আমার জন্য অনেক। এ গুলো পেয়ে গেলে এখানকার যুবকদের মধ্যে বিতরণ করতে পারব।'

আরও পড়ুন: ২ বছর পর শহরে ইস্টবেঙ্গল vs মোহনবাগান, কীভাবে টিকিট কাটবেন-কত দাম?

তিনি আরও বলেছেন, 'সচিন তেন্ডুলকর, আপনি যদি চান তবে আমাকে সাহায্য করুন। মহম্মদ আজহারউদ্দিনকেও ধন্যবাদ জানাতে চাই। কিছু সামগ্রী তিনি পাঠিয়ে দিয়েছেন।'  এই ভিডিও বার্তায়, বেঞ্জামিন তাঁর ফোন নম্বরও শেয়ার করেছেন যাতে সচিন বা অন্য কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারে।   

Advertisement

আরও পড়ুন: সুহেরের পার্টনার হতে পারেন সুমিত পাসি, চমক ইমামি ইস্টবেঙ্গলের

বেঞ্জামিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্টে ২১ ম্যাচে ৬১টি উইকেট নিয়েছেন। ওয়ানডেতে ৮৫ ম্যাচে ১০০ উইকেট রয়েছে তাঁর। অ্যান্টিগুয়া থেকে উঠে এসেছেন বেঞ্জামিন। ১৯৮৬ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন বেঞ্জামিন। ১৯৮৭ সালে দিল্লিতে ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক করেন বেঞ্জামিন। ১৮৮৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা বোলার।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement