Advertisement

Hardik Pandya Mahieka Sharma: 'আমার জীবন বদলে দিয়েছো...' নতুন সম্পর্কে হার্দিক, গার্লফ্রেন্ড কে?

মঙ্গলবার প্রথম টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০১ রানে জয়ের পরেই নিজের সম্পর্ক নিয়ে আপডেট দিলেন হার্দিক পান্ডিয়া। মঙ্গলবারের ম্যাচে দারুণ পারফর্ম করেছেন ভারতের তারকা অলরাউন্ডার। এর পরেই বিসিসিআই-কে দেওয়া সাক্ষাৎকারে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে নেন হার্দিক। অনেকদিন ধরেই মাহিকার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। আর সেই গুঞ্জনে এবার শিলমোহর পড়ল।

মাহিকা শর্মা, হার্দিক পাণ্ডিয়ামাহিকা শর্মা, হার্দিক পাণ্ডিয়া
Aajtak Bangla
  • কটক,
  • 10 Dec 2025,
  • अपडेटेड 2:16 PM IST

মঙ্গলবার প্রথম টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০১ রানে জয়ের পরেই নিজের সম্পর্ক নিয়ে আপডেট দিলেন হার্দিক পান্ডিয়া। মঙ্গলবারের ম্যাচে দারুণ পারফর্ম করেছেন ভারতের তারকা অলরাউন্ডার। এর পরেই বিসিসিআই-কে দেওয়া সাক্ষাৎকারে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে নেন হার্দিক। অনেকদিন ধরেই মাহিকার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। আর সেই গুঞ্জনে এবার শিলমোহর পড়ল।

কটক টি-টোয়েন্টির পর পাণ্ডিয়া বলেন: 'কখনও কখনও যখন তুমি আহত হও, তখন তা তোমাকে পরীক্ষা করে, মানসিকভাবে নিজেকে সন্দেহের মধ্যে ফেলে। কিন্তু আমি এর জন্য আমার প্রিয়জনদের ধন্যবাদ জানাতে চাই। আমি আমার সঙ্গীর কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই, যখন থেকে সে আমার জীবনে এসেছে, তখন থেকেই আমার জীবনে সবকিছু ভালোই চলছে।' যদিও তিনি সরাসরি মাহিকার নাম নেননি।

হার্দিক ও মাহিকা

তাঁর সঙ্গী এবং বান্ধবী, মাহিকা শর্মাও বিসিসিআই-এর হার্দিকের ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন। এটাই তাদের দুজনের সম্পর্ক নিশ্চিত করেছে। মাহিকা বিসিসিআই-এর পোস্টে একটি ইমোজি শেয়ার করেছেন। হার্দিক পান্ডিয়া মন্তব্য করেছেন, 'তোমার মতো আর কেউ নেই, রাজা...' সম্প্রতি বেশ কয়েকবার হার্দিক পান্ডিয়া এবং মাহিকা শর্মাকে একসাথে দেখা গেছে। হার্দিক পান্ডিয়া নিজেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মাহিকার সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। 

মাহিকা শর্মা কে?
মাহিকা শর্মা একজন বিখ্যাত মডেল। তিনি অনেক বিখ্যাত ফ্যাশন ডিজাইনারের হয়ে র‍্যাম্পে হাঁটছেন। তিনি অসংখ্য মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মেও অভিনয় করেছেন। তিনি বেশ কয়েকটি বড় ব্র্যান্ডের সঙ্গে জড়িত এবং ইন্ডিয়ান ফ্যাশন অ্যাওয়ার্ডসে 'বছরের সেরা মডেল' হিসেবে মনোনীত হয়েছেন। তাছাড়া, বেশ কয়েকটি বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন তাঁকে ফ্যাশন জগতের একজন উদীয়মান তারকা হিসেবে বর্ণনা করেছে। বর্তমানে মাহিকা শর্মার ইনস্টাগ্রামে প্রায় ৩,৫০,০০০ ফলোয়ার রয়েছে।

৩২ বছর বয়সী পান্ডিয়ার বান্ধবী মাহিকার বয়স ২৪ বছর। মাহিকার লিঙ্কডইন প্রোফাইল অনুসারে, তিনি দিল্লির বাসিন্দ এবং নেভি চিলড্রেন স্কুলে পড়াশোনা করেছেন। এরপর তিনি কলেজে অর্থনীতি এবং ফিন্যান্স বিষয়ে পড়াশোনা করেছেন। দশম বোর্ড পরীক্ষায় তিনি ১০ সিজিপিএ পেয়েছেন। মাহিকা বিভিন্ন ক্ষেত্রে ইন্টার্নশিপ করেছেন।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement