Advertisement

GT vs CSK, IPL 2022: CSK-কে একাই হারালেন ঋদ্ধিমান, ফের হাফসেঞ্চুরি বঙ্গসন্তানের

মাঝে একবার ঋতুরাজ গায়কোয়াড ক্যাচ ফেলে দেন। তবুও দারুণ হাফ সেঞ্চুরি করেন ঋদ্ধিমান। ওয়াংখেড়ের মাঠে রান করতে সমস্যায় পড়তে হয়েছে ব্যাটারদের। তার মধ্যেও দারুণ ব্যাটিং করেন গুজরাত ওপেনার। চলতি মরশুমে এটি ঋদ্ধিমানের তৃতীয় হাফ সেঞ্চুরি। পাওয়ার প্লেতে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছেন ঋদ্ধি।

ঋদ্ধিমান সাহা ঋদ্ধিমান সাহা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 May 2022,
  • अपडेटेड 11:30 PM IST
  • দলকে জেতালেন ঋদ্ধি
  • ৬৭ রান করে অপরাজিত ঋদ্ধিমান

শুরুটা বেশ নড়বড়ে। তবে খেলতে খেলতেই নিজের ছন্দ ফিরে পেলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে জেতালেন তাঁর দল গুজরাত টাইটান্সকে (Gujarat Titans)। একাই করলেন ৫৭ বলে ৬৭ রান। প্রথম ওভারেই দুইবার আউট হতে হতেও বেঁচে যান বাংলার উইকেটকিপার ব্যাটার। প্রথম ওভারেই মুকেশ চৌধুরীর বল ঋদ্ধির ইনসাইড এজে লাগে। স্টাম্পের পাশ দিয়ে বল চলে যায় বাউন্ডারিতে। ওই ওভারেই আরও একবার ঘটে এমন ঘটনা। 

মাঝে একবার ঋতুরাজ গায়কোয়াড ক্যাচ ফেলে দেন। তবুও দারুণ হাফ সেঞ্চুরি করেন ঋদ্ধিমান। ওয়াংখেড়ের মাঠে রান করতে সমস্যায় পড়তে হয়েছে ব্যাটারদের। তার মধ্যেও দারুণ ব্যাটিং করেন গুজরাত ওপেনার। চলতি মরশুমে এটি ঋদ্ধিমানের তৃতীয় হাফ সেঞ্চুরি। পাওয়ার প্লেতে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছেন ঋদ্ধি।    

এই মরশুমে পাওয়ার প্লেতে তাঁর স্ট্রাইক রেট ১৩৮.৪। এদিন ঋদ্ধিমানের ইনিংস ছিল আটটি চার ও একটি ছক্কায় সাজান। আইপিএল ২০২২-এ আটটি ম্যাচে ২৮১ রান করে ফেলেছেন ঋদ্ধি। গড় ৪০.১৪।

আরও পড়ুন

তবে শুধু ব্যাট হাতে নয়। মহেন্দ্র সিং ধোনির দলের বিরুদ্ধে উইকেটের পেছনেও বেশ বিশ্বস্ত তিনি। ব্যাট করার আগে দুটি ক্যাচ ধরেছেন ঋদ্ধি। প্লে অফে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল আগের ম্যাচেই। এবার চেন্নাইকে হারিয়ে প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত করে ফেলল গুজরাত টাইটান্স। 

হারল CSK

চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কওয়াড ছাড়া আর কোনো ব্যাটসম্যানই চমক দেখাতে পারেননি। ঋতুরাজ ৫৩ রানের একটি ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ৪টি চার ও ১টি ছক্কা। যদিও এটা খুব ধীরগতির ইনিংস ছিল। তারা ছাড়াও মঈন আলী (২১ রান) ও এন জগদীশন ৩৩ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। চেন্নাইয়ের হয়ে অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni) মাত্র ৭ রান করেছেন যেখানে শিবম দুবে তার খাতাও খুলতে পারেননি।  টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান করে। চেন্নাইয়ের  দুই ক্রিকেটারকে আউট করেছিলেন মহম্মদ শামি। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement