Advertisement

Rohit Sharma: রোহিত, ধোনির মতোই সেরা, মত ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়কের

লেজেন্ডস ক্রিকেট লিগ খেলতে ওমানে রয়েছেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক বলেন, ''বিরাট দারুণ ক্রিকেটার। রোহিত অধিনায়ক হলে কোনও সমস্যা হবে না। ও নিজেও খুব ভাল ক্রিকেটার। ভাল ব্যাট করে দলের সতীর্থদের অনুপ্রাণিত করে। আমি ওকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে দেখেছি। ধোনি বা গৌতম গম্ভীর যে ভাবে দলকে নেতৃত্ব দেয় ঠিক সেই রকম ভাবেই রোহিতকে আমি নেতৃত্ব দিতে দেখেছি।''

রোহিত ও ধোনি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jan 2022,
  • अपडेटेड 3:34 PM IST
  • ধোনির মতো অধিনায়ক হয়ে উঠতে পারে রোহিত
  • মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ভাল অধিনায়কত্ব করেছেন রোহিত

ভারতের টি২০ দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) প্রশংসা করলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামি। তাঁর মতে, রোহিত অধিনায়কত্ব পাওয়ায় আখেরে ভারতের লাভ হয়েছে। ভারতকে টি২০ বিশ্বকাপ ও বিশ্বকাপ জেতান মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) সঙ্গেও রোহিতের তুলনা করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। রোহিতকে আইপিএল-এ (IPL) মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়কত্ব করতে দেখেছেন স্যামি। টি২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। এরপর একদিনের ক্রিকেটেও বিরাটকে আর অধিনায়ক রাখেনি বিসিসিআই। রোহিতকেই নেতৃত্বে নিয়ে আসা হয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারের পর বিরাট টেস্টের নেতৃত্বও ছেড়ে দেন। টেস্ট দলের অধিনায়কত্বও এরপর রোহিতকেই দিতে পারে বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টি২০ ও একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রোহিত। 


রোহিতকে পছন্দ স্যামির
লেজেন্ডস ক্রিকেট লিগ খেলতে ওমানে রয়েছেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক বলেন, ''বিরাট দারুণ ক্রিকেটার। রোহিত অধিনায়ক হলে কোনও সমস্যা হবে না। ও নিজেও খুব ভাল ক্রিকেটার। ভাল ব্যাট করে দলের সতীর্থদের অনুপ্রাণিত করে। আমি ওকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে দেখেছি। ধোনি বা গৌতম গম্ভীর যে ভাবে দলকে নেতৃত্ব দেয় ঠিক সেই রকম ভাবেই রোহিতকে আমি নেতৃত্ব দিতে দেখেছি।''   

আরও পড়ুন: কোন কোন ক্রিকেটারকে কিনতে চায় লখনউ, জানালেন গম্ভীর

আরও পড়ুন: সাড়ে তিন বছরের জন্য নির্বাসিত জিম্বাবয়ের প্রাক্তন অধিনায়ক


সমস্যা হবে না ভারতের 
দক্ষিণ আফ্রিকা সফর থেকে ভারতীয় দল খালি হাতে ফিরলেও চিন্তার কিছু নেই বলে মনে করেন স্যামি। রোহিত অধিনায়ক থাকলে দলের সুবিধা হবে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক। রোহিত শর্মার নেতৃত্বে পাঁচবার আইপিএল জিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চারবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। গৌতম গম্ভীর দুইবার কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল-এর সেরা করেছেন। 

Advertisement


তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি২০ ম্যাচ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ 
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। তিনটি ম্যাচই হবে আহমেদাবাদে। ফেব্রুয়ারির ৬,৯ ও ১১তে হবে এই তিন একদিনের ম্যাচ। এরপর তিনটি টি২০ খেলতে কলকাতা আসবে দুই দল। ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি ইডেনে টি২০ ম্যাচ খেলবে তারা।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement